ETV Bharat / bharat

উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠকে বিজেপি

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে উত্তর প্রদেশে বিধানসভা ভোট ৷ তার আগে সোমবার ওই রাজ্যে শুরু হয়েছে বিজেপির পর্যালোচনা বৈঠক ৷

bjp review meeting on uttar pradesh assembly election
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠকে বিজেপি
author img

By

Published : Jun 1, 2021, 12:42 PM IST

লখনউ, 1 জুন : করোনা পরিস্থিতি সামলানো নিয়ে একাধিক অভিযোগে বিদ্ধ হচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ যা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের ৷ কারণ, আগামী বছরই হিন্দি বলয়ের ওই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ প্রশ্ন উঠছে যে 2017 সালে যে বিপুল সাফল্য এসেছিল বিজেপির, সেই সাফল্য কি ধরে রাখা যাবে ?

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ এখনও প্রায় আট-ন’মাস বাকি ওই নির্বাচনের ৷ কিন্তু এখন থেকেই গতবারের সাফল্য ধরে রাখতে তৎপরতা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে ৷ উত্তর প্রদেশ নিয়ে দলের তরফে একাধিক বৈঠক হয়ে গিয়েছে ৷ গতকাল, সোমবার আরও একটি পর্যালোচনা বৈঠক শুরু হয়েছে ৷ যা আজ, মঙ্গলবার পর্যন্ত চলার কথা ৷

বিজেপি সূত্রে খবর, ওই বৈঠক লখনউতে হচ্ছে ৷ সেখানে দিল্লি থেকে দু’জন নেতা উপস্থিত রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ ৷ আর দ্বিতীয় জন কেন্দ্রীয়মন্ত্রী রাধা মোহন সিং ৷ মূলত উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীদের নিয়ে ওই বৈঠক চলছে ৷

মূলত করোনা পরিস্থিতি নিয়ে সরকার ও দলের কাজই পর্যালোচনা করা হচ্ছে ওই বৈঠকে ৷ তাছাড়া উত্তর প্রদেশের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করতে পারেনি ৷ সেই নিয়েও আলোচনা হচ্ছে বৈঠকে ৷

আরও পড়ুন : আলাপন ইস্যুতেও মোদির সঙ্গে লড়াইয়ে বাজিমাত মমতার

তাছাড়া যোগী আদিত্যনাথের সঙ্গেও বিজেপির ওই দুই কেন্দ্রীয় নেতা বৈঠক করেছেন ৷ বৈঠক হয়েছে উত্তর প্রদেশের দুই মুখ্যমন্ত্রীর সঙ্গেও ৷ একটি জল্পনা ছড়িয়েছে যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও দুই উপ মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে ৷ যদি দলের একটি সূত্র ওই জল্পনাকে উড়িয়ে দিয়েছে ৷

লখনউ, 1 জুন : করোনা পরিস্থিতি সামলানো নিয়ে একাধিক অভিযোগে বিদ্ধ হচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ যা নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের ৷ কারণ, আগামী বছরই হিন্দি বলয়ের ওই রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ প্রশ্ন উঠছে যে 2017 সালে যে বিপুল সাফল্য এসেছিল বিজেপির, সেই সাফল্য কি ধরে রাখা যাবে ?

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ৷ এখনও প্রায় আট-ন’মাস বাকি ওই নির্বাচনের ৷ কিন্তু এখন থেকেই গতবারের সাফল্য ধরে রাখতে তৎপরতা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে ৷ উত্তর প্রদেশ নিয়ে দলের তরফে একাধিক বৈঠক হয়ে গিয়েছে ৷ গতকাল, সোমবার আরও একটি পর্যালোচনা বৈঠক শুরু হয়েছে ৷ যা আজ, মঙ্গলবার পর্যন্ত চলার কথা ৷

বিজেপি সূত্রে খবর, ওই বৈঠক লখনউতে হচ্ছে ৷ সেখানে দিল্লি থেকে দু’জন নেতা উপস্থিত রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ ৷ আর দ্বিতীয় জন কেন্দ্রীয়মন্ত্রী রাধা মোহন সিং ৷ মূলত উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীদের নিয়ে ওই বৈঠক চলছে ৷

মূলত করোনা পরিস্থিতি নিয়ে সরকার ও দলের কাজই পর্যালোচনা করা হচ্ছে ওই বৈঠকে ৷ তাছাড়া উত্তর প্রদেশের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করতে পারেনি ৷ সেই নিয়েও আলোচনা হচ্ছে বৈঠকে ৷

আরও পড়ুন : আলাপন ইস্যুতেও মোদির সঙ্গে লড়াইয়ে বাজিমাত মমতার

তাছাড়া যোগী আদিত্যনাথের সঙ্গেও বিজেপির ওই দুই কেন্দ্রীয় নেতা বৈঠক করেছেন ৷ বৈঠক হয়েছে উত্তর প্রদেশের দুই মুখ্যমন্ত্রীর সঙ্গেও ৷ একটি জল্পনা ছড়িয়েছে যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও দুই উপ মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হবে ৷ যদি দলের একটি সূত্র ওই জল্পনাকে উড়িয়ে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.