দিল্লি, 12 ফেব্রুয়ারি : রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনল বিজেপি৷ শুক্রবার লোকসভায় বিজেপি সাংসদ সঞ্জয় জসওয়াল রাহুলের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস দেন৷ গতকাল, মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধির আচরণ নিয়ে প্রশ্ন তুলেই এই নোটিস দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে৷
-
BJP Lok Sabha MP Sanjay Jaiswal has moved Privilege Motion Notice against Congress MP Rahul Gandhi, citing 'serious breach of privilege and contempt of the House on 11th February 2021'.
— ANI (@ANI) February 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BJP Lok Sabha MP Sanjay Jaiswal has moved Privilege Motion Notice against Congress MP Rahul Gandhi, citing 'serious breach of privilege and contempt of the House on 11th February 2021'.
— ANI (@ANI) February 12, 2021BJP Lok Sabha MP Sanjay Jaiswal has moved Privilege Motion Notice against Congress MP Rahul Gandhi, citing 'serious breach of privilege and contempt of the House on 11th February 2021'.
— ANI (@ANI) February 12, 2021
বৃহস্পতিবার লোকসভায় বাজেট অধিবেশনের জবাবি ভাষণে অংশগ্রহণ করেন ওয়েনাড়ের সাংসদ কংগ্রেসের রাহুল গান্ধি৷ কিন্তু তিনি বাজেটের উপর একটিও কথা বলতে রাজি হননি৷ বরং কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে সমালোচনা করেন৷ একাধিক অভিযোগ করেন৷ কৃষক আন্দোলন চলাকালীন 200-রও বেশি কৃষক মারা গিয়েছে এই অভিযোগ তুলে দু’মিনিট নীরবতা পালন করেন৷ তার পর যখন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর এই আচরণের সমালোচনা শুরু করেন, সেই সময় লোকসভা ছেড়ে বেরিয়ে যান রাহুল৷
আরও পড়ুন : সংসদে দাঁড়িয়ে কি মমতাকে 9 বছর আগের ‘অপমান’ ফেরালেন দীনেশ ত্রিবেদী ?
তাঁর এই আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক হয়৷ কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রী অনুরাগ ঠাকুর ও স্মৃতি ইরানি লোকসভায় দাঁড়িয়েই রাহুল গান্ধির ওই আচরণের সমালোচনা করেন৷ সেই নিয়েই লোকসভায় রাহুল গান্ধির বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হল৷