ETV Bharat / bharat

BJP Attacks Rahul: চিনের জমি দখলের অভিযোগ নিয়ে রাহুলকে পালটা আক্রমণ বিজেপির - রাহুলকে পালটা আক্রমণ বিজেপির

BJP attacks Rahul Gandhi over his China Remarks: চিন ভারতের জমি দখল করে রেখেছে বলে যে অভিযোগ কংগ্রেস রাহুল গান্ধি করেছেন, তা ভিত্তিহীন বলে দাবি করল বিজেপি ৷ এই ইস্যুতে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী সাংবাদিক বৈঠক করে পালটা রাহুল ও কংগ্রেসকে আক্রমণ করেছেন ৷

BJP Attacks Rahul
BJP Attacks Rahul
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 6:22 PM IST

নয়াদিল্লি, 25 অগস্ট: চিন ভারতের জমি দখল করে রেখেছে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি ৷ তাদের দাবি, রাহুলের এই অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক ৷ একই সঙ্গে গেরুয়া শিবিরের অভিযোগ, কংগ্রেস এক সময় বেজিংয়ের সঙ্গে আপোশ করে ঐতিহাসিক ও ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ৷

এ দিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কিছু কাজকে উদ্ধৃত করে কংগ্রেস ও রাহুল গান্ধিকে আক্রমণ করেন ৷ তাঁর অভিযোগ, নেহরুর সরকার 1952 সালে চিনা ‘ক্ষুধার্ত’ সেনাবাহিনীকে 3,500 টন চাল পাঠিয়েছিল । সুধাংশু ত্রিবেদীর অভিযোগ, চিনের সঙ্গে ভারতের সম্পর্কের যখন টানাপোড়েন শুরু হয়েছিল, তখন চিনা সেনাবাহিনীর জন্য চাল পাঠানোর সিদ্ধান্ত শুধু ভুল নয় ৷ বরং এটা ঐতিহাসিক ও ক্ষমার অযোগ্য অপরাধ ৷

ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে চুক্তি করেছিল বলে তাঁর অভিযোগ ৷ সুধাংশু ত্রিবেদী সেই চুক্তি সামনে আনার দাবি জানিয়েছেন ৷ বিজেপির এই নেতার আরও দাবি, রাহুল গান্ধির চিন সম্পর্কে ভিত্তিহীন ও অযৌক্তিক মন্তব্য করার অভ্যাস রয়েছে ৷ কংগ্রেসের ওই নেতা ভারতের জনগণ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস সম্পর্কেও একইভাবে মন্তব্য করেছেন ।

আরও পড়ুন: লাদাখের সমস্যা সংসদে উত্থাপনের আশ্বাস রাহুল গান্ধির

বিজেপির এই মুখপাত্রের মতে, ডোকলাম সংকটের সময় রাহুল গান্ধি চিনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিলেন । তাঁর আরও দাবি, কংগ্রেস বিরোধী অবস্থানে থাকলেও সবসময় দেশকে দুর্বল করার চেষ্টা করেছে ৷ এই বিষয়ে কংগ্রেসের বিজেপির থেকে শিক্ষা নেওয়া ৷ কারণ, পাকিস্তান বা চিনের মতো প্রতিবেশীরা যে বিষয়গুলিতে জড়িয়ে থাকে, সেগুলিতে বরাবর বিজেপি বিরোধী অবস্থান থেকে সরকারের পাশে থেকেছে ৷

বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে সরকার ভারতের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলি পরিচালনায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে । তার পরও কংগ্রেস পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ নিয়ে কড়া পদক্ষেপকে সমর্থন করে না ৷ শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটতে পারে বলে তারা আপত্তি তোলে ৷ কিন্তু প্রধানমন্ত্রীর মতে সন্ত্রাস ও আলোচনা কখনোই একসঙ্গে চলতে পারে না ৷ তাই ইউপিএ আমলে সন্ত্রাসবাদী হামলা হত ৷ আর এখন শান্তি ও সুরক্ষার বাতাবরণ তৈরি হয়েছে ৷

শুক্রবার কার্গিলে এক জনসভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেখান থেকে তিনি দাবি করেন যে চিন ভারতের জমি দখল করেছে ৷ অথচ প্রধানমন্ত্রী বলছেন যে চিন ভারতের থেকে এক ইঞ্চিও জমি নিতে পারেনি ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী মোদি মিথ্যা বলছেন বলেও দাবি করেছেন রাহুল ৷

আরও পড়ুন: চিন আমাদের এক ইঞ্চিও জমি দখল করেনি বলে মোদি যে দাবি করেন তা মিথ্যে, লাদাখে বললেন রাহুল

