গোধরা, 9 সেপ্টেম্বর: গুজরাতের এই জনপদটির আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না । প্রায় দু'দশক ধরে গোধরা নামটি শুনলেই শিউড়ে ওঠে দেশ। স্বভাবতই গুজরাতের প্রতিটি নির্বাচনে আলাদা করে নজর থাকে এই গোধরার দিকে । গোটা রাজ্যই কার্যত গেরুয়া ঝড় দেখেছে বৃহস্পতিবার । তার ছোঁয়া লেগেছে গোধরাতেও । এই আসনে আবারও জিতেছি বিজেপি (BJP candidate and siting MLA CK Raulji won from Godhra) ।
2007 সাল থেকে এই কেন্দ্রের বিধায়ক সিকে রাউলজি। এবারও তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন । অনায়াসে জিতেছেন । 2016 পর্যন্ত অবশ্য তিনি ছিলেন কংগ্রেস বিধায়ক । গত বিধানসভা নির্বাচনে দল বদলে আসেন বিজেপিতে । জেতেন । এবারও তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির । নিকটতম কংগ্রেস প্রার্থী রশ্মিতাবেন চৌহানকে 35 হাজারেরও বেশি ব্যবধানে হারিয়েছেন রাউলজি । আপের রাজেশ ভাই প্যাটেল তৃতীয় স্থানে শেষ করেছেন । এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি । সেই সুযোগ কাজে লাগাতে প্রার্থী দিয়েছিল এআইএমআইএম। কিন্তু তাতে বিশেষ কোনও সুবিধা হয়নি ।
আরও পড়ুন: হিমাচল 'হাত' ধরলেও মোদির দিল্লির পথ সুগম করল গুজরাত