নয়াদিল্লি, 24 এপ্রিল : মেয়াদ শেষ হল রুপা গঙ্গোপাধ্যায় এবং স্বপন দাশগুপ্তের ৷ আজই রাজ্যসভায় বিজেপি সাংসদ হিসেবে তাঁদের সময় শেষ হচ্ছে ৷ দু'জনেই রাজ্যসভার মনোনীত সদস্য (BJP nominated RS MPs Swapan Dasgupta and Roopa Ganguly complete terms today) ৷
স্বপন দাশগুপ্ত টুইট করে লিখেছেন, "আজ আমি রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ সম্পূর্ণ করলাম ৷ বিগত 6 বছর আবিষ্কারের যাত্রাপথ ছিল ৷ বৃত্তের বাইরে থেকে সাধারণ মানুষের জীবনটা দেখতাম ৷ এখন নিজেই তার মধ্যে ঢুকে গিয়েছি ৷ আমি বাংলাকে পুনরাবিষ্কার করেছি ৷ নতুন বন্ধু বানিয়েছি এবং কিছু শত্রুও ৷ উদীয়মান ভারতের ভবিষ্যতের চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি ৷"
আরেকটি টুইট করে স্বপন দাশগুপ্ত রাজনীতি থেকে চারটি বড় শিক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ৷ প্রথমত, বড় এবং দীর্ঘমেয়াদি ভাবনা ৷ দ্বিতীয়ত, ফোনের উত্তর দেওয়া ৷ তৃতীয়ত, প্রত্যেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না ৷ এটা জানা জরুরি যে কখন কথা বলতে হয় এবং কখন নীরবতা বজায় রাখতে হবে ৷ চতুর্থ, ভদ্রভাবে কথা বলা এবং উল্টো দিকের মানুষটি যথাযত সম্মান প্রদর্শন না করলেও তাঁর প্রতি সম্মান বজায় রেখে চলা ৷
-
Today I complete my term as MP in Rajya Sabha. The past 6 years has been a voyage of discovery. I moved from a ringside view of public life to being in the ring itself. I rediscovered Bengal, made new friends & some enemies. I look forward to future challenges in a rising India.
— Swapan Dasgupta (@swapan55) April 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today I complete my term as MP in Rajya Sabha. The past 6 years has been a voyage of discovery. I moved from a ringside view of public life to being in the ring itself. I rediscovered Bengal, made new friends & some enemies. I look forward to future challenges in a rising India.
— Swapan Dasgupta (@swapan55) April 24, 2022Today I complete my term as MP in Rajya Sabha. The past 6 years has been a voyage of discovery. I moved from a ringside view of public life to being in the ring itself. I rediscovered Bengal, made new friends & some enemies. I look forward to future challenges in a rising India.
— Swapan Dasgupta (@swapan55) April 24, 2022
আরও পড়ুন : Roopa Ganguly on Bagtui : বগটুই নিয়ে বিবৃতির মাঝে সংসদে কান্নায় ভাসলেন রূপা
একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে স্বপন দাশগুপ্ত তারকেশ্বর থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তাঁকে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হয় ৷
অন্যদিকে টুইট করে অন্ধ্রপ্রদেশের রাজ্যসভার সাংসদ ভিএস রেড্ডিকে (Vijayasai Reddy V) কৃতজ্ঞতা জানিয়েছেন নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ৷ পথপ্রদর্শক রেড্ডির নির্দেশিকা মেনে কাজ করে তাঁর দারুণ অভিজ্ঞতা হয়েছে ৷ রূপা লিখেছেন, "আপনি আমার মতো নতুন সাংসদদের প্রশিক্ষণ দিয়েছেন ৷ আপনি খুব ধৈর্য ধরে আমাদের খামতিগুলো মেনে নিয়েছেন এবং অনুপ্রেরণা জুগিয়েছেন ৷ আমি অবশ্যই বলব, আপনি একজন খুব বড় শিক্ষক ৷"
-
Thank you Sir, @VSReddy_MP
— Roopa Ganguly (@RoopaSpeaks) April 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
It’s been a wonderful experience working under your guidance, you have nurtured new MPs like myself, you have been very patient with our inadequacy and have been an inspiration. I must say, You are a great teacher. Regards https://t.co/34sRIPeZ0L
">Thank you Sir, @VSReddy_MP
— Roopa Ganguly (@RoopaSpeaks) April 22, 2022
It’s been a wonderful experience working under your guidance, you have nurtured new MPs like myself, you have been very patient with our inadequacy and have been an inspiration. I must say, You are a great teacher. Regards https://t.co/34sRIPeZ0LThank you Sir, @VSReddy_MP
— Roopa Ganguly (@RoopaSpeaks) April 22, 2022
It’s been a wonderful experience working under your guidance, you have nurtured new MPs like myself, you have been very patient with our inadequacy and have been an inspiration. I must say, You are a great teacher. Regards https://t.co/34sRIPeZ0L
ভি রেড্ডিও রূপা গঙ্গোপাধ্যায়কে ভবিষ্যত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি পাল্টা প্রশংসায় লিখেছেন, "শ্রীমতি রূপা গঙ্গোপাধ্যায়কে বিদায় ৷ সংসদে তাঁর অবদান এবং কমার্স কমিটিতে তাঁর পারফরম্যান্সের জন্য তাঁকে মনে রাখব ৷ তিনি ফের রাজ্যসভার সাংসদ হয়ে ফিরে আসুন ৷"
2016-য় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগের বছর 2015-য় অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেন ৷ পরে 2016-য় তাঁকে রাজ্যসভার সাংসদ মনোনীত করেন রাষ্ট্রপতি ৷ তিনি পশ্চিমবঙ্গ বিজেপি মহিলা মোর্চার সভাপতি ছিলেন ৷ এ বছর অবসর নিচ্ছেন এমন 72 জন রাজ্যসভার সাংসদদের জন্য 31 মার্চ একটি ফেয়ারওয়েল অনুষ্ঠান হয় ৷
আরও পড়ুন : Babul Supriyo : স্বপনের টুইট বাণে কড়া প্রতিক্রিয়া বাবুলের