নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর : ফের বিতর্কে কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ এবার কেরালায় এই কর্মসূচিতে নেতাদের স্বাগত জানানোর পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ সেখানে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গেই ছবি দেওয়া হয়েছে বিনায়ক দামোদর সাভারকরের (Vinayak Damodar Savarkar) ৷ যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কাছে পূজনীয় ৷ কিন্তু তাঁকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে মানতেই চায় না কংগ্রেস ৷
স্বাভাবিকভাবেই এই পোস্টার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সঙ্গে সঙ্গে আসরে নেমে পড়েছে বিজেপি (BJP) ৷ তাদের কটাক্ষ, রাহুল গান্ধি (Rahul Gandhi) সাভারকরের গুরুত্ব উপলব্ধি যে করেছেন, সেটাই ওই পোস্টার থেকে বোঝা যাচ্ছে ৷ অন্যদিকে এই পরিস্থিতিতে কংগ্রেস স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ৷ তারা এই ঘটনা নিয়ে তদন্তের কথা জানিয়েছে ৷ বিষয়টিকে তারা মুদ্রণ-ত্রুটি (প্রিন্টিং মিসটেক) হিসেবেই দেখছে ৷
এই নিয়ে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ কংগ্রেস বারবার দাবি করে যে সাভারকর ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছিলেন ৷ টুইটে তারই পালটা হিসেবে জওহরলাল নেহরুর প্রসঙ্গ তুলেছেন অমিত ৷ লিখেছেন, ‘‘পঞ্জাবের নভা জেল থেকে মাত্র দু’সপ্তাহের মধ্যে ব্রিটিশদের মুচলেকা দিয়ে বের হয়েছিলেন রাহুল গান্ধি প্রপিতামহ নেহরু ৷’’
অন্যদিকে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও এই নিয়ে টুইট করেছেন ৷ তিনি লিখেছেন, ‘‘রাহুলজি, আপনি যতই চেষ্টা করুন, ইতিহাস এবং সত্যি বেরিয়ে এল যে সাভারকর বীর ছিলেন ! যাঁরা লুকিয়েছিলেন সত্যি, তাঁরা কাপুরুষ ৷’’
এদিকে কংগ্রেস এই ছবি কেলেঙ্কারির পিছনে আরএসএস ও বিজেপির হাত রয়েছে বলে মনে করছে ৷ সেই কারণে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে ৷ পরে পোস্টারের ওই অংশে মহাত্মা গান্ধির ছবি দেওয়া হয় ৷ কিন্তু দলের নেতাদের নির্দেশে পুরো ফ্লেক্সটিই সরিয়ে নেওয়া হয় পরে ৷ কংগ্রেস সাংসদ কে সুরেশ জানিয়েছেন যে যিনি প্রিন্ট করেছেন, তিনি হয়তো বিজেপি-আরএসএসের মতাদর্শে বিশ্বাসী ৷
ইতিমধ্যে কংগ্রেসের স্থানীয় এক নেতাকে সাসপেন্ড করা হয়েছে ৷ ওই নেতা নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ৷ তাঁর দাবি, এই বিষয়ে তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল ৷
আরও পড়ুন : যিশুই আসল ভগবান, শক্তির মতো নয়, রাহুলকে বললেন বিতর্কিত ধর্মযাজক