ETV Bharat / bharat

Karnataka Assembly Election 2023: কর্ণাটকের ভোটে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, নাম নেই 7 বিধায়কের - Karnataka Assembly Election BJP Latest News

কর্ণাটক বিধানসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি ৷ প্রথম তালিকায় 8 জন বিধায়ককে বাদ দেওয়া হয়েছিল ৷ এবার 7 জন বিধায়ককে টিকিট দেওয়া হল না ৷ টিকিট না পেয়ে দল ছাড়লেন এক বিধায়ক ৷

Karnataka Assembly Election 2023
কর্ণাটক বিধানসভা নির্বাচন
author img

By

Published : Apr 13, 2023, 9:31 AM IST

নয়াদিল্লি/বেঙ্গালুরু, 13 এপ্রিল: নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে বুধবার গভীর রাতে বিজেপি কর্ণাটক বিধানসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ৷ 10 মে বাসবরাজ বোম্মাইয়ের রাজ্যে ভোট ৷ এ নিয়ে 224 টি আসনের কর্ণাটক বিধানসভার 212টি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির ৷ এদিন দ্বিতীয় এই তালিকায় 23 জন প্রার্থীর নাম রয়েছে ৷ তবে বেশ কয়েকজন বিধায়ককে প্রার্থী করা হয়নি ৷ তা নিয়ে কর্ণাটকে বিজেপির অন্দরমহলে বিতর্ক তৈরি হয়েছে ৷

কর্ণাটক নির্বাচনে বিজেপির দ্বিতীয় তালিকায় 7 জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি ৷ এছাড়া হুবলি-ধরওয়াড় সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রটি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তারের দখলে ৷ শিমোগা নগর কেন্দ্রে জনপ্রতিনিধি কেএস ঈশ্বরাপ্পা ৷ তিনি অবশ্য অবসর ঘোষণা করেছেন ৷ এই দু'টি কেন্দ্রে প্রার্থীর নাম এখনও প্রকাশ করেনি বিজেপি ৷ বুধবার হুবলি-ধরওয়াড় সেন্ট্রাল বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চেয়ে জগদীশ শেত্তার জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন ৷ কিন্তু দ্বিতীয় তালিকায় এই কেন্দ্রের জন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির ৷

  • The Central Election Committee of the BJP has decided the names of 23 candidates, in the second list, for the ensuing general elections to the legislative assembly of Karnataka. pic.twitter.com/0EXwgkapdO

    — BJP (@BJP4India) April 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই তালিকায় দু'জন মহিলাকে প্রার্থী করা হয়েছে ৷ গুরমিতকাল বিধানসভা কেন্দ্রে ললিতা অনাপুর এবং কেজিএফ থেকে লড়বেন অশ্বিনী সামপাংগি ৷ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন নাগারাজ ছাব্বি ৷ কালাঘাটাগি বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে ৷ এর আগে প্রথম তালিকায় 189টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির ৷ এখনও 12টি কেন্দ্রের জন্য নাম ঘোষণা বাকি আছে ৷ প্রথম তালিকায় 8 জন বিধায়ককে প্রার্থী করা হয়নি ৷ আর দ্বিতীয় তালিকায় 7 জন বিধায়ক টিকিট পেলেন না ৷ সব মিলিয়ে 212টি কেন্দ্রে 15 জন বিধায়ককে নির্বাচনে লড়তে দিল না গেরুয়া শীর্ষ নেতৃত্ব ৷ প্রাক্তন বিজেপি বিধায়ক ডোড্ডাপাগৌড়া পাটিল নারিবোলা 2023 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দল ছেড়েছেন ৷

আরও পড়ুন: নাম নেই প্রার্থী তালিকায়, কেউ কেঁদে ভাসালেন তো কেউ অবসর ঘোষণা করলেন

নয়াদিল্লি/বেঙ্গালুরু, 13 এপ্রিল: নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে বুধবার গভীর রাতে বিজেপি কর্ণাটক বিধানসভা নির্বাচনে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল ৷ 10 মে বাসবরাজ বোম্মাইয়ের রাজ্যে ভোট ৷ এ নিয়ে 224 টি আসনের কর্ণাটক বিধানসভার 212টি কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির ৷ এদিন দ্বিতীয় এই তালিকায় 23 জন প্রার্থীর নাম রয়েছে ৷ তবে বেশ কয়েকজন বিধায়ককে প্রার্থী করা হয়নি ৷ তা নিয়ে কর্ণাটকে বিজেপির অন্দরমহলে বিতর্ক তৈরি হয়েছে ৷

কর্ণাটক নির্বাচনে বিজেপির দ্বিতীয় তালিকায় 7 জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি ৷ এছাড়া হুবলি-ধরওয়াড় সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রটি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তারের দখলে ৷ শিমোগা নগর কেন্দ্রে জনপ্রতিনিধি কেএস ঈশ্বরাপ্পা ৷ তিনি অবশ্য অবসর ঘোষণা করেছেন ৷ এই দু'টি কেন্দ্রে প্রার্থীর নাম এখনও প্রকাশ করেনি বিজেপি ৷ বুধবার হুবলি-ধরওয়াড় সেন্ট্রাল বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চেয়ে জগদীশ শেত্তার জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছিলেন ৷ কিন্তু দ্বিতীয় তালিকায় এই কেন্দ্রের জন্য কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির ৷

  • The Central Election Committee of the BJP has decided the names of 23 candidates, in the second list, for the ensuing general elections to the legislative assembly of Karnataka. pic.twitter.com/0EXwgkapdO

    — BJP (@BJP4India) April 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই তালিকায় দু'জন মহিলাকে প্রার্থী করা হয়েছে ৷ গুরমিতকাল বিধানসভা কেন্দ্রে ললিতা অনাপুর এবং কেজিএফ থেকে লড়বেন অশ্বিনী সামপাংগি ৷ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন নাগারাজ ছাব্বি ৷ কালাঘাটাগি বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়েছে ৷ এর আগে প্রথম তালিকায় 189টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির ৷ এখনও 12টি কেন্দ্রের জন্য নাম ঘোষণা বাকি আছে ৷ প্রথম তালিকায় 8 জন বিধায়ককে প্রার্থী করা হয়নি ৷ আর দ্বিতীয় তালিকায় 7 জন বিধায়ক টিকিট পেলেন না ৷ সব মিলিয়ে 212টি কেন্দ্রে 15 জন বিধায়ককে নির্বাচনে লড়তে দিল না গেরুয়া শীর্ষ নেতৃত্ব ৷ প্রাক্তন বিজেপি বিধায়ক ডোড্ডাপাগৌড়া পাটিল নারিবোলা 2023 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দল ছেড়েছেন ৷

আরও পড়ুন: নাম নেই প্রার্থী তালিকায়, কেউ কেঁদে ভাসালেন তো কেউ অবসর ঘোষণা করলেন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.