ETV Bharat / bharat

Nishikant Dubey: 'দানিশ আলি প্রধানমন্ত্রীকে নীচ বলেছেন', বিস্ফোরক অভিযোগ বিজেপির নিশিকান্তের - রমেশ বিধুরী

লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলিকে লক্ষ্য করে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ তা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। একবার দানিশের বিরুদ্ধেই পালটা অভিযোগ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷

ETV Bharat
বিএসপি সাংসদ দানিশ আলির বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের পালটা অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 11:19 AM IST

Updated : Sep 24, 2023, 11:25 AM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'নীচ' বলেছেন বিএসপি সাংসদ দানিশ আলি। এমনই অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের ৷ বৃহস্পতিবার রাতে লোকসভা কক্ষে দানিশ আলিকে লক্ষ্য করে অসংসদীয় শব্দ ব্যবহার করেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ এই ঘটনায় নিয়ে উত্তাল দেশের রাজনীতি ৷ এবার এই ঘটনার জন্য ঘুরপথে দানিশ আলির দিকেই অভিযোগের আঙুল তুললেন নিশিকান্ত ৷

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ বলেন, "সেদিন যাঁরা যাঁরা বক্তৃতা দিয়েছিলেন তাঁদের প্রত্যেকের বক্তব্য যাচাই করে দেখা হোক ৷ একটি তদন্ত কমিটি গঠনের জন্য অধ্যক্ষ ওম বিড়লাকে অনুরোধ করেছি ৷ দানিশ আলি বারবার প্রধানমন্ত্রীর সম্বন্ধে খারাপ শব্দ ব্যবহার করছিলেন ৷ তিনিই রমেশ বিধুরীকে উসকে দিয়েছেন ৷"

  • सांसद दानिश अली Habitual offender है,प्रधानमंत्री जी को लोकसभा में उन्होंने नीच कहा यह उन्होंने खुद माना,प्रधानमंत्री जी की लोकप्रियता,कार्यों व उनके उपर गरीब की आस्था के कारण ही हम चुनाव जीत कर आते हैं ।हिंदू धर्म को अंध विश्वासी व दक़ियानूसी की संज्ञा देकर जिस तरह संसद में रोज़… https://t.co/2EjbRfBfua

    — Dr Nishikant Dubey (@nishikant_dubey) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পাশাপাশি, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) লেখেন, "সাংসদ দানিশ আলির অপমানজনক কথা বলার অভ্যাস রয়েছে ৷ লোকসভায় প্রধানমন্ত্রীকে নীচ বলে সম্বোধন করার কথা তিনি নিজেও স্বীকার করেছেন ৷" একইসঙ্গে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, তৃণমূল ও ডিএমকের মতো বিরোধী দলগুলির বিরুদ্ধে হিন্দু ধর্মকে অবমাননা করার অভিযোগও এনেছেন নিশিকান্ত ৷

অধ্যক্ষ ওম বিড়লাকে লেখা চিঠিতে একটি অনুসন্ধান কমিটি গঠনের আর্জি জানিয়েছেন ৷ লোকসভায় কোনও সাংসদের উসকানিমূলক মন্তব্য কীভাবে অন্যদের প্ররোচিত করে তা খতিয়ে দেখবে ওই কমিটি ৷ নিশিকান্ত আরও বলেন, "আমি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিতে জানিয়েছি, দানিশ আলি, সৌগত রায়-সহ অন্যদের বক্তব্য ভালো করে দেখুক অনুসন্ধান কমিটি ৷ তাঁরা ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আমাদের বুঝতে হবে, দানিশ আলি থেকে শুরু করে কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতো অন্য় নেতারা সনাতন ধর্মকে অসম্মান করে থাকেন ৷ তাঁরা উসকানিমূলক মন্তব্য করে অন্য সাংসদদের প্ররোচিত করে থাকেন ৷"

বৃহস্পতিবারের ঘটনার পর সাংসদ দানিশ আলি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সাফ জানিয়ে দিয়েছেন, রমেশ বিধুরীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না-করলে তিনি সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখবেন ৷ 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি রমেশ বিধুরীর অসংসদীয় শব্দ ব্যবহারের ঘটনাটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবি তুলেছে ৷ পাশাপাশি বিরোধী সাংসদদেরও দাবি, রমেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সেটা না হলে তাঁরাও সংসদের অধিবেশনে অংশ নেবেন না। এর আগে শনিবার নিশিকান্ত লোকসভায় দানিশ আলির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷

