নয়াদিল্লি, 19 মার্চ: রাহুল গান্ধির বাসভবনে দিল্লি পুলিশের 'অভিযান' (Delhi Police at Rahul Gandhi House) নিয়ে কংগ্রেসের অভিযোগ একবাক্যে খারিজ করে দিল বিজেপি (BJP Dismiss Congress Allegation) ৷ কংগ্রেসের অভিযোগ ছিল, বিজেপি তথা কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুলের বাড়িতে পুলিশ পাঠিয়েছে ! পালটা বিজপির দাবি, রবিবারের এই ঘটনার সঙ্গে রাজনীতি বা কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই ৷ দিল্লি পুলিশ যা করেছে, সেটা তাদের কর্তব্য ৷ রাহুল নিজেই বলেছিলেন, ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) সময় তাঁর সঙ্গে একাধিক মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, সেই মহিলাদের তিনি বহু অপরাধের ভুক্তভোগী বলে দাবি করেছিলেন ৷ পুলিশ শুধুমাত্র সেই মহিলাদের পরিচয় জানতে তাঁর কাছে গিয়েছিল ৷
এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ভারত জোড়ো যাত্রার সময় রাহুল নিজেই দাবি করেছিলেন, বহু মহিলা যৌন হেনস্থার শিকার হন ৷ কিন্তু, তাঁরা পুলিশে অভিযোগ জানানোর সাহস পান না ৷ কারণ, সেখানে তাঁদের আরও অপদস্থ হতে হয় ! ভারত জোড়ো যাত্রার সময় তাঁর সঙ্গে এমন একাধিক মহিলা সাক্ষাৎ করেছিলেন বলে দাবি করেছিলেন রাহুল ৷ কিন্তু তাঁদের পরিচয় প্রকাশ্যে আনেননি ৷ সম্বিতের বক্তব্য হল, পুলিশের কাছে এই ধরনের ঘটনার খবর থাকা আবশ্যিক ৷ আর সেই কারণেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করে তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তাঁরা ৷
আরও পড়ুন: বাসভবনে রাহুলকে পুলিশি জেরার ঘটনার তীব্র নিন্দা কংগ্রেসের
রাহুলের বাড়িতে দিল্লি পুলিশের অভিযানের প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস ৷ বিরোধী দলের এই আচরণ প্রসঙ্গে সম্বিত বলেন, পুলিশ তার কর্তব্য পালন করছে ৷ আর কংগ্রেস 'গণতন্ত্র বিপদে রয়েছে' বলে চেঁচামেচি করছে ৷ বিষয়টি নিয়ে কংগ্রেস ও রাহুলের সমালোচনা করেছেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যও ৷ তিনি বলেন, "রাহুল গান্ধি দাবি করেছিলেন, তিনি এমন মহিলাদের সঙ্গে দেখা করেছেন, যাঁদের ধর্ষণ এবং শ্লীলতাহানি করা হয়েছিল ৷ কিন্তু, সেই মহিলারা সুবিচার পাননি ৷ দিল্লি পুলিশ এই বিষয়টি নিয়েই বিস্তারিত তথ্য চেয়েছিল তাঁর কাছে ৷ কিন্তু, তিনি কোনও উত্তর দেননি ৷ আমি ধরে নিচ্ছি, রাহুল মিথ্যা বলেননি ৷ কিন্তু, সেক্ষেত্রে তাঁর ন্য়ায্য বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দুর্বল হয়ে যায় ৷"