আগরতলা, 30 জানুয়ারি: ত্রিপুরায় খুন হলেন বিজেপি নেতা৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটে ধলাই জেলার মানিকপুরে৷ পুলিশ সূত্রে খবর, আততায়ীরা সংখ্য়ায় দু-তিনজন ছিল৷ 35 বছরের কৃপারঞ্জন চাকমাকে গুলি করে খুন করে তারা৷ তবে খুনিদের পরিচয় জানা যায়নি৷ তাদের শনাক্ত ও পাকড়াও করতে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটি আদিবাসী অধ্যুষিত৷ বিজেপি নেতাকে খুনের পরই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ শুরু হয় তল্লাশি অভিযান৷ প্রাথমিকভাবে এক সন্দেহভাজনকে আটকও করে পুলিশ৷
বিজেপির অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রেরই বলি হয়েছেন দলের ওই তরুণ নেতা৷ প্রসঙ্গত, আর কিছুদিনের মধ্য়েই ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন রয়েছে৷ রাজনৈতিক দিক থেকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তার আগে এই ঘটনা চাপ বাড়াচ্ছে রাজ্য়ের প্রশাসন ও পুলিশ মহলের৷
আরও পড়ুন: সিঙ্ঘু সীমান্তে তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার 44
ঘটনা প্রসঙ্গে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ‘‘কৃপারঞ্জনের খুনের ঘটনা একেবারেই অনভিপ্রেত৷ তিনি অত্য়ন্ত স্বতঃপ্রণোদিতভাবে আদিবাসীকল্যাণ ও উন্নয়নের কাজ করতেন৷’’ প্রসঙ্গত, 2014 সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন কৃপারঞ্জন৷