আগরতলা, 18 অগস্ট : ত্রিপুরায় (Tripura) ফের তৃণমূলকে (TMC) পদে পদে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপির সরকারের বিরুদ্ধে ৷ ত্রিপুরা সফররত তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ৷ তিনি আগরতলার যে হোটেলে উঠেছেন, সেখানে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে, খাবার খেতে না-দিয়ে, নানারকমভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ সায়নীর ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
ত্রিপুরা সফরে যাওয়ার পর থেকেই তাঁকে নজরে নজরে রেখেছে বিপ্লব দেবের (Biplab Deb) প্রশাসন ৷ শুধু তাই নয়, তিনি যে হোটেলে উঠেছেন, সেখানেও নানাভাবে তাঁর কাজে বাধা দেওয়া হয়েছে ৷ নিজের ফেসবুক অ্যাকাউন্টে নানা ঘটনার কথা তুলে ধরে এমনই অভিযোগ করলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ ৷ হোটেলে খাবার চেয়েও পাননি বলে অভিযোগ করেছেন তিনি ৷ এমনকী তাঁকে নাকি আলোচনা করতেও বাধা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ ৷ হোটেলের আধিকারিকের সঙ্গে এই নিয়ে বাক-বিতণ্ডার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সায়নী ৷ সেখানে লম্বা একটি বিবৃতি দিয়ে তিনি লিখেছেন, "ত্রিপুরায় এসে বিজেপির গণতন্ত্রের যে বহর দেখলাম তাকে স্বৈরাচার বললে সেচ্ছাচারীর অপমান করা হয় ! আমরা ত্রিপুরায় যে স্বনামধন্য হোটেলে রয়েছি সেখানে বেশ কয়েকদিন ধরে স্বৈরাচারকে তুঙ্গে তুলেছে ভারতীয় জনতা পার্টি নামে এই দলটি ! হোটেল কর্তৃপক্ষকে উপর থেকে এমনই লজ্জাজনক চাপ তারা দিচ্ছে যে, সেখানে কোনও রকম আলোচনার জন্য 4-5 জন মিলে আমরা বসতেও পারছি না...খাবারের অর্ডার দেওয়া হলে জোর করে পুরোটাই বাতিল করা হচ্ছে ৷"
আরও পড়ুন: TMC in Tripura : ত্রিপুরা আদালতে স্বস্তি তৃণমূলের, অভিষেকদের বিরুদ্ধে মামলায় ভিডিয়ো রেকর্ড তলব
-
This is how @AITCofficial workers were treated in hotels and restaurants in #Tripura.
— AITC Tripura (@AITC4Tripura) August 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Every attempt is being made to silence us, corner us and prevent us from reaching out to the people of Tripura. Shameful!@BjpBiplab time to start counting your days as CM of Tripura! pic.twitter.com/kEmN3cBMPO
">This is how @AITCofficial workers were treated in hotels and restaurants in #Tripura.
— AITC Tripura (@AITC4Tripura) August 17, 2021
Every attempt is being made to silence us, corner us and prevent us from reaching out to the people of Tripura. Shameful!@BjpBiplab time to start counting your days as CM of Tripura! pic.twitter.com/kEmN3cBMPOThis is how @AITCofficial workers were treated in hotels and restaurants in #Tripura.
— AITC Tripura (@AITC4Tripura) August 17, 2021
Every attempt is being made to silence us, corner us and prevent us from reaching out to the people of Tripura. Shameful!@BjpBiplab time to start counting your days as CM of Tripura! pic.twitter.com/kEmN3cBMPO
ফাইভ স্টার হোটেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন সায়নী ৷ তিনি লিখেছেন, "আজ দুপুরে প্রায় 2 ঘণ্টা 30 মিনিট ধরে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়...আজ রেস্তরাঁতে খেতে গিয়ে চা ও কফি অর্ডার করা হয়েছিল, সঙ্গে কয়েকজন মিলে আলোচনা চলছিল, সেখানে বিজেপি থেকে চর মোতায়ন করা হয়েছিল এবং তারা এসে এ কথাও বলে যে আমরা নিজেদের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা করতে পারব না ! ভারতীয় সংবিধানে যে বাক স্বাধীনতা নামক বিষয়ের আলাদা করে উল্লেখ রয়েছে বিজেপির হয়ত সেটা কখনওই বুঝে ওঠা সম্ভব হয়নি ! ভারতবর্ষের যে কোনও জায়গায় থেকে যে কোনও মানুষ স্বাধীন ভাবে রাজনৈতিক চর্চা করতে পারেন, গণতন্ত্রের গলা টিপে বিজেপি যে স্বৈরাচার ত্রিপুরাতে চালাচ্ছে সেটা তাদের এই লজ্জাজনক ব্যবহার মানুষের কাছে পৌঁছে দেবে !"
আরও পড়ুন: Tripura TMC : তৃণমূল নেতাদের জামিন, ত্রিপুরা থেকে বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
শুধু দুপুরে নয়, মাঝরাতেও দীর্ঘক্ষণ হোটেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয় বলে জানিয়েছেন যুব তৃণমূল নেত্রী ৷ তিনি মাঝরাতে অন্ধকারাচ্ছন্ন হোটেলের ঘর থেকে একটি ভিডিয়োও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ ক্যাপশনে লিখেছেন, "কর্তৃপক্ষ বলছেন, বুঝতেই তো পারছেন ম্যাম ৷"
আরও পড়ুন: মিথ্যে মামলা সাজিয়েছে ত্রিপুরা পুলিশ, বিস্ফোরক অভিষেক ; নজর রাখছেন মমতা
এই ঘটনা শুনে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "ত্রিপুরায় ডেমোক্র্যাসির ডি নেই ৷ গুন্ডারাজ চলছে ৷ ত্রিপুরার অনেক নেতাই তৃণমূলে যোগ দিতে চেয়ে চিঠি দিয়েছেন ৷ আমরা ত্রিপুরাতে সরকার গঠন করে সেখানেও বাংলার উন্নয়নমূলক প্রকল্পগুলি চালু করতে চাই ৷"