ETV Bharat / bharat

BJP protest : লাহোরে মহারাজা রণজিৎ সিংয়ের মূর্তি ভাঙার প্রতিবাদে দিল্লিতে বিজেপির বিক্ষোভ

বিজেপির যুব মোর্চার কর্মীরা প্রথমে হাজির হন নয়াদিল্লির তিন মূর্তির কাছে ৷ তার পর সেখান থেকে তাঁরা পাকিস্তানের দূতাবাসের সামনে পৌঁছান ৷ সেখানে চলে বিক্ষোভ ৷

bjp-protest-near-pakistan-embassy-over-vandalism-of-ranjit-singh-statue
BJP protest : লাহোরে মহারাজা রণজিৎ সিংয়ের মূর্তি ভাঙার প্রতিবাদে দিল্লিতে বিজেপির বিক্ষোভ
author img

By

Published : Aug 19, 2021, 7:31 AM IST

নয়াদিল্লি, 19 অগস্ট : মহারাজা রণজিৎ সিং-এর মূর্তি ভাঙা হয়েছে পাকিস্তানের লাহোরে ৷ তারই প্রতিবাদে বুধবার বিক্ষোভে উত্তপ্ত হল নয়াদিল্লি ৷ রাজধানীতে পাকিস্তানের দূতাবাসের সামনে চলল বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ৷ সেখানে গেরুয়া শিবিরের যুব নেতা-কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন দলের দিল্লির সভাপতি আদেশ গুপ্তা, সরদার আরপি সিং, রাজীব বব্বর ও অশোক গোয়েল ৷

এদিনের কর্মসূচির জন্য পাকিস্তানি দূতাবাসের বাইরে নিরাপত্তার ব্যবস্থা আরও বৃদ্ধি করা হয়েছিল ৷ ফলে উত্তপ্ত পরিস্থিতি কখনও মারাত্মক হয়নি ৷ বিক্ষোভকারীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কুশপুতুল পোড়ানোর চেষ্টা করে ৷ কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ৷

আরও পড়ুন : CJI : বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্ভাবনার খবর দুর্ভাগ্যজনক, অসন্তোষ প্রকাশ রামানার

এদিন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা প্রথমে হাজির হন নয়াদিল্লির তিন মূর্তির কাছে ৷ তার পর সেখান থেকে তাঁরা পাকিস্তানের দূতাবাসের সামনে পৌঁছান ৷ সেখানে দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা জানান, পাকিস্তানের সরকারের বিকৃত মানসিকতা প্রকাশ পেয়েছে লাহোরে মহারাজা রণজিৎ সিং-এর মূর্তি ভাঙার মাধ্যমে ৷ এতে শিখ সম্প্রদায় ক্ষুব্ধ ৷ তাঁর দাবি, এই প্রথমবার নয় ৷ এর আগে তিনবার এই ধরনের ঘটনা ঘটেছে ৷

তিনি বলেন, ‘‘পাকিস্তান নিজেদের গণতান্ত্রিক দেশ বলে ৷ কিন্তু সারা বিশ্ব এটা দেখছে ৷ এই নিয়ে অনেকের ক্ষোভ রয়েছে ৷ তাই পাকিস্তানের দূতাবাসের বাইরে বিজেপি বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছে ৷’’

আরও পড়ুন : SC-NDA Exams : মহিলাদের জন্য এনডিএ পরীক্ষার দরজা খুলল সুপ্রিম কোর্টের নির্দেশে

মঙ্গলবার এই ঘটনার খবর সামনে আসে ৷ তা নিয়ে ইতিমধ্যেই দিল্লির শিখ সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছে ৷ দিল্লির শিখ নেতারা এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ দাবি করেছেন ৷ পাকিস্তানের শিখ সম্প্রদায়ও ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছে ইস্যুতে ৷

