ETV Bharat / bharat

Karnataka Assembly Elections: গুজরাত মডেল ও আমুল ব্র্যান্ড দিয়ে বিজেপি কি কর্ণাটকের নির্বাচনে জিততে পারবে ? - বিজেপির প্রার্থী তালিকা

2022 সালের গুজরাত নির্বাচনে বিজেপি অনেক বিধায়ককে প্রার্থী করেনি এবং তবুও ঐতিহাসিক জয় পেয়েছিল ৷ একইভাবে, 2023 সালের মে মাসে কর্ণাটক বিধানসভা নির্বাচনে, বিজেপি 7 জন বর্তমান বিধায়ক এবং দুইজন মন্ত্রীকে বাদ দিয়েছে ৷

Karnataka Assembly Elections ETV Bharat
কর্ণাটকের নির্বাচন
author img

By

Published : Apr 12, 2023, 12:50 PM IST

বেঙ্গালুরু, 12 এপ্রিল: 189 জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করার পর এটি স্পষ্ট হয়ে গিয়েছে যে, বিজেপি 2023 সালের মে মাসে কর্ণাটক বিধানসভা নির্বাচনে আবারও জয়ী হওয়ার জন্য তাদের গুজরাত মডেলকেই অনুসরণ করছে । 2022 সালের গুজরাত নির্বাচনের মতোই বিজেপি বেশ কয়েকজন বর্তমান বিধায়ককে টিকিট দেয়নি ৷ ইতিমধ্যেই 7জনেরও বেশি বর্তমান বিধায়কের আসনে নতুন মুখের নাম ঘোষণা করা হয়েছে । একজন মন্ত্রী ও একজন প্রাক্তন মন্ত্রীও এ বার টিকিট পাননি ৷

এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কর্ণাটকের দাপুটে নেতা ইয়েদুরাপ্পাকেও টিকিট দেওয়া হয়নি ৷ কারণ তাঁর ছেলে এ বার ভোটের ময়দানে নামছেন । 'পরিবারতন্ত্রের রাজনীতি'র বিরুদ্ধে বিজেপির যে অবস্থান তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ এছাড়াও 16জন বর্তমান বিধায়কের নির্বাচনী এলাকার জন্য টিকিট ঘোষণা করা হয়নি । এই কারণে আরও বিধায়কের টিকিট হারানোর সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে ।

অন্যদিকে, গুজরাতের আমুল দুধের ব্র্যান্ড কর্ণাটকে নিয়ে আসার ঘটনায় বিজেপি শাসনের বিরুদ্ধে তুমুল বিতর্ক চলছে । কর্ণাটক রাজ্যের নন্দিনী দুধের ব্র্যান্ডকে দমন করার ষড়যন্ত্র হচ্ছে বলে বিরোধী কংগ্রেস এই নিয়ে সরব হয়েছে ৷ গুজরাত মডেল এবং আমুল ব্র্যান্ড কর্ণাটকে 10 মে নির্বাচনে বিজেপির পক্ষে কাজ করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে যে ।

এ বার কয়েকজন বর্তমান বিধায়ককে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করা হয়েছে এবং নতুনদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে । বিজেপি হাইকমান্ড প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা-সহ 7 জন বর্তমান বিধায়ককে ভোটে লড়তে না করেছে ৷ এছাড়াও বাসবরাজ বোমাই, ক্যাবিনেটের মন্ত্রী এস আঙ্গারা, রঘুপতি ভাট এবং প্রাক্তন মন্ত্রী গুলিহাট্টি শেখর তাঁদের টিকিট হারিয়েছেন ।

বর্তমান বিধায়কদের স্থলাভিষিক্ত কারা ?

বেলগাঁও উত্তরের বিধায়ক অনিল বেনেকের পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে ডা. রবি পাতিলকে । কিট্টুর বিধায়ক ডিএম বসবন্ত রায়ের পরিবর্তে মহান্তেশ ডোড্ডা গৌড়া, রামদুর্গার বিধায়ক মহাদেবপ্পা ইয়াড়াওয়াদের পরিবর্তে চিক্কা রেভান্না, হোসদুর্গা গুলিহাট্টি শেখরের পরিবর্তে এস লিঙ্গামূর্তি, উদুপির বিধায়ক রঘুপতি ভট্টের পরিবর্তে যশপাল সুবর্ণা । কাপু লালাজি মেন্ডনের বদলে টিকিট দেওয়া হয়েছে সুরেশ শেঠিকে । পুত্তুর বিধায়ক সঞ্জীব মাথান্দুরের পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে আশা থিমাপ্পাকে । সুলিয়ার বিধায়ক মন্ত্রী এস আঙ্গারার বদলে ভাগীরথী মুরুল্যাকে টিকিট দেওয়া হয়েছে ।

