ETV Bharat / bharat

BJP Protest in Parliament: 'চাকরি চোর তৃণমূল !' সংসদে বিক্ষোভ বাংলার বিজেপি সাংসদদের - সংসদ

নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) নিয়ে এবার সংসদে বিক্ষোভ দেখালেন বাংলার বিজেপি জনপ্রতিনিধিরা (BJP Protest in Parliament) ৷ বৃহস্পতিবার গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তাঁরা ৷

BJP Protest in Parliament against TMC over WB Recruitment Scam
বিজেপির বিক্ষোভ
author img

By

Published : Mar 16, 2023, 1:31 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ: 'চাকরি চোর তৃণমূল'-এর (WB Recruitment Scam) বিরুদ্ধে এবার সংসদে বিক্ষোভ দেখালেন বাংলার বিজেপি সাংসদরা ৷ বৃহস্পতিবার বঙ্গ বিজেপির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয় ৷ তাতে বিক্ষোভের একাধিক ছবি রয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, সংসদ চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন বাংলার বিজেপি জনপ্রতিনিধিরা (BJP Protest in Parliament) ৷ সেই দলে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মণ্ডল থেকে শুরু করে সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্য়ায়, দিলীপ ঘোষরা রয়েছেন ৷ তাঁদের হাতে ধরা রয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড ৷ কোনও প্ল্য়াকার্ডে দাবি করা হয়েছে, রাজ্যজুড়ে চাকরি চুরির কারবার ফেঁদে বসেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ! আবার কোথাও 'বাংলার মেয়ে' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'বাংলার লজ্জা মমতা' বলে কটাক্ষ করা হয়েছে !

  • 'চাকরি চোর তৃণমূল' - শিক্ষা থেকে চাকরী সর্বস্থানে তৃণমূল নেতাদের পাহাড় প্রমান দুর্নীতিতে অতিষ্ঠ রাজ্যবাসী, আজ তারই প্রতিবাদে দিল্লীতে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি সাংসদের বিক্ষোভ । pic.twitter.com/kD3DRp5W7b

    — BJP Bengal (@BJP4Bengal) March 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেলে বিক্ষোভের ছবির সঙ্গে একটি ক্যাপশনও রয়েছে ৷ তাতে লেখা হয়েছে, "চাকরি চোর তৃণমূল - শিক্ষা থেকে চাকরি, সর্বস্থানে তৃণমূল নেতাদের পাহাড়প্রমাণ দুর্নীতিতে অতিষ্ঠ রাজ্যবাসী ৷ আজ তারই প্রতিবাদে দিল্লিতে গান্ধি মূর্তির পাদদেশে বিজেপি সাংসদের বিক্ষোভ ৷" ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) আগে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে গেরুয়াশিবির ৷

প্রসঙ্গত, এদিনও সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে ৷ বিরোধীরা আদানি ইস্যুতে জেপিসি গঠনের দাবিতে এখনও অনড় রয়েছেন ৷ কিন্তু, সরকার পক্ষ তাতে আমল দিতে নারাজ ৷ উলটে কংগ্রেসকে চাপে রাখতে তাদের হাতিয়ার লন্ডনের বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধির ভাষণ ৷ বিজেপির বক্তব্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের পক্ষে অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্য করেছেন রাহুল ৷ তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ অন্যদিকে, রাহুলের দাবি, তিনি লন্ডনে ভারতবিরোধী কোনও মন্তব্য করেননি ৷

আরও পড়ুন: সংসদে বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি অধীরের

এই ডামাডোলের জেরে এদিন দুপুর 2টো পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেওয়া হয় ৷ অন্যদিকে, আদানি ইস্যুতে জেপিসি গঠনের দাবিতে এদিন রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা ৷ সেই সময় কাপড়ে মুখ বাঁধা ছিল তাঁদের ! পাশাপাশি, একই ইস্যুকে সামনে রেখে সংসদ চত্বরে এককাট্টা হয়ে মানব-শৃঙ্খল তৈরি করেন বিরোধীরা ৷

নয়াদিল্লি, 16 মার্চ: 'চাকরি চোর তৃণমূল'-এর (WB Recruitment Scam) বিরুদ্ধে এবার সংসদে বিক্ষোভ দেখালেন বাংলার বিজেপি সাংসদরা ৷ বৃহস্পতিবার বঙ্গ বিজেপির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয় ৷ তাতে বিক্ষোভের একাধিক ছবি রয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, সংসদ চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন বাংলার বিজেপি জনপ্রতিনিধিরা (BJP Protest in Parliament) ৷ সেই দলে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মণ্ডল থেকে শুরু করে সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্য়ায়, দিলীপ ঘোষরা রয়েছেন ৷ তাঁদের হাতে ধরা রয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড ৷ কোনও প্ল্য়াকার্ডে দাবি করা হয়েছে, রাজ্যজুড়ে চাকরি চুরির কারবার ফেঁদে বসেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ! আবার কোথাও 'বাংলার মেয়ে' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'বাংলার লজ্জা মমতা' বলে কটাক্ষ করা হয়েছে !

  • 'চাকরি চোর তৃণমূল' - শিক্ষা থেকে চাকরী সর্বস্থানে তৃণমূল নেতাদের পাহাড় প্রমান দুর্নীতিতে অতিষ্ঠ রাজ্যবাসী, আজ তারই প্রতিবাদে দিল্লীতে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি সাংসদের বিক্ষোভ । pic.twitter.com/kD3DRp5W7b

    — BJP Bengal (@BJP4Bengal) March 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেলে বিক্ষোভের ছবির সঙ্গে একটি ক্যাপশনও রয়েছে ৷ তাতে লেখা হয়েছে, "চাকরি চোর তৃণমূল - শিক্ষা থেকে চাকরি, সর্বস্থানে তৃণমূল নেতাদের পাহাড়প্রমাণ দুর্নীতিতে অতিষ্ঠ রাজ্যবাসী ৷ আজ তারই প্রতিবাদে দিল্লিতে গান্ধি মূর্তির পাদদেশে বিজেপি সাংসদের বিক্ষোভ ৷" ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) আগে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে গেরুয়াশিবির ৷

প্রসঙ্গত, এদিনও সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে ৷ বিরোধীরা আদানি ইস্যুতে জেপিসি গঠনের দাবিতে এখনও অনড় রয়েছেন ৷ কিন্তু, সরকার পক্ষ তাতে আমল দিতে নারাজ ৷ উলটে কংগ্রেসকে চাপে রাখতে তাদের হাতিয়ার লন্ডনের বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধির ভাষণ ৷ বিজেপির বক্তব্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের পক্ষে অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্য করেছেন রাহুল ৷ তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ অন্যদিকে, রাহুলের দাবি, তিনি লন্ডনে ভারতবিরোধী কোনও মন্তব্য করেননি ৷

আরও পড়ুন: সংসদে বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি অধীরের

এই ডামাডোলের জেরে এদিন দুপুর 2টো পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেওয়া হয় ৷ অন্যদিকে, আদানি ইস্যুতে জেপিসি গঠনের দাবিতে এদিন রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা ৷ সেই সময় কাপড়ে মুখ বাঁধা ছিল তাঁদের ! পাশাপাশি, একই ইস্যুকে সামনে রেখে সংসদ চত্বরে এককাট্টা হয়ে মানব-শৃঙ্খল তৈরি করেন বিরোধীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.