আগরতলা, 27 অক্টোবর: বিজেপিশাসিত ত্রিপুরায় এক ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী ভগবান দাসের ছেলের ৷ গত 19 অক্টোবর ত্রিপুরার উনাকোটি জেলার কুমারঘাটে 16 বছরের এক কিশোরীকে গণ-ধর্ষণের ঘটনা ঘটে (Tripura Agartala Gang rape) ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের এক মন্ত্রীর ছেলের ৷ যদিও ঘটনায় 6 জন অভিযুক্ত গ্রেফতার হলেও মন্ত্রীর ছেলেকে এখনও গ্রেফতার করেনি পুলিশ ৷ যদিও থানায় দায়ের হওয়া এফআইআর-এ তারও নাম রয়েছে বলে জানা গিয়েছে (Tripura Rape Case) ৷
পুলিশ জানিয়েছে, ফটিকরায় থানা এলাকায় ওই ঘটনাটি ঘটে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে ৷ নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে, নেওয়া হয়েছে জবানবন্দীও ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নাবালিকার এক বান্ধবীই তাকে প্রলোভন দেখিয়ে কুমারঘাটের একটি বাড়িতে নিয়ে যায় ৷ সেখানে পার্টি চলছিল ৷ সেখানেই মাদক খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ পুলিশ আরও জানিয়েছে, এই ধর্ষণের ঘটনায় বাপ্টু দাস ও রাজেশ মালাকার নামে 2 জনকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে ৷ এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6-এ (minor girl gangraped in Tripura) ৷
আরও পড়ুন: বিজেপির জন্যই মুসলিমরা অস্পৃশ্যে পরিণত হয়েছে, অভিযোগ সপা নেতার
এই ঘটনায় রাজ্যের এক মন্ত্রীর পুত্রের নাম জড়িয়েছে (son of minister accused in rape case in Tripura) ৷ যদিও তাঁর সমর্থনে মুখ খুলেছেন রাজ্যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷ তিনি বলেন, "গত 19 অক্টোবর কুমারঘাটে একটি ধর্ষণের ঘটনা ঘটে ৷ যেটা না হলেই ভালো হত ৷ কিন্তু এর সঙ্গে মন্ত্রী ভগবান দাসের ছেলের নাম জড়িয়ে প্রচারে আসতে চাইছে কংগ্রেস ও সিপিএম ৷ আমরা দেখতে পারছি বিরোধী দলগুলি কী করছে ৷ পুলিশও ব্যবস্থা নিয়েছে, 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ কিন্তু মন্ত্রী ভগবান দাসের ছেলেকে পুলিশ গ্রেফতার করেনি, কারণ সে জড়িত নয় ৷ কারণ 10 অক্টোবর থেকেই সে বাইরে ছিল ৷ পুলিশও জানিয়েছে সে জড়িত নয় ৷ এটা মন্ত্রীর পরিবারকে বদনাম করার চক্রান্ত বিরোধীদের ৷"