ETV Bharat / bharat

Saumitra Khan: বিজেপি সমর্থকদের উপর আক্রমণে পুলিশের পোশাকে 1 হাজার তৃণমূল কর্মী ছিল, দাবি সৌমিত্রর - অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত মঙ্গলবার ছিল বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ৷ গেরুয়া শিবিরের দাবি, পুলিশ সেদিন বিনা প্ররোচনায় আক্রমণ করেছে বিজেপি কর্মী ও সমর্থকদের উপর ৷ বৃহস্পতিবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) দাবি করলেন, বিজেপি সমর্থকদের উপর আক্রমণে পুলিশের পোশাকে 1 হাজার তৃণমূল কর্মী ছিল ৷

BJP MP Saumitra Khan Claims Mamata Banerjee Govt outfitted 1K TMC workers in police uniforms to attack BJP supporters
Saumitra Khan: বিজেপি সমর্থকদের উপর আক্রমণে পুলিশের পোশাকে 1 হাজার তৃণমূল কর্মী ছিল, দাবি সৌমিত্রর
author img

By

Published : Sep 15, 2022, 7:34 PM IST

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ব্যবহার করেছেন ৷ পুলিশের পোশাক দেওয়া হয়েছিল এক হাজার তৃণমূল (Trinamool Congress) কর্মীকে ৷ নবান্নে অভিযানে যোগ দেওয়া বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের উপর আক্রমণের জন্যই তৃণমূল কর্মীদের পুলিশের পোশাক দেওয়া হয় ৷

গত মঙ্গলবার নবান্ন অভিযান হয় (BJP Nabanna Abhijan) ৷ সেদিন কলকাতা ও হাওড়ার বড় অংশ ধুন্ধুমার বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পরে দলের নেতারা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিজেপির কর্মী-সমর্থকদের উপর বিনা প্ররোচনায় আক্রমণের অভিযোগ করেন ৷

এদিন সেই নিয়েই নয়াদিল্লিতে বিজেপির অফিসে সাংবাদিক বৈঠক করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ তিনি সেখানেই মমতার বিরুদ্ধে এই অভিযোগ করেন৷ পাশাপাশি নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ৷

তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেস মাফিয়া পার্টিতে পরিণত হয়েছে ৷ সেই আসল চেহারাই সামনে চলে এসেছে ৷ কয়লা (Coal Smuggling Scam), এসএসসি (SSC Recruitment Scam), গরুপাচারের (Cattle Smuggling Scam) মতো দুর্নীতির অভিযোগ এলে যুব সমাজ তো প্রতিবাদ করবেই ৷

  • Mamata Banerjee and her nephew have a fascist mindset and no regard for the constitution. They can't tolerate any democratic opposition.

    - Dr. @anirbanganguly

    — BJP (@BJP4India) September 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ও এদিন মমতা ও অভিষেকের সমালোচনা করেন ৷ তৃণমূলের এই দুই শীর্ষ নেতৃত্বকে ফ্যাসিস্ট বলেও আক্রমণ করেন ৷ তাঁর কথায়, মমতা ও অভিষেকের সংবিধানের উপর আস্থা নেই ৷ গণতান্ত্রিক বিরোধীদের সহ্য করতে পারছেন না তাঁরা ৷

আরও পড়ুন : 'উড়তা পঞ্জাবের মতো কি উড়তা বাংলা বানাতে চাইছে', মাদক কারবারে তৃণমূল যোগ টেনে প্রশ্ন সুকান্তর

নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : নবান্ন অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ব্যবহার করেছেন ৷ পুলিশের পোশাক দেওয়া হয়েছিল এক হাজার তৃণমূল (Trinamool Congress) কর্মীকে ৷ নবান্নে অভিযানে যোগ দেওয়া বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের উপর আক্রমণের জন্যই তৃণমূল কর্মীদের পুলিশের পোশাক দেওয়া হয় ৷

গত মঙ্গলবার নবান্ন অভিযান হয় (BJP Nabanna Abhijan) ৷ সেদিন কলকাতা ও হাওড়ার বড় অংশ ধুন্ধুমার বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ পরে দলের নেতারা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে বিজেপির কর্মী-সমর্থকদের উপর বিনা প্ররোচনায় আক্রমণের অভিযোগ করেন ৷

এদিন সেই নিয়েই নয়াদিল্লিতে বিজেপির অফিসে সাংবাদিক বৈঠক করেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ তিনি সেখানেই মমতার বিরুদ্ধে এই অভিযোগ করেন৷ পাশাপাশি নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ৷

তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে নতুন তৃণমূল কংগ্রেস মাফিয়া পার্টিতে পরিণত হয়েছে ৷ সেই আসল চেহারাই সামনে চলে এসেছে ৷ কয়লা (Coal Smuggling Scam), এসএসসি (SSC Recruitment Scam), গরুপাচারের (Cattle Smuggling Scam) মতো দুর্নীতির অভিযোগ এলে যুব সমাজ তো প্রতিবাদ করবেই ৷

  • Mamata Banerjee and her nephew have a fascist mindset and no regard for the constitution. They can't tolerate any democratic opposition.

    - Dr. @anirbanganguly

    — BJP (@BJP4India) September 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ও এদিন মমতা ও অভিষেকের সমালোচনা করেন ৷ তৃণমূলের এই দুই শীর্ষ নেতৃত্বকে ফ্যাসিস্ট বলেও আক্রমণ করেন ৷ তাঁর কথায়, মমতা ও অভিষেকের সংবিধানের উপর আস্থা নেই ৷ গণতান্ত্রিক বিরোধীদের সহ্য করতে পারছেন না তাঁরা ৷

আরও পড়ুন : 'উড়তা পঞ্জাবের মতো কি উড়তা বাংলা বানাতে চাইছে', মাদক কারবারে তৃণমূল যোগ টেনে প্রশ্ন সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.