ETV Bharat / bharat

Anurag Thakur Slams Oppositions: মণিপুর কাণ্ডে ব্যর্থতা ঢাকতে বাংলায় নারী নির্যাতনকে হাতিয়ার বিজেপির, সরব অনুরাগ - ’ৎঝ

Long List of Heinous Crimes Against Women in Rajasthan and West Bengal: মণিপুর নিয়ে অকারণ রাজনীতির অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে ৷ বিরোধী দলের সরকার এছে এমন রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের তালিকা আরও লম্বা ৷ আজ সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করলেন অনুরাগ ঠাকুর ৷ উদারহণ হিসেবে তাঁর মুখে পশ্চিমবঙ্গের নাম ৷

Anurag Thakur Slams Oppositions ETV BHARAT
Anurag Thakur Slams Oppositions
author img

By

Published : Jul 22, 2023, 5:47 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই: মণিপুর নিয়ে বিরোধীদের নিশানার পালটা এবার রাজস্থান, পশ্চিমবঙ্গ ও বিহারের পরিস্থিতির কথা তুলে ধরল বিজেপি ৷ বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন অনুরাগ ঠাকুর ৷ কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে মণিপুরে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনায় সরব হয়েছে বিরোধী জোট ৷ গত কয়েকদিনে এই ইস্যুতে কোণঠাসা বিজেপি ৷ সেই কারণেই কি এ বার পালটা রাজস্থান ও পশ্চিমবঙ্গের তুলনা টানল বিজেপির শীর্ষ নেতৃত্ব ?

এ দিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, ‘‘রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং বিহারের মতো রাজ্য যেখানে বিরোধী দলগুলির সরকার রয়েছে, সেখানে প্রতিনিয়ত মহিলাদের উপর জঘন্য অপরাধ ঘটছে ৷ সেই তালিকাটা অনেক বড় ৷ কিন্তু, বিরোধীরা মণিপুর নিয়ে লাগাতার নোংরা রাজনীতি করে চলেছে ৷’’ এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন ও তার পরবর্তী সময়ে শাসক শিবিরের বিরুদ্ধে ওঠা হিংসার ঘটনায় সরব হন অনুরাগ ঠাকুর ৷

আরও পড়ুন: পাঁচলা নিয়ে চাপ আরও বাড়াল বিজেপি, মহিলা কর্মীর উপর নির্যাতনের অভিযোগে সরব শুভেন্দুরা

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় হাওড়ার পাঁচলায় বিজেপির মহিলা প্রার্থীকে যৌন হেনস্তার অভিযোগ তুলেছে বিজেপি ৷ যে অভিযোগ গতকাল সাংবাদিক বৈঠক করে খারিজ করে দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ তিনি জানান, পাঁচলা ও ডোমজুরের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ও রাজ্য গোয়েন্দা দফতরের তদন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ যৌন হেনস্তা বা নির্যাতনের অভিযোগের কোনও সত্যতা নেই বলে জানান ডিজি ৷ তবে, পুলিশের এই বিবৃতি মানতে নারাজ বিজেপি নেতত্ব ৷

আরও পড়ুন: অশান্ত মণিপুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তৃণমূলের

এদিন অনুরাগ ঠাকুর ভোট পরবর্তী হিংসায় পাঁচলার সেই ঘটনার কথাও তুলে ধরেন ৷ পাশাপাশি, বিহার ও রাজস্থান নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন অনুরাগ ৷ তিনি বলেন, ‘‘রাজস্থানে গত 4 বছরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের এক লক্ষের বেশি অভিযোগ দায়ের হয়েছে ৷ যার মধ্যে প্রায় মোট 33 হাজার মামলা যৌন নির্যাতন ও হেনস্তার ৷’’ এমনকী সেই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের ঘটনায় চিন্তা ব্যক্ত করায় সেখানকার মন্ত্রী রাজেন্দ্র গৌড়াকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা ৷ আর পুরোটাই রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধির নির্দেশে অশোক গেহলত করেছেন বলে দাবি তাঁর ৷

নয়াদিল্লি, 22 জুলাই: মণিপুর নিয়ে বিরোধীদের নিশানার পালটা এবার রাজস্থান, পশ্চিমবঙ্গ ও বিহারের পরিস্থিতির কথা তুলে ধরল বিজেপি ৷ বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুললেন অনুরাগ ঠাকুর ৷ কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে মণিপুরে মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনায় সরব হয়েছে বিরোধী জোট ৷ গত কয়েকদিনে এই ইস্যুতে কোণঠাসা বিজেপি ৷ সেই কারণেই কি এ বার পালটা রাজস্থান ও পশ্চিমবঙ্গের তুলনা টানল বিজেপির শীর্ষ নেতৃত্ব ?

এ দিন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, ‘‘রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং বিহারের মতো রাজ্য যেখানে বিরোধী দলগুলির সরকার রয়েছে, সেখানে প্রতিনিয়ত মহিলাদের উপর জঘন্য অপরাধ ঘটছে ৷ সেই তালিকাটা অনেক বড় ৷ কিন্তু, বিরোধীরা মণিপুর নিয়ে লাগাতার নোংরা রাজনীতি করে চলেছে ৷’’ এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন ও তার পরবর্তী সময়ে শাসক শিবিরের বিরুদ্ধে ওঠা হিংসার ঘটনায় সরব হন অনুরাগ ঠাকুর ৷

আরও পড়ুন: পাঁচলা নিয়ে চাপ আরও বাড়াল বিজেপি, মহিলা কর্মীর উপর নির্যাতনের অভিযোগে সরব শুভেন্দুরা

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় হাওড়ার পাঁচলায় বিজেপির মহিলা প্রার্থীকে যৌন হেনস্তার অভিযোগ তুলেছে বিজেপি ৷ যে অভিযোগ গতকাল সাংবাদিক বৈঠক করে খারিজ করে দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ তিনি জানান, পাঁচলা ও ডোমজুরের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ও রাজ্য গোয়েন্দা দফতরের তদন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ যৌন হেনস্তা বা নির্যাতনের অভিযোগের কোনও সত্যতা নেই বলে জানান ডিজি ৷ তবে, পুলিশের এই বিবৃতি মানতে নারাজ বিজেপি নেতত্ব ৷

আরও পড়ুন: অশান্ত মণিপুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি তৃণমূলের

এদিন অনুরাগ ঠাকুর ভোট পরবর্তী হিংসায় পাঁচলার সেই ঘটনার কথাও তুলে ধরেন ৷ পাশাপাশি, বিহার ও রাজস্থান নিয়ে কংগ্রেসকে নিশানা করেছেন অনুরাগ ৷ তিনি বলেন, ‘‘রাজস্থানে গত 4 বছরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের এক লক্ষের বেশি অভিযোগ দায়ের হয়েছে ৷ যার মধ্যে প্রায় মোট 33 হাজার মামলা যৌন নির্যাতন ও হেনস্তার ৷’’ এমনকী সেই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের ঘটনায় চিন্তা ব্যক্ত করায় সেখানকার মন্ত্রী রাজেন্দ্র গৌড়াকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা ৷ আর পুরোটাই রাহুল গান্ধি এবং সোনিয়া গান্ধির নির্দেশে অশোক গেহলত করেছেন বলে দাবি তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.