উল্লেখ্য, 2019 সালের জুন মাসে লাহোর দুর্গের সামনে 9 ফুট উচ্চতার ওই মূর্তি উন্মোচন করা হয় ৷ মহারাজা রণজিৎ সিং-এর 180 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মূর্তির উন্মোচন করা হয়েছিল ৷ দু’বছরের ব্যবধানে সেই মূর্তিই ভেঙে ফেলা হল ৷

আরও পড়ুন : Kabul Evacuation : বিমান ওঠা-নামার জন্য খোলা কাবুল বিমানবন্দর, জানাল হোয়াইট হাউস

নয়াদিল্লি, 19 অগস্ট : মহারাজা রণজিৎ সিং-এর মূর্তি ভাঙা হয়েছে পাকিস্তানের লাহোরে ৷ তারই প্রতিবাদে বুধবার বিক্ষোভে উত্তপ্ত হল নয়াদিল্লি ৷ রাজধানীতে পাকিস্তানের দূতাবাসের সামনে চলল বিজেপির যুব মোর্চার বিক্ষোভ ৷ সেখানে গেরুয়া শিবিরের যুব নেতা-কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন দলের দিল্লির সভাপতি আদেশ গুপ্তা, সরদার আরপি সিং, রাজীব বব্বর ও অশোক গোয়েল ৷

এদিনের কর্মসূচির জন্য পাকিস্তানি দূতাবাসের বাইরে নিরাপত্তার ব্যবস্থা আরও বৃদ্ধি করা হয়েছিল ৷ ফলে উত্তপ্ত পরিস্থিতি কখনও মারাত্মক হয়নি ৷ বিক্ষোভকারীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কুশপুতুল পোড়ানোর চেষ্টা করে ৷ কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ৷

আরও পড়ুন : CJI : বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্ভাবনার খবর দুর্ভাগ্যজনক, অসন্তোষ প্রকাশ রামানার

এদিন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা প্রথমে হাজির হন নয়াদিল্লির তিন মূর্তির কাছে ৷ তার পর সেখান থেকে তাঁরা পাকিস্তানের দূতাবাসের সামনে পৌঁছান ৷ সেখানে দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা জানান, পাকিস্তানের সরকারের বিকৃত মানসিকতা প্রকাশ পেয়েছে লাহোরে মহারাজা রণজিৎ সিং-এর মূর্তি ভাঙার মাধ্যমে ৷ এতে শিখ সম্প্রদায় ক্ষুব্ধ ৷ তাঁর দাবি, এই প্রথমবার নয় ৷ এর আগে তিনবার এই ধরনের ঘটনা ঘটেছে ৷

তিনি বলেন, ‘‘পাকিস্তান নিজেদের গণতান্ত্রিক দেশ বলে ৷ কিন্তু সারা বিশ্ব এটা দেখছে ৷ এই নিয়ে অনেকের ক্ষোভ রয়েছে ৷ তাই পাকিস্তানের দূতাবাসের বাইরে বিজেপি বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছে ৷’’

আরও পড়ুন : SC-NDA Exams : মহিলাদের জন্য এনডিএ পরীক্ষার দরজা খুলল সুপ্রিম কোর্টের নির্দেশে

মঙ্গলবার এই ঘটনার খবর সামনে আসে ৷ তা নিয়ে ইতিমধ্যেই দিল্লির শিখ সম্প্রদায় ক্ষোভ প্রকাশ করেছে ৷ দিল্লির শিখ নেতারা এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ দাবি করেছেন ৷ পাকিস্তানের শিখ সম্প্রদায়ও ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছে ইস্যুতে ৷

উল্লেখ্য, 2019 সালের জুন মাসে লাহোর দুর্গের সামনে 9 ফুট উচ্চতার ওই মূর্তি উন্মোচন করা হয় ৷ মহারাজা রণজিৎ সিং-এর 180 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মূর্তির উন্মোচন করা হয়েছিল ৷ দু’বছরের ব্যবধানে সেই মূর্তিই ভেঙে ফেলা হল ৷

আরও পড়ুন : Kabul Evacuation : বিমান ওঠা-নামার জন্য খোলা কাবুল বিমানবন্দর, জানাল হোয়াইট হাউস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.