পটনা, 13 জুলাই: বিধানসভা অভিযানে পুলিশের লাঠির ঘায়ে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ টুইট করে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি জানিয়েছেন, বৃহস্পতিবার বিধানসভা অভিযানে পুলিশের নির্মম লাঠিচার্জে জেহানাবাদ জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিজয় কুমার সিং-এর মৃত্যু হয়েছে ৷ চাকরি ও শিক্ষক নিয়োগের দাবিতে এদিন পটনায় বিধানসভা অভিযানের ডাক দেয় বিজেপি ৷ বিজেপি অভিযোগ, গান্ধি ময়দান থেকে বিধানসভার দিকে মিছিল শুরু হতেই ডাকবাংলো চত্বরে মারমুখী হয়ে ওঠে পুলিশ ৷ শুরু হয় ব্যাপক লাঠিচার্জ। আর সেখানেই পুলিশের লাঠির আঘাতে বিজয় কুমার সিং নামে এক বিজেপি স্থানীয় নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ পুলিশের নির্বিচারে লাঠিচার্জের জেরে সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল-সহ একাধিক নেতা গুরুতর আহত হয়েছেন বলেও খবর।
এদিন পটনার গান্ধি ময়দান থেকে বিধানসভা মার্গের দিকে মিছিলের ডাক দেয় বিজেপি ৷ তবে বিধানসভার অনেক আগেই বিজেপির এই মিছিল আটকে দেয় পুলিশ ৷ অভিযোগ, ডাকবাংলো চত্বরে পুলিশ বিজেপি কর্মীদের আটকে দেয় ৷ তাদের জবরদস্তি প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ৷ বিজেপি নেতৃত্বের অভিযোগ, টেনে হিঁচড়ে দলের নেতা-কর্মীদের গাড়িতে তোলার চেষ্টা করে ব্যর্থ হলে, পুলিশ বিনা প্ররোচনায় ব্যাপক লাঠিচার্জ শুরু করে ৷ সেই সঙ্গে, বিজেপির উপর সর্বশক্তি প্রয়োগ করে রীতিমতো এদিন পুলিশ বাহিনী ঝাপিয়ে পড়ে বলেও অভিযোগ উঠেছে। আর সেখানেই পুলিশের লাঠির ঘায়ে বিজয় কুমার সিং নামে ওই বিজেপি নেতার মৃত্যু হয় বলে অভিযোগ ৷
শিক্ষক নিয়োগের দাবি এবং রাজ্যে একাধিক দুর্নীতি ইস্যুতে এদিন গান্ধি ময়দান থেকে মিছিল শুরু করে কয়েক হাজার বিজোপি নেতা-কর্মীরা। এদিনের প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি-সহ বিজেপি সাংসদ, বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যরাও ৷ মিছিল ডাকবাংলো চৌরাস্তায় পৌঁছলে রাজ্য প্রশাসনের তরফে পথ আটকে মিছিলকে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির ৷ অন্যদিকে পুলিশের দাবি, বিজেপির মিছিল থেকে নেতা-কর্মীরা জোর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধ্য হয়ে পুলিশকে বলপ্রয়োগ করতে হয় ৷
এদিন প্রথমে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ৷ তাতে কাজ না হওয়ায় লাঠিচার্জও করা হয় ৷ পরে অবশ্য জলকামান ব্যবহার করে রাজ্য পুলিশ ৷ বিজেপির দাবি, পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়ালকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিহার বিধানসভায় দলের নেতা বিজয় সিনহাও আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি।
আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসা নিয়ে দুঃখপ্রকাশ না করে ব্যবস্থা নিন, রাজভবন থেকে বেরিয়ে মমতাকে বার্তা রবিশঙ্করের
পরে টুইট করে সুশীল মোদি জানান, এদিন পুলিশের লাঠিচার্জে মৃত্যু হয়েছে বিজেপি নেতার ৷ বিজয় কুমার সিং নামে যে বিজেপি নেতা মারা গিয়েছেন তিনি জেহানাবাদের শহর বিজেপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর মৃত্যুর পর বিজেপি নেতারা রীতিমতো ক্ষোভে ফুঁসছে ৷ ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সুশীল মোদী-সহ একাধিক নেতা টুইট করে সরকারকে তীব্র আক্রমণ করেন ৷ জেপি নাড্ডা টুইট করে লিখেছেন, "পটনায় বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ রাজ্য সরকারের ব্যর্থতা এবং ক্ষোভের ফল। মহাজোট সরকার দুর্নীতির দুর্গ বাঁচাতে গণতন্ত্রকে আক্রমণ করছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁকে বাঁচাতে বিহারের মুখ্যমন্ত্রীও নিজের নৈতিকতা ভুলে গিয়েছেন।"