ETV Bharat / bharat

'কংগ্রেস চালনায় ব্যর্থ' রাহুলের ফোনে আড়িপাতা নিয়ে প্রশ্ন সম্বিতের - Doctored Motive

পেগাসাস স্পাইওয়্যার প্রয়োগে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুলের ফোনে আড়ি পেতেছে বিজেপি সরকার ৷ শুধু তাঁরই নয়, ভারতের বহু মানুষের ফোনে এই স্পাইওয়্যার দিয়ে গোপনে নজরদারি চালিয়েছে অমিত শাহ-নরেন্দ্র মোদি ৷ এই অভিযোগে গতকাল সাংবাদিক বৈঠক করে ভারতের গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে বলে জানান তিনি ৷ আজ পাল্টা জবাব দিলেন বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র ৷

রাহুল বনাম সম্বিৎ
রাহুল বনাম সম্বিৎ
author img

By

Published : Jul 29, 2021, 11:46 AM IST

নয়াদিল্লি, 29 জুলাই : রাহুল তো কংগ্রেস দলটাকেই চালাতে পারলেন না, তাঁর ফোনে কেউ আড়ি পাতবে কেন, এই মন্তব্য করে রাহুল গান্ধির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি-র মুখপাত্র (BJP Spokesperson) সম্বিৎ পাত্র (Sambit Patra) ৷ গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) পেগাসাস কাণ্ড (Pegasus Spyware) নিয়ে ভারতের গণতন্ত্রকে কলঙ্কিত করার অভিযোগ আনেন বিজেপি সরকারের বিরুদ্ধে ৷ "ভারত সরকার পেগাসাস কিনেছে কি না, এর জবাব হ্যাঁ বা না", স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগেন ওয়েনাড়ের সাংসদ (Wayanad MP) ৷ এদিকে সংসদেও (Parliament) পেগাসাস নিয়ে কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷

এই পেগাসাস বিতর্ককে "মিথ্যে অভিসন্ধি" (Doctored Motive) আখ্যা দেন বিজেপি নেতা ৷ বরং তারা এই সময় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তিত নয়, মানুষের জীবন নিয়ে খেলছে বলে বিরোধী দলকে আক্রমণ করেন সম্বিৎ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতিকে মানুষের স্বর রুদ্ধ করা হচ্ছে বলে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি ৷

আরও পড়ুন : Mamata-Rahul : একদিকে মমতা, অন্যদিকে রাহুল ; এভাবে মোদিকে হারানো সম্ভব ?

সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র বলেন, "তাঁর ফোনে অস্ত্র থাকলেও কোনও অভিযোগ দায়ের করেননি তিনি এবং শুধু সাংবাদিক বৈঠক করছেন ৷ রাহুল গান্ধির উপর কেউ নজরদারি করবে কেন ? কংগ্রেস দলটাকেই পরিচালনা করতে পারেননি তিনি ৷" রাহুলের উপর নজরদারি চালিয়ে কে কী পাবে, এই প্রশ্নও তোলেন সম্বিত ৷ তিনি রাহুলকে পরামর্শ দেন, "রাহুলজি, আপনার ফোনটা চেক করানো উচিত ৷"

নয়াদিল্লি, 29 জুলাই : রাহুল তো কংগ্রেস দলটাকেই চালাতে পারলেন না, তাঁর ফোনে কেউ আড়ি পাতবে কেন, এই মন্তব্য করে রাহুল গান্ধির ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি-র মুখপাত্র (BJP Spokesperson) সম্বিৎ পাত্র (Sambit Patra) ৷ গতকাল কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) পেগাসাস কাণ্ড (Pegasus Spyware) নিয়ে ভারতের গণতন্ত্রকে কলঙ্কিত করার অভিযোগ আনেন বিজেপি সরকারের বিরুদ্ধে ৷ "ভারত সরকার পেগাসাস কিনেছে কি না, এর জবাব হ্যাঁ বা না", স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগেন ওয়েনাড়ের সাংসদ (Wayanad MP) ৷ এদিকে সংসদেও (Parliament) পেগাসাস নিয়ে কোনও আলোচনা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷

এই পেগাসাস বিতর্ককে "মিথ্যে অভিসন্ধি" (Doctored Motive) আখ্যা দেন বিজেপি নেতা ৷ বরং তারা এই সময় দেশের কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তিত নয়, মানুষের জীবন নিয়ে খেলছে বলে বিরোধী দলকে আক্রমণ করেন সম্বিৎ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে কংগ্রেসের অনুপস্থিতিকে মানুষের স্বর রুদ্ধ করা হচ্ছে বলে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি ৷

আরও পড়ুন : Mamata-Rahul : একদিকে মমতা, অন্যদিকে রাহুল ; এভাবে মোদিকে হারানো সম্ভব ?

সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র বলেন, "তাঁর ফোনে অস্ত্র থাকলেও কোনও অভিযোগ দায়ের করেননি তিনি এবং শুধু সাংবাদিক বৈঠক করছেন ৷ রাহুল গান্ধির উপর কেউ নজরদারি করবে কেন ? কংগ্রেস দলটাকেই পরিচালনা করতে পারেননি তিনি ৷" রাহুলের উপর নজরদারি চালিয়ে কে কী পাবে, এই প্রশ্নও তোলেন সম্বিত ৷ তিনি রাহুলকে পরামর্শ দেন, "রাহুলজি, আপনার ফোনটা চেক করানো উচিত ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.