224টি আসনের মধ্যে 189টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে বিজেপি । এখনও 35টি আসন বাকি রয়েছে, যার মধ্যে 16টি আসনে বিজেপির বিধায়ক রয়েছেন । চামরাজানগর এবং বরুণা কেন্দ্রের জন্য সোমান্নাকে টিকিট দেওয়া হয়েছে, তবে গোবিন্দরাজনগরের জন্য কোনও টিকিট ঘোষণা করা হয়নি ।

আরও পড়ুন: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

বেঙ্গালুরু, 12 এপ্রিল: 189 জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করার পর এটি স্পষ্ট হয়ে গিয়েছে যে, বিজেপি 2023 সালের মে মাসে কর্ণাটক বিধানসভা নির্বাচনে আবারও জয়ী হওয়ার জন্য তাদের গুজরাত মডেলকেই অনুসরণ করছে । 2022 সালের গুজরাত নির্বাচনের মতোই বিজেপি বেশ কয়েকজন বর্তমান বিধায়ককে টিকিট দেয়নি ৷ ইতিমধ্যেই 7জনেরও বেশি বর্তমান বিধায়কের আসনে নতুন মুখের নাম ঘোষণা করা হয়েছে । একজন মন্ত্রী ও একজন প্রাক্তন মন্ত্রীও এ বার টিকিট পাননি ৷

এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কর্ণাটকের দাপুটে নেতা ইয়েদুরাপ্পাকেও টিকিট দেওয়া হয়নি ৷ কারণ তাঁর ছেলে এ বার ভোটের ময়দানে নামছেন । 'পরিবারতন্ত্রের রাজনীতি'র বিরুদ্ধে বিজেপির যে অবস্থান তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ এছাড়াও 16জন বর্তমান বিধায়কের নির্বাচনী এলাকার জন্য টিকিট ঘোষণা করা হয়নি । এই কারণে আরও বিধায়কের টিকিট হারানোর সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে ।

অন্যদিকে, গুজরাতের আমুল দুধের ব্র্যান্ড কর্ণাটকে নিয়ে আসার ঘটনায় বিজেপি শাসনের বিরুদ্ধে তুমুল বিতর্ক চলছে । কর্ণাটক রাজ্যের নন্দিনী দুধের ব্র্যান্ডকে দমন করার ষড়যন্ত্র হচ্ছে বলে বিরোধী কংগ্রেস এই নিয়ে সরব হয়েছে ৷ গুজরাত মডেল এবং আমুল ব্র্যান্ড কর্ণাটকে 10 মে নির্বাচনে বিজেপির পক্ষে কাজ করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে যে ।

এ বার কয়েকজন বর্তমান বিধায়ককে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করা হয়েছে এবং নতুনদের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে । বিজেপি হাইকমান্ড প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা-সহ 7 জন বর্তমান বিধায়ককে ভোটে লড়তে না করেছে ৷ এছাড়াও বাসবরাজ বোমাই, ক্যাবিনেটের মন্ত্রী এস আঙ্গারা, রঘুপতি ভাট এবং প্রাক্তন মন্ত্রী গুলিহাট্টি শেখর তাঁদের টিকিট হারিয়েছেন ।

বর্তমান বিধায়কদের স্থলাভিষিক্ত কারা ?

বেলগাঁও উত্তরের বিধায়ক অনিল বেনেকের পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে ডা. রবি পাতিলকে । কিট্টুর বিধায়ক ডিএম বসবন্ত রায়ের পরিবর্তে মহান্তেশ ডোড্ডা গৌড়া, রামদুর্গার বিধায়ক মহাদেবপ্পা ইয়াড়াওয়াদের পরিবর্তে চিক্কা রেভান্না, হোসদুর্গা গুলিহাট্টি শেখরের পরিবর্তে এস লিঙ্গামূর্তি, উদুপির বিধায়ক রঘুপতি ভট্টের পরিবর্তে যশপাল সুবর্ণা । কাপু লালাজি মেন্ডনের বদলে টিকিট দেওয়া হয়েছে সুরেশ শেঠিকে । পুত্তুর বিধায়ক সঞ্জীব মাথান্দুরের পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে আশা থিমাপ্পাকে । সুলিয়ার বিধায়ক মন্ত্রী এস আঙ্গারার বদলে ভাগীরথী মুরুল্যাকে টিকিট দেওয়া হয়েছে ।

224টি আসনের মধ্যে 189টি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে বিজেপি । এখনও 35টি আসন বাকি রয়েছে, যার মধ্যে 16টি আসনে বিজেপির বিধায়ক রয়েছেন । চামরাজানগর এবং বরুণা কেন্দ্রের জন্য সোমান্নাকে টিকিট দেওয়া হয়েছে, তবে গোবিন্দরাজনগরের জন্য কোনও টিকিট ঘোষণা করা হয়নি ।

আরও পড়ুন: কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.