নারায়ণপুর (ছত্তিশগড়), 11 ফেব্রুয়ারি: মাওবাদীদের গুলিতে প্রাণ গেল বিজেপি নেতার ৷ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় শুক্রবার ঘটনাটি ঘটেছে ৷ এদিন দু'জন মাওবাদী নারায়ণপুরের জেলা সহ-সভাপতি সাগর সাহুর বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে ৷ তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসা চলাকালীন নেতার মৃত্যু হয় ৷ স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্তভার নিয়েছে এবং তদন্ত শুরু করেছে ৷
তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাত 8টা নাগাদ 2 জন মাওবাদী বিজেপি নেতার বাড়িতে ঢোকে ৷ তাঁকে একের পর এক দু-দু'টি গুলি করে ৷ তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই মাওবাদীরা ৷ এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ স্বভাবত, এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ সংশ্লিষ্ট থানা থেকে বিজেপি সহ-সভাপতি সাগর সাহুর বাড়ি মাত্র 50 মিটার দূরে অবস্থিত ৷ সেখানে এমন ঘটনা অপ্রত্যাশিত বলে দাবি স্থানীয়দের ৷
আরও পড়ুন: পরিবারের সামনেই মুণ্ডচ্ছেদ, বিজাপুরে বিজেপি নেতাকে নৃশংস হত্যা মাওবাদীদের
স্বভাবত এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৷ সংশ্লিষ্ট থানা থেকে বিজেপি সহ-সভাপতি সাগর সাহুর বাড়ি মাত্র 50 মিটার দূরে অবস্থিত৷ সেখানে এমন ঘটনা অপ্রত্যাশিত ৷ জানা গিয়েছে, বিজেপি নেতা এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন ৷ গেরুয়া শিবিরের সঙ্গে 25 বছর ধরে যুক্ত ছিলেন সাগর সাহু ৷ পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে দ্রুত দোষীদের খুঁজে বার করে যোগ্য শাস্তি দেওয়া হবে ৷
এই রকম একটি ঘটনা ঘটেছিল মঙ্গলবার, 7 ফেব্রুয়ারি ৷ মাওবাদীরা আরেক বিজেপি নেতা নীলকণ্ঠ কাকেমের উপর হামলা করে৷ তিনি উসুরের মণ্ডল সভাপতি ৷ মাওবাদীরা ধারালো অস্ত্র দিয় তাঁকে আঘাত করে ৷ তিনি মারা যান ৷ তাঁর স্ত্রী এবং চারটি সন্তান রয়েছে৷ তারা সবাই নাবালক, নাবালিকা৷ বিশাল সংখ্যক বিজেপি সমর্থক, তাঁর অনুগামীরা পাকারাম গ্রামে বিজেপি নেতা নীলকণ্ঠের শেষকৃত্যে অংশগ্রহণ করেন৷ প্রাক্তন বিজেপি বনমন্ত্রী মহেশ গাগডা, প্রবীণ বিজেপি নেতা জি ভেঙ্কট, জেলা পঞ্চায়েত সহ সভাপতি কমলেশ কারাম, বিধায়কদের তরফে প্রতিনিধি হিসেবে ছিলেন মনোজ আভালাম, বিজেপি নেতা বলদেব উরসা, জিলারাম রানা, লাভ রায়ুদু এবং অন্য নেতারা কাকেমের শেষকৃত্যে ছিলেন ৷ পরপর এই দু'টি মাওবাদী হামলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ৷