নয়াদিল্লি, 1 জানুয়ারি: চব্বিশের লোকসভা নির্বাচনের এখনও ঢের দেরি ৷ কিন্তু প্রায় দেড় বছর আগে থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদি, অমিত শাহদের নেতৃত্বাধীন বিজেপি ৷ গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দলের আসন সংখ্যা বাড়ানোর উপর (BJP LS Polls Planning) ৷
কর্ণাটক বাদে দক্ষিণের বাকি রাজ্যগুলিতে এখনও সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির ৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই পরিকল্পনা তৈরি করছে পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব ৷ কেরলে 20টি, অন্ধ্রে 25টি, তামিলনাড়ুতে 39টি, তেলেঙ্গানায় 17টি ও কর্ণাটকে 28টি লোকসভা আসন রয়েছে ৷ লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আগামী লোকসভা নির্বাচনে দক্ষিণ ভারতের এই 129টি আসনের মধ্যে 60টি আসনে পদ্ম ফোটানোর (BJP sets 60 seat target in Southern India in ls polls) ৷
জানা গিয়েছে, সম্প্রতি হায়দরাবাদে বিজেপির তরফে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ এই বৈঠকেই চূড়ান্ত হয়েছে এই লক্ষ্যমাত্রা অর্জনের রূপরেখা ও পরিকল্পনা ৷ বিএল সন্তোষ, সুনীল বনসল, তরুণ চুঘ, বিনোদ তাওদের মতো দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই বৈঠকে যোগ দেন ৷ সূত্রের খবর, দক্ষিণের 50টি আসনে ইতিমধ্যেই বিজেপি কর্মীদের আদাজল খেয়ে নামতে ও সংগঠন বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: মহিলা প্রশিক্ষককে ডেকে যৌন হেনস্থা ! কাঠগড়ায় হরিয়ানার ক্রীড়ামন্ত্রী
বিজেপি সূত্রে খবর, কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্প ও সরকারের কাজ তুলে ধরে কীভাবে আম জনতার কাছে পৌঁছতে হবে সেই বিষয়ে এই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্র ও কেরলে দলের পক্ষে জনভিত্তি বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ৷ কর্ণাটকে ইতিমধ্যেই বিজেপির সরকার রয়েছে ৷ তাই দক্ষিণ ভারতের বাকি 4 রাজ্যে সংগঠন বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে দল ৷ তবে কর্ণাটকের কয়েকটি আসনেও বিশেষ নজর দেওয়া হচ্ছে ৷
দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে লোকসভা নির্বাচনে যাতে বিজেপি'র ঝুলিতে যাতে বড় সংখ্যক আসন আসে সেই বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৷ দলের এক নেতা জানিয়েছেন, 2024 লোকসভা ভোটে (2024 Lok Sabha Polls) যদি 303টি আসনে জিততে হয় তাহলে দক্ষিণ ভারতে ভালো ফল করতেই হবে ৷ সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে ৷ দক্ষিণের রাজ্যগুলিতে বিশেষ নজর দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ চুঘ ও সুনীল বনসলকে ৷ এইসব রাজ্যগুলি থেকে নেতা-কর্মীদের উত্তরপ্রদেশ ও গুজরাতেও পাঠানো হচ্ছে সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলির উন্নয়ন কাজ দেখার জন্য ৷