পাটনা, 4 সেপ্টেম্বর: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা পঞ্চাশটিতে নেমে আসতে পারে (BJP Can be Reduced to 50 Seats) ৷ এমনটাই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ৷ পাটনায় জেডিইউ’র জাতীয় কর্মসমিতির বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এর জন্য বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হতে হবে বলে মনে করেন তিনি ৷ পাশাপাশি বৈঠক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কড়া ভাষায় আক্রমণ করেন নীতীশ ৷ তাঁর অভিযোগ, দশেরার সময় বিহারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷
নীতীশ দাবি করেছেন, 2024 লোকসভা নির্বাচনে (2024 Lok Sabha Poll) বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার কাজ শুরু করেছেন তিনি ৷ এর জন্য সব রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলছে । এই প্রসঙ্গে তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর নামও উল্লেখ করেন নীতীশ কুমার ৷
তাঁর কথায়, ‘‘দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক করতে আমরা কাজ করছি ৷ আমরা কয়েকদিন আগেই তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও এর সঙ্গে কথা বলেছি ৷ সেই সঙ্গে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ যদি, বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই করেন, তবে, 2024 সালে তাদের আসন সংখ্যা 50 এ নেমে আসবে ৷’’
আরও পড়ুন: মণিপুরের মতো বিহারও হবে জেডিইউ মুক্ত, দাবি বিজেপির সুশীল মোদির
নীতীশ কুমার জানিয়েছেন, তিনি খুব দ্রুত দিল্লি যাবেন বিরোধী রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে ৷ তাঁর কথায়, খুব শীঘ্রই দেশের সব বিরোধী দলগুলিকে এক করতে তিনি প্রচারের কাজ শুরু করবেন ৷ আর বিজেপি বিরোধী এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া আক্রমণ করেন নীতীশ ৷ তাঁর অভিযোগ, বিহারের সাম্প্রদায়িক শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছেন শাহ ৷
বিহারের মুখ্যমন্ত্রীর আরও দাবি, ‘‘অমিত শাহ দশেরার সময় সীমাঞ্চল এলাকায় আসছেন ৷ এর কারণ কী ? তিনি বিহারের সম্প্রীতি বিঘ্নিত করে সাম্প্রদায়িক অশান্তি তৈরি করতে চাইছেন ৷’’ আর এ প্রসঙ্গে নীতীশ জেডিইউ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘আমি জেডিইউ’র সকল সদস্যকে আগামী 2 বছর সতর্ক থাকার জন্য বলছি ৷ ওরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে ৷’’ তবে, ঠিক কী ধরনের চক্রান্ত তা খোলসা করেননি নীতীশ ৷ সেটি দলের নেতাদেরই খুঁজে নিতে বলেন তিনি ।