ETV Bharat / bharat

BJP MP on Amitabh : বিগ-বি বন্ধ করুক কোল্ড ড্রিঙ্কের প্রচার, দাবি তুললেন বিজেপি সাংসদ

বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (MP Brij Bhushan Sharan Singh) এবার বিগ-বি'র কোল্ড ড্রিংকের প্রচার বন্ধ করার দাবি তুললেন (Amitabh Bachchan Should Stop Promoting Cold Drink) ৷ এর কিছুদিন আগে রামদেবের উপর আঙুল তুলেছিলেন এই বিজেপি সাংসদ। যোগগুরু, রামদেবের সংস্থা পতঞ্জলির তৈরি ঘি 'নকল' বলে ব্রিজ ভূষণ শরণ সিং দাবি করেছিলেন ৷

BJP MP on Amitabh Bachchan
কোল্ড ড্রিংক নিয়ে অমিতাভ বচ্চনকে নিশানা বিজেপি সাংসদের
author img

By

Published : Dec 24, 2022, 8:49 PM IST

বহরাইচ (উত্তরপ্রদেশ), 24 ডিসেম্বর: ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (MP Brij Bhushan Sharan Singh) এবার আঙুল তুললেন অমিতাভ বচ্চনের উপর ৷ দাবি তুললেন বিগ-বি যে কোল্ড ড্রিংকের প্রচার করেন তা অবিলম্বে বন্ধ করা হোক ৷ সম্প্রতি তিনি রামদেবের সংস্থা পতঞ্জলির তৈরি ঘি 'নকল' বলে দাবি করেছিলেন ৷ কেন্দ্রের শাসক দলের সাংসদের এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে চাঞ্চল্যের।

শনিবার উত্তরপ্রদেশের বহরাইচের গজাধরপুর ফখরপুরের বালার্ক ইন্টার কলেজে আয়োজিত হয় এমপি ক্রীড়া প্রতিযোগিতায় ৷ সেই অনুষ্ঠানে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যোগ দিয়েছিলেন ৷ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সকলের হাতে পুরস্কার তুলে দেন তিনি ৷ তাঁকে মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয় ৷ তিনি প্রতিযোগীদের অভিভাবকদের উদ্দেশ্য বার্তা দিয়ে বলেন, "বাড়িতে গরু প্রতিপালন করতে এবং তাঁদের ছেলে-মেয়েদের খাঁটি দুধ খেতে হবে।" বাচ্চাদের নকল খাবার থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।

এর পাশাপশি এদিন তিনি বাচ্চাদের পরামর্শ দেন, নকল ঘি, দুধ, প্যাকেটজাত কোনও স্ন্যাকস এবং কোল্ড ড্রিংকস পান না-করতে ৷ তিনি বলেন, "কোল্ড ড্রিংক নিয়ে যে এত প্রচার করা হচ্ছে বা যিনি কোল্ড ড্রিংক নিয়ে বিজ্ঞাপন করছেন তাঁর বাড়িতে কেউই ওই পানীয় খান না। তাই আমার মতে যেসব সেলিব্রটিরা এই কোল্ড ড্রিংক নিয়ে বিজ্ঞাপন দেন বা প্রচার করেন তা অবিলম্বে বন্ধ করুন ৷" আর সেখানেই তিনি সেলিব্রটির নাম হিসাবে অমিতাভ বচ্চনকে নিশানা করেছেন (Amitabh Bachchan Should Stop Promoting Cold Drink) ৷

আরও পড়ুন: রামদেবের পতঞ্জলির মুনাফা নিম্নমুখী, কমেছে শেয়ারের দাম

এরপর তিনি আরও বলেন, "কানপুরে 130 টাকা কেজিতে নকল ঘি ও মিষ্টি বিক্রি হচ্ছে। বাজারে বিক্রি হচ্ছে নকল পনির।" এর পাশাপাশি তিনি বাচ্চদের প্রতিদিন সময় বের করে এক ঘণ্টা খো-খো, কবাডি ইত্যাদি খেলারও পরামর্শ দেন ৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্লকের বিভন্ন প্রতিনিধিরা ৷ ব্লক প্রধান রণবীর সিং মুন্না, সন্দীপ সিং, সুনীল সিং, শ্যামজি ত্রিপাঠী, আদর্শ সিং, পাপ্পু সিং, হেম সিং, মান্নান খান, সীতারাম পাণ্ডে, রোহিত অবস্থি, ডাঃ অরবিন্দ সিং, তনবীর আলম, ব্রিজেন্দ্র কুমার শর্মা, প্রমুখ।

