ETV Bharat / bharat

BJP slams Arvind Kejriwal: মোদির ডিগ্রি চেয়ে বিপাকে কেজরি, আদালত জরিমানা করতেই আসরে বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণ চেয়ে বিপাকে অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর আবেদনের ভিত্তিতে জারি হওয়া নির্দেশ খারিজ করে দিল গুজরাত হাইকোর্ট ৷ আর্থিক জরিমানা করা হল দিল্লির মুখ্যমন্ত্রীকে ৷ ঘটনার পরই কেজরির সমালোচনায় সরব হয়েছে বিজেপি ৷

BJP slams Arvind Kejriwal after Gujarat High Court fines him for seeking University Degree of Narendra Modi
ফাইল ছবি
author img

By

Published : Mar 31, 2023, 6:35 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ: গুজরাত হাইকোর্ট কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ বাতিল করতেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রে রে করে উঠল গেরুয়াশিবির ৷ দিল্লির মুখ্যমন্ত্রীকে 'মিথ্য়াচারী' বলে দেগে দিল বিজেপি ৷ আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অরবিন্দ ৷ তারই ভিত্তিতে কেন্দ্রীয় তথ্য কমিশন বা সিআইসি গুজরাত বিশ্ববিদ্যালয়কে একটি নির্দেশ দেয় ৷ তাতে বলা হয়, নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, অর্থাৎ তাঁর ডিগ্রি সংক্রান্ত তথ্য আপ নেতাকে পাঠাতে হবে ৷ কিন্তু, গুজরাত হাইকোর্ট কমিশনের সেই নির্দেশ খারিজ করে দেয় ৷ আর তাতেই উজ্জীবিত হয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নিশানা করে বিজেপি ৷

কেজরিওয়ালের বিড়ম্বনা অবশ্য এখানেই শেষ হয়নি ৷ প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখতে চাওয়ায় তাঁকে আর্থিক জরিমানাও করে গুজরাত হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে গুজরাত রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জরিমানার 25 হাজার টাকা জমা দিতে হবে তাঁকে ৷ কেজরির আইনজীবী বিচারপতির এই নির্দেশ পালনের উপর স্থগিতাদেশ দেওয়ার দাবি জানালেও আদালত তা মঞ্জুর করেনি ৷

এই ঘটনার পর কেজরিওয়ালের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অমিত মালব্য ৷ তাঁর বক্তব্য, "গুজরাত হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছে এবং প্রধানমন্ত্রীর ডিগ্রি চাওয়ার মতো একটি ফালতু আবেদন করায় তাঁকে 25 হাজার টাকার আর্থিক জরিমানা করা হয়েছে ৷"

আরও পড়ুন: নিজের অধিকারের প্রতি পক্ষপাতদুষ্ট না হয়েই বাংলো ছাড়বেন, জানালেন রাহুল

বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও ৷ তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর পদের বিরুদ্ধে মিথ্যা কথা বলা এবং অশোভন মন্তব্য করা আজকালকার দিনে একটি অভ্যেস হয়ে দাঁড়িয়েছে ৷ এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রাহুল গান্ধির কড়া প্রতিযোগিতা চলছে ৷ কিন্তু, আজ হাইকোর্ট তাঁকে তাঁর জায়গা দেখিয়ে দিয়েছে ! আশা করছি, কেজরিওয়ালজি বিচারব্যবস্থা নিয়ে রাহুলের মতো কোনও গুরুতর মন্তব্য করে বসবেন না ! একেই বলে 'পড়াশোনা শিখেও অশিক্ষিত' হয়ে থাকা !" বিজেপির আর এক মুখপাত্র টম ভাড়াক্কান বলেন, "পাপের উপযুক্ত শাস্তি হয়েছে !"

নয়াদিল্লি, 31 মার্চ: গুজরাত হাইকোর্ট কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ বাতিল করতেই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রে রে করে উঠল গেরুয়াশিবির ৷ দিল্লির মুখ্যমন্ত্রীকে 'মিথ্য়াচারী' বলে দেগে দিল বিজেপি ৷ আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অরবিন্দ ৷ তারই ভিত্তিতে কেন্দ্রীয় তথ্য কমিশন বা সিআইসি গুজরাত বিশ্ববিদ্যালয়কে একটি নির্দেশ দেয় ৷ তাতে বলা হয়, নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, অর্থাৎ তাঁর ডিগ্রি সংক্রান্ত তথ্য আপ নেতাকে পাঠাতে হবে ৷ কিন্তু, গুজরাত হাইকোর্ট কমিশনের সেই নির্দেশ খারিজ করে দেয় ৷ আর তাতেই উজ্জীবিত হয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সরাসরি নিশানা করে বিজেপি ৷

কেজরিওয়ালের বিড়ম্বনা অবশ্য এখানেই শেষ হয়নি ৷ প্রধানমন্ত্রীর ডিগ্রি দেখতে চাওয়ায় তাঁকে আর্থিক জরিমানাও করে গুজরাত হাইকোর্ট ৷ আদালতের নির্দেশ, আগামী চার সপ্তাহের মধ্যে গুজরাত রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জরিমানার 25 হাজার টাকা জমা দিতে হবে তাঁকে ৷ কেজরির আইনজীবী বিচারপতির এই নির্দেশ পালনের উপর স্থগিতাদেশ দেওয়ার দাবি জানালেও আদালত তা মঞ্জুর করেনি ৷

এই ঘটনার পর কেজরিওয়ালের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার প্রধান অমিত মালব্য ৷ তাঁর বক্তব্য, "গুজরাত হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছে এবং প্রধানমন্ত্রীর ডিগ্রি চাওয়ার মতো একটি ফালতু আবেদন করায় তাঁকে 25 হাজার টাকার আর্থিক জরিমানা করা হয়েছে ৷"

আরও পড়ুন: নিজের অধিকারের প্রতি পক্ষপাতদুষ্ট না হয়েই বাংলো ছাড়বেন, জানালেন রাহুল

বিষয়টি নিয়ে টুইট করেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও ৷ তিনি লেখেন, "প্রধানমন্ত্রীর পদের বিরুদ্ধে মিথ্যা কথা বলা এবং অশোভন মন্তব্য করা আজকালকার দিনে একটি অভ্যেস হয়ে দাঁড়িয়েছে ৷ এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রাহুল গান্ধির কড়া প্রতিযোগিতা চলছে ৷ কিন্তু, আজ হাইকোর্ট তাঁকে তাঁর জায়গা দেখিয়ে দিয়েছে ! আশা করছি, কেজরিওয়ালজি বিচারব্যবস্থা নিয়ে রাহুলের মতো কোনও গুরুতর মন্তব্য করে বসবেন না ! একেই বলে 'পড়াশোনা শিখেও অশিক্ষিত' হয়ে থাকা !" বিজেপির আর এক মুখপাত্র টম ভাড়াক্কান বলেন, "পাপের উপযুক্ত শাস্তি হয়েছে !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.