নয়াদিল্লি/বেঙ্গালুরু, 13 এপ্রিল: নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে বুধবার গভীর রাতে বিজেপি কর্ণাটক বিধানসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ৷ 10 মে বাসবরাজ বোম্মাইয়ের রাজ্যে ভোট ৷ এ নিয়ে 224 টি আসনের কর্ণাটক বিধানসভার 212টি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির ৷ এদিন দ্বিতীয় এই তালিকায় 23 জন প্রার্থীর নাম রয়েছে ৷ তবে বেশ কয়েকজন বিধায়ককে প্রার্থী করা হয়নি ৷ তা নিয়ে কর্ণাটকে বিজেপির অন্দরমহলে বিতর্ক তৈরি হয়েছে ৷
কর্ণাটক নির্বাচনে বিজেপির দ্বিতীয় তালিকায় 7 জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি ৷ এছাড়া হুবলি-ধরওয়াড় সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রটি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তারের দখলে ৷ শিমোগা নগর কেন্দ্রে জনপ্রতিনিধি কেএস ঈশ্বরাপ্পা ৷ তিনি অবশ্য অবসর ঘোষণা করেছেন ৷ এই দু'টি কেন্দ্রে প্রার্থীর নাম এখনও প্রকাশ করেনি বিজেপি ৷ বুধবার হুবলি-ধরওয়াড় সেন্ট্রাল বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চেয়ে জগদীশ শেত্তার জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন ৷ কিন্তু দ্বিতীয় তালিকায় এই কেন্দ্রের জন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির ৷
-
The Central Election Committee of the BJP has decided the names of 23 candidates, in the second list, for the ensuing general elections to the legislative assembly of Karnataka. pic.twitter.com/0EXwgkapdO
— BJP (@BJP4India) April 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Central Election Committee of the BJP has decided the names of 23 candidates, in the second list, for the ensuing general elections to the legislative assembly of Karnataka. pic.twitter.com/0EXwgkapdO
— BJP (@BJP4India) April 12, 2023The Central Election Committee of the BJP has decided the names of 23 candidates, in the second list, for the ensuing general elections to the legislative assembly of Karnataka. pic.twitter.com/0EXwgkapdO
— BJP (@BJP4India) April 12, 2023
এই তালিকায় দু'জন মহিলাকে প্রার্থী করা হয়েছে ৷ গুরমিতকাল বিধানসভা কেন্দ্রে ললিতা অনাপুর এবং কেজিএফ থেকে লড়বেন অশ্বিনী সামপাংগি ৷ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন নাগারাজ ছাব্বি ৷ কালাঘাটাগি বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে ৷ এর আগে প্রথম তালিকায় 189টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির ৷ এখনও 12টি কেন্দ্রের জন্য নাম ঘোষণা বাকি আছে ৷ প্রথম তালিকায় 8 জন বিধায়ককে প্রার্থী করা হয়নি ৷ আর দ্বিতীয় তালিকায় 7 জন বিধায়ক টিকিট পেলেন না ৷ সব মিলিয়ে 212টি কেন্দ্রে 15 জন বিধায়ককে নির্বাচনে লড়তে দিল না গেরুয়া শীর্ষ নেতৃত্ব ৷ প্রাক্তন বিজেপি বিধায়ক ডোড্ডাপাগৌড়া পাটিল নারিবোলা 2023 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দল ছেড়েছেন ৷
আরও পড়ুন: নাম নেই প্রার্থী তালিকায়, কেউ কেঁদে ভাসালেন তো কেউ অবসর ঘোষণা করলেন