বহরাইচ (উত্তরপ্রদেশ), 24 ডিসেম্বর: ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (MP Brij Bhushan Sharan Singh) এবার আঙুল তুললেন অমিতাভ বচ্চনের উপর ৷ দাবি তুললেন বিগ-বি যে কোল্ড ড্রিংকের প্রচার করেন তা অবিলম্বে বন্ধ করা হোক ৷ সম্প্রতি তিনি রামদেবের সংস্থা পতঞ্জলির তৈরি ঘি 'নকল' বলে দাবি করেছিলেন ৷ কেন্দ্রের শাসক দলের সাংসদের এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে চাঞ্চল্যের।

শনিবার উত্তরপ্রদেশের বহরাইচের গজাধরপুর ফখরপুরের বালার্ক ইন্টার কলেজে আয়োজিত হয় এমপি ক্রীড়া প্রতিযোগিতায় ৷ সেই অনুষ্ঠানে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যোগ দিয়েছিলেন ৷ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সকলের হাতে পুরস্কার তুলে দেন তিনি ৷ তাঁকে মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয় ৷ তিনি প্রতিযোগীদের অভিভাবকদের উদ্দেশ্য বার্তা দিয়ে বলেন, "বাড়িতে গরু প্রতিপালন করতে এবং তাঁদের ছেলে-মেয়েদের খাঁটি দুধ খেতে হবে।" বাচ্চাদের নকল খাবার থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।

এর পাশাপশি এদিন তিনি বাচ্চাদের পরামর্শ দেন, নকল ঘি, দুধ, প্যাকেটজাত কোনও স্ন্যাকস এবং কোল্ড ড্রিংকস পান না-করতে ৷ তিনি বলেন, "কোল্ড ড্রিংক নিয়ে যে এত প্রচার করা হচ্ছে বা যিনি কোল্ড ড্রিংক নিয়ে বিজ্ঞাপন করছেন তাঁর বাড়িতে কেউই ওই পানীয় খান না। তাই আমার মতে যেসব সেলিব্রটিরা এই কোল্ড ড্রিংক নিয়ে বিজ্ঞাপন দেন বা প্রচার করেন তা অবিলম্বে বন্ধ করুন ৷" আর সেখানেই তিনি সেলিব্রটির নাম হিসাবে অমিতাভ বচ্চনকে নিশানা করেছেন (Amitabh Bachchan Should Stop Promoting Cold Drink) ৷

আরও পড়ুন: রামদেবের পতঞ্জলির মুনাফা নিম্নমুখী, কমেছে শেয়ারের দাম

এরপর তিনি আরও বলেন, "কানপুরে 130 টাকা কেজিতে নকল ঘি ও মিষ্টি বিক্রি হচ্ছে। বাজারে বিক্রি হচ্ছে নকল পনির।" এর পাশাপাশি তিনি বাচ্চদের প্রতিদিন সময় বের করে এক ঘণ্টা খো-খো, কবাডি ইত্যাদি খেলারও পরামর্শ দেন ৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্লকের বিভন্ন প্রতিনিধিরা ৷ ব্লক প্রধান রণবীর সিং মুন্না, সন্দীপ সিং, সুনীল সিং, শ্যামজি ত্রিপাঠী, আদর্শ সিং, পাপ্পু সিং, হেম সিং, মান্নান খান, সীতারাম পাণ্ডে, রোহিত অবস্থি, ডাঃ অরবিন্দ সিং, তনবীর আলম, ব্রিজেন্দ্র কুমার শর্মা, প্রমুখ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.