এদিকে, রাহুল গান্ধির আরএসএসের সমালোচনার প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর বক্তব্য, জওহরলাল নেহেরু 1962 সালে চিনের সঙ্গে যুদ্ধের সময় সরকারকে এই হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থনের প্রশংসা করেছিলেন ৷ তাই 1963 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরএসএস-কে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন । এখন রাহুল গান্ধির সিদ্ধান্ত নেওয়া উচিত যে তিনি না নেহরু, কে ঠিক ৷

সংবাদসংস্থা - পিটিআই

নয়াদিল্লি, 25 অগস্ট: চিন ভারতের জমি দখল করে রেখেছে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি ৷ তাদের দাবি, রাহুলের এই অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক ৷ একই সঙ্গে গেরুয়া শিবিরের অভিযোগ, কংগ্রেস এক সময় বেজিংয়ের সঙ্গে আপোশ করে ঐতিহাসিক ও ক্ষমার অযোগ্য অপরাধ করেছে ৷

এ দিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কিছু কাজকে উদ্ধৃত করে কংগ্রেস ও রাহুল গান্ধিকে আক্রমণ করেন ৷ তাঁর অভিযোগ, নেহরুর সরকার 1952 সালে চিনা ‘ক্ষুধার্ত’ সেনাবাহিনীকে 3,500 টন চাল পাঠিয়েছিল । সুধাংশু ত্রিবেদীর অভিযোগ, চিনের সঙ্গে ভারতের সম্পর্কের যখন টানাপোড়েন শুরু হয়েছিল, তখন চিনা সেনাবাহিনীর জন্য চাল পাঠানোর সিদ্ধান্ত শুধু ভুল নয় ৷ বরং এটা ঐতিহাসিক ও ক্ষমার অযোগ্য অপরাধ ৷

ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে চুক্তি করেছিল বলে তাঁর অভিযোগ ৷ সুধাংশু ত্রিবেদী সেই চুক্তি সামনে আনার দাবি জানিয়েছেন ৷ বিজেপির এই নেতার আরও দাবি, রাহুল গান্ধির চিন সম্পর্কে ভিত্তিহীন ও অযৌক্তিক মন্তব্য করার অভ্যাস রয়েছে ৷ কংগ্রেসের ওই নেতা ভারতের জনগণ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস সম্পর্কেও একইভাবে মন্তব্য করেছেন ।

আরও পড়ুন: লাদাখের সমস্যা সংসদে উত্থাপনের আশ্বাস রাহুল গান্ধির

বিজেপির এই মুখপাত্রের মতে, ডোকলাম সংকটের সময় রাহুল গান্ধি চিনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছিলেন । তাঁর আরও দাবি, কংগ্রেস বিরোধী অবস্থানে থাকলেও সবসময় দেশকে দুর্বল করার চেষ্টা করেছে ৷ এই বিষয়ে কংগ্রেসের বিজেপির থেকে শিক্ষা নেওয়া ৷ কারণ, পাকিস্তান বা চিনের মতো প্রতিবেশীরা যে বিষয়গুলিতে জড়িয়ে থাকে, সেগুলিতে বরাবর বিজেপি বিরোধী অবস্থান থেকে সরকারের পাশে থেকেছে ৷

বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে সরকার ভারতের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলি পরিচালনায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে । তার পরও কংগ্রেস পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ নিয়ে কড়া পদক্ষেপকে সমর্থন করে না ৷ শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটতে পারে বলে তারা আপত্তি তোলে ৷ কিন্তু প্রধানমন্ত্রীর মতে সন্ত্রাস ও আলোচনা কখনোই একসঙ্গে চলতে পারে না ৷ তাই ইউপিএ আমলে সন্ত্রাসবাদী হামলা হত ৷ আর এখন শান্তি ও সুরক্ষার বাতাবরণ তৈরি হয়েছে ৷

শুক্রবার কার্গিলে এক জনসভা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেখান থেকে তিনি দাবি করেন যে চিন ভারতের জমি দখল করেছে ৷ অথচ প্রধানমন্ত্রী বলছেন যে চিন ভারতের থেকে এক ইঞ্চিও জমি নিতে পারেনি ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী মোদি মিথ্যা বলছেন বলেও দাবি করেছেন রাহুল ৷

আরও পড়ুন: চিন আমাদের এক ইঞ্চিও জমি দখল করেনি বলে মোদি যে দাবি করেন তা মিথ্যে, লাদাখে বললেন রাহুল

এদিকে, রাহুল গান্ধির আরএসএসের সমালোচনার প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর বক্তব্য, জওহরলাল নেহেরু 1962 সালে চিনের সঙ্গে যুদ্ধের সময় সরকারকে এই হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থনের প্রশংসা করেছিলেন ৷ তাই 1963 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরএসএস-কে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন । এখন রাহুল গান্ধির সিদ্ধান্ত নেওয়া উচিত যে তিনি না নেহরু, কে ঠিক ৷

সংবাদসংস্থা - পিটিআই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.