নয়াদিল্লি, 22 নভেম্বর : ত্রিপুরার পৌর নির্বাচনে (Tripura Municipal Election 2021) তৃণমূল কংগ্রেসের ফল ভাল হবে না ৷ এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Lokcket Chatterjee) ৷ তাঁর দাবি, ত্রিপুরায় খেলা হবে না ৷ বিকাশ হবে ৷
কেন ত্রিপুরায় খেলা হবে না ?
লকেট চট্টোপাধ্যায়ের দাবি, খেলা হবে মানে তৃণমূলের হিংসা ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে খেলা হবে স্লোগান দিয়ে তৃণমূল বিরোধী বিজেপির উপর হামলা চালিয়েছে ৷ 60 জনকে খুন করেছে ৷ এক লক্ষের বেশি মানুষ ঘরছাড়া ৷ গণধর্ষণ হয়েছে ৷ মহিলাদের উপর অত্যাচার ৷
আরও পড়ুন : Saayoni Ghosh Gets bail : জামিন পেলেন সায়নী ঘোষ
সেই কারণেই তিনি বলছেন যে ত্রিপুরায় খেলা হবে না ৷ তাঁরা চান ত্রিপুরার স্লোগান হোক বিকাশ হোক ৷ যার অর্থ বিজেপির হাত ধরে উন্নয়ন ৷ তাঁর আরও দাবি, তৃণমূল পশ্চিমবঙ্গ ঠিকমতো সামলাতে পারছে না ৷ অথচ ত্রিপুরায় গিয়েছে ৷ সেখানে তৃণমূলের একটাও কর্মী নেই ৷
ত্রিপুরায় তৃণমূল
বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করার পর জাতীয়স্তরে সংগঠন বিস্তার শুরু করেছে তৃণমূল ৷ সেই কাজ তারা শুরু করেছে ত্রিপুরা দিয়ে ৷ আগামী 29 নভেম্বর ত্রিপুরায় পৌর-নির্বাচন রয়েছে ৷ ওই নির্বাচনে তৃণমূল লড়াই করছে ৷ তৃণমূলের দাবি, 2023-এ সেখানকার বিপ্লব দেবের সরকারকে হারিয়ে তারা ক্ষমতায় আসবে ৷
উত্তপ্ত ত্রিপুরা
ত্রিপুরায় পৌর-নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস লড়াই করছে ৷ সেই কারণে বাংলা থেকে নেতা-নেত্রীরা গিয়ে প্রচার করছেন ৷ প্রচারে সেখানে যাওয়া যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে রবিবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেকে পাঠানো হয় ৷ সায়নী যখন থানার বাইরে, সেই সময় বাইরে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে ৷ পরে সায়নীকে গ্রেফতার করে পুলিশ ৷
দিল্লিতে তৃণমূলের আন্দোলন
এই নিয়ে সোমবার সকাল থেকে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ৷ সকালে নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ তার পর বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদদের সাক্ষাতের সময় দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই মতো তাঁর বাসভবনে গিয়ে সাক্ষাত করেন তৃণমূলের সাংসদরা (tmc delegation meets amit shah) ৷ তৃণমূলের দাবি, অমিত শাহ ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন ৷
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়
এই পরিস্থিতি সোমবারই নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee in new delhi) ৷ তিনি তিনদিনের সফরে রাজধানীতে গিয়েছেন ৷ যাওয়ার আগে কলকাতা থেকেই তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে ৷
আরও পড়ুন : TMC delegation meets Amit Shah : ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন শাহ , দাবি তৃণমূলের