ETV Bharat / bharat

BJP Leader Stabbed to Death: বিহারে বিজেপির আদিবাসী সেলের নেতাকে কুপিয়ে খুন - বিজেপি

BJP Leader Stabs to Death in Bihar: বিহারে বিজেপির আদিবাসী সেলের নেতাকে কুপিয়ে খুন করল অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতী ৷ এই ঘটনায় তাঁর এক বন্ধু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

BJP Leader Stabbed in Bihar ETV BHARAT
BJP Leader Stabbed in Bihar
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 3:11 PM IST

বেত্তিয়া (বিহার), 4 সেপ্টেম্বর: বিহারের বেত্তিয়া জেলায় বিজেপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ৷ সোমবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সোনু কুমার নামে 32 বছরের ওই বিজেপি নেতা ৷ অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ ৷ সঙ্গে থাকা ওই বিজেপি নেতার বন্ধু 28 বছরের সুজিত কুমার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, বেত্তিয়ার মুফাসিল থানা এলাকার দোগওয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে ৷ সোনু কুমার নামে বিজেপির আদিবাসী সেলের ওই নেতা তাঁর বাড়ি থেকে 200 মিটার দূরে একটি জায়গায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ সেই সময় তাঁর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ওই দুষ্কৃতীরা ৷ ওই সময় তাঁর সঙ্গে থাকা সুজিত কুমার সোনুকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাঁকেও আঘাত করে ৷ গুরুতর জখম অবস্থায় সোনু এবং সুজিতকে বেত্তিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় সোনুর ৷ সুজিত কুমারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

এই ঘটনার খবর পেয়ে, মুফাসিল থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ সকালে সেখানে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ দুষ্কৃতীদের খোঁজে পুলিশের কয়েকটি দলকে নামানো হয়েছে ৷ সোনু কুমারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মুফাসিল থানার আধিকারিক রাকেশ কুমার ভাস্কর বলেন, ‘‘এই মামলায় অভিযোগ দাখিল করা হয়েছে ৷ তদন্ত শুরু করে দেওয়া হয়েছে আমাদের তরফে ৷ একদল দুষ্কৃতী দু’জন ব্যক্তির উপর ছুরি নিয়ে হামলা চালায় ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অপরজনের চিকিৎসা চলছে ৷ অভিযুক্তদের এখনও চিহ্নিত করা যায়নি ৷

আরও পড়ুন: কুলতলিতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ ! কাঠগড়ায় সিপিআইএম ও বিজেপি

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় থাকা সব সিসিটিভি ফুটজে খতিয়ে দেখার কাজ চলছে ৷ সেখান থেকে দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে ৷ হামলাকারীরা কীসে করে সেখানে এসেছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ জানা গিয়েছে, সোনু কুমার বিজেপির আদিবাসী সেলের নেতা ছিলেন ৷ এই হামলা চুরির উদ্দেশ্যে হয়নি বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ৷ এমনকি তেমন কোনও তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি ৷

বেত্তিয়া (বিহার), 4 সেপ্টেম্বর: বিহারের বেত্তিয়া জেলায় বিজেপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ৷ সোমবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সোনু কুমার নামে 32 বছরের ওই বিজেপি নেতা ৷ অভিযোগ, সেই সময় অজ্ঞাত পরিচয় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ ৷ সঙ্গে থাকা ওই বিজেপি নেতার বন্ধু 28 বছরের সুজিত কুমার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ পুলিশ এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, বেত্তিয়ার মুফাসিল থানা এলাকার দোগওয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে ৷ সোনু কুমার নামে বিজেপির আদিবাসী সেলের ওই নেতা তাঁর বাড়ি থেকে 200 মিটার দূরে একটি জায়গায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ সেই সময় তাঁর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ওই দুষ্কৃতীরা ৷ ওই সময় তাঁর সঙ্গে থাকা সুজিত কুমার সোনুকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাঁকেও আঘাত করে ৷ গুরুতর জখম অবস্থায় সোনু এবং সুজিতকে বেত্তিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় সোনুর ৷ সুজিত কুমারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

এই ঘটনার খবর পেয়ে, মুফাসিল থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ সকালে সেখানে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ দুষ্কৃতীদের খোঁজে পুলিশের কয়েকটি দলকে নামানো হয়েছে ৷ সোনু কুমারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ মুফাসিল থানার আধিকারিক রাকেশ কুমার ভাস্কর বলেন, ‘‘এই মামলায় অভিযোগ দাখিল করা হয়েছে ৷ তদন্ত শুরু করে দেওয়া হয়েছে আমাদের তরফে ৷ একদল দুষ্কৃতী দু’জন ব্যক্তির উপর ছুরি নিয়ে হামলা চালায় ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অপরজনের চিকিৎসা চলছে ৷ অভিযুক্তদের এখনও চিহ্নিত করা যায়নি ৷

আরও পড়ুন: কুলতলিতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ ! কাঠগড়ায় সিপিআইএম ও বিজেপি

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় থাকা সব সিসিটিভি ফুটজে খতিয়ে দেখার কাজ চলছে ৷ সেখান থেকে দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে ৷ হামলাকারীরা কীসে করে সেখানে এসেছিল, তাও জানার চেষ্টা করছে পুলিশ ৷ জানা গিয়েছে, সোনু কুমার বিজেপির আদিবাসী সেলের নেতা ছিলেন ৷ এই হামলা চুরির উদ্দেশ্যে হয়নি বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ৷ এমনকি তেমন কোনও তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.