ETV Bharat / bharat

Mamata Banerjee : গোয়ায় মমতাকে কালো পতাকা বিজেপির, সঙ্গে গো-ব্যাক স্লোগান

গোয়ায় পৌঁছনো মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কালো পতাকা দেখাল বিজেপি ৷ সঙ্গে চলে গো-ব্যাক ধ্বনি এবং জয় শ্রীরাম স্লোগান ৷

Mamata Banerjee
Mamata Banerjee in Goa
author img

By

Published : Oct 28, 2021, 6:14 PM IST

Updated : Oct 28, 2021, 10:15 PM IST

পানাজি, 28 অক্টোবর : গোয়ায় পৌঁছনো মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কালো পতাকা দেখাল বিজেপি ৷ এদিন সন্ধ্যা ছ'টার কিছুটা আগে গোয়া বিমানবন্দরে পৌঁছন মমতা ৷ তারপরই বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা তাঁকে কালো পতাকা দেখান ৷ পাশাপাশি গো-ব্যাক ধ্বনিও দেওয়া হয় ৷ তার সঙ্গে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান ৷

Mamata Banerjee
গোয়া বিমানবন্দরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের মুখেই বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়া পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে আমন্ত্রণ জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কিছুদিন আগেই তৃণমূলের যোগ দেওয়া লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) ৷ তাঁর এবারের গোয়া সফর রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে ৷ গোয়ায় মমতা নামার সঙ্গে সঙ্গেই বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি তৎপর হয়ে ওঠে ৷ কালো পতাকা প্রদর্শন, গো-ব্যাক ধ্বনি, জয় শ্রীরাম স্লোগান- ছিল সবই ৷

বৃহস্পতিবার গোয়ায় পৌঁছেই মমতাকে গো-ব্যাক ধ্বনির মুখে পড়তে হয়

গোয়ার তৃণমূল নেতা লাভু মামলেদার জানান, 3-4 দিনের গোয়া সফরে এসেছেন মমতা ৷

গোয়ায় আগামিকাল মমতার সফরসূচি-

  • আগামিকাল সকাল 11টায় দলীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন নেত্রী ৷
  • তারপর বেলা বারোটা নাগাদ বেটিমে ফিসিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক ৷
  • দুপুর একটায় সাংবাদিক সম্মেলন ৷
  • বিকেল সাড়ে তিনটেয় মাঙ্গেসি মন্দিরে যাবেন মমতা ৷ সেখান থেকে চারটে নাগাদ যাবেন মহালাসা মন্দিরে ৷ সাড়ে চারটেয় যাবেন তপোভূমি কুন্ডাইয়ে ৷
  • সন্ধ্যা ছ'টায় পূর্বনির্ধারিত কিছু নাগরিকের সঙ্গে আপালচারিতায় ব্যস্ত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Mamata Banerjee: জাতীয় রাজনীতিতে মমতার গোয়া সফরের প্রভাব কতটা পড়বে?

পানাজি, 28 অক্টোবর : গোয়ায় পৌঁছনো মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কালো পতাকা দেখাল বিজেপি ৷ এদিন সন্ধ্যা ছ'টার কিছুটা আগে গোয়া বিমানবন্দরে পৌঁছন মমতা ৷ তারপরই বিজেপির কর্মী-সমর্থকদের পাশাপাশি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা তাঁকে কালো পতাকা দেখান ৷ পাশাপাশি গো-ব্যাক ধ্বনিও দেওয়া হয় ৷ তার সঙ্গে দেওয়া হয় জয় শ্রীরাম স্লোগান ৷

Mamata Banerjee
গোয়া বিমানবন্দরে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের মুখেই বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়া পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে আমন্ত্রণ জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কিছুদিন আগেই তৃণমূলের যোগ দেওয়া লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) ৷ তাঁর এবারের গোয়া সফর রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে ৷ গোয়ায় মমতা নামার সঙ্গে সঙ্গেই বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি তৎপর হয়ে ওঠে ৷ কালো পতাকা প্রদর্শন, গো-ব্যাক ধ্বনি, জয় শ্রীরাম স্লোগান- ছিল সবই ৷

বৃহস্পতিবার গোয়ায় পৌঁছেই মমতাকে গো-ব্যাক ধ্বনির মুখে পড়তে হয়

গোয়ার তৃণমূল নেতা লাভু মামলেদার জানান, 3-4 দিনের গোয়া সফরে এসেছেন মমতা ৷

গোয়ায় আগামিকাল মমতার সফরসূচি-

  • আগামিকাল সকাল 11টায় দলীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন নেত্রী ৷
  • তারপর বেলা বারোটা নাগাদ বেটিমে ফিসিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক ৷
  • দুপুর একটায় সাংবাদিক সম্মেলন ৷
  • বিকেল সাড়ে তিনটেয় মাঙ্গেসি মন্দিরে যাবেন মমতা ৷ সেখান থেকে চারটে নাগাদ যাবেন মহালাসা মন্দিরে ৷ সাড়ে চারটেয় যাবেন তপোভূমি কুন্ডাইয়ে ৷
  • সন্ধ্যা ছ'টায় পূর্বনির্ধারিত কিছু নাগরিকের সঙ্গে আপালচারিতায় ব্যস্ত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Mamata Banerjee: জাতীয় রাজনীতিতে মমতার গোয়া সফরের প্রভাব কতটা পড়বে?

Last Updated : Oct 28, 2021, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.