আরও পড়ুন: 'রমেশের মন্তব্য নিন্দনীয়, তবে দানিশের আচরণও শাস্তিযোগ্য', বিধুরীকেই সমর্থন নিশিকান্তের

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'নীচ' বলেছেন বিএসপি সাংসদ দানিশ আলি। এমনই অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের ৷ বৃহস্পতিবার রাতে লোকসভা কক্ষে দানিশ আলিকে লক্ষ্য করে অসংসদীয় শব্দ ব্যবহার করেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ এই ঘটনায় নিয়ে উত্তাল দেশের রাজনীতি ৷ এবার এই ঘটনার জন্য ঘুরপথে দানিশ আলির দিকেই অভিযোগের আঙুল তুললেন নিশিকান্ত ৷

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সাংসদ বলেন, "সেদিন যাঁরা যাঁরা বক্তৃতা দিয়েছিলেন তাঁদের প্রত্যেকের বক্তব্য যাচাই করে দেখা হোক ৷ একটি তদন্ত কমিটি গঠনের জন্য অধ্যক্ষ ওম বিড়লাকে অনুরোধ করেছি ৷ দানিশ আলি বারবার প্রধানমন্ত্রীর সম্বন্ধে খারাপ শব্দ ব্যবহার করছিলেন ৷ তিনিই রমেশ বিধুরীকে উসকে দিয়েছেন ৷"

  • सांसद दानिश अली Habitual offender है,प्रधानमंत्री जी को लोकसभा में उन्होंने नीच कहा यह उन्होंने खुद माना,प्रधानमंत्री जी की लोकप्रियता,कार्यों व उनके उपर गरीब की आस्था के कारण ही हम चुनाव जीत कर आते हैं ।हिंदू धर्म को अंध विश्वासी व दक़ियानूसी की संज्ञा देकर जिस तरह संसद में रोज़… https://t.co/2EjbRfBfua

    — Dr Nishikant Dubey (@nishikant_dubey) September 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পাশাপাশি, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) লেখেন, "সাংসদ দানিশ আলির অপমানজনক কথা বলার অভ্যাস রয়েছে ৷ লোকসভায় প্রধানমন্ত্রীকে নীচ বলে সম্বোধন করার কথা তিনি নিজেও স্বীকার করেছেন ৷" একইসঙ্গে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, তৃণমূল ও ডিএমকের মতো বিরোধী দলগুলির বিরুদ্ধে হিন্দু ধর্মকে অবমাননা করার অভিযোগও এনেছেন নিশিকান্ত ৷

অধ্যক্ষ ওম বিড়লাকে লেখা চিঠিতে একটি অনুসন্ধান কমিটি গঠনের আর্জি জানিয়েছেন ৷ লোকসভায় কোনও সাংসদের উসকানিমূলক মন্তব্য কীভাবে অন্যদের প্ররোচিত করে তা খতিয়ে দেখবে ওই কমিটি ৷ নিশিকান্ত আরও বলেন, "আমি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠিতে জানিয়েছি, দানিশ আলি, সৌগত রায়-সহ অন্যদের বক্তব্য ভালো করে দেখুক অনুসন্ধান কমিটি ৷ তাঁরা ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আমাদের বুঝতে হবে, দানিশ আলি থেকে শুরু করে কংগ্রেস, ডিএমকে, তৃণমূলের মতো অন্য় নেতারা সনাতন ধর্মকে অসম্মান করে থাকেন ৷ তাঁরা উসকানিমূলক মন্তব্য করে অন্য সাংসদদের প্ররোচিত করে থাকেন ৷"

বৃহস্পতিবারের ঘটনার পর সাংসদ দানিশ আলি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সাফ জানিয়ে দিয়েছেন, রমেশ বিধুরীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ না-করলে তিনি সাংসদ পদ ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখবেন ৷ 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি রমেশ বিধুরীর অসংসদীয় শব্দ ব্যবহারের ঘটনাটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবি তুলেছে ৷ পাশাপাশি বিরোধী সাংসদদেরও দাবি, রমেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সেটা না হলে তাঁরাও সংসদের অধিবেশনে অংশ নেবেন না। এর আগে শনিবার নিশিকান্ত লোকসভায় দানিশ আলির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ৷

আরও পড়ুন: 'রমেশের মন্তব্য নিন্দনীয়, তবে দানিশের আচরণও শাস্তিযোগ্য', বিধুরীকেই সমর্থন নিশিকান্তের

Last Updated : Sep 24, 2023, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.