ETV Bharat / bharat

Karnataka Assembly Polls 2023: কর্ণাটকে ভোটে জিতে 24 এর লোকসভা নির্বাচনের আগে মনোবল বৃদ্ধিতে মরিয়া বিজেপি ও কংগ্রেস - বিজেপি

1985 সালের পর থেকে কর্ণাটকের ভোটাররা কখনোই শাসক দলকে ক্ষমতায় ফেরানোর জন্য ভোট দেননি ৷ 38 বছর পর কি উলটপুরাণ হবে ? নাকি এবার কংগ্রেস দখল করবে দাক্ষিণাত্যের ওই রাজ্য ? উত্তর ইভিএম বন্দি হবে আগামিকাল বুধবার ৷

Karnataka Assembly Polls 2023
Karnataka Assembly Polls 2023
author img

By

Published : May 9, 2023, 8:03 PM IST

নয়াদিল্লি, 9 মে: রাতপোহালেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ এই ভোটে জিতে দক্ষিণ ভারতের ওই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ তবে হাল ছাড়তে নারাজ কংগ্রেসও ৷ তারাও প্রচারে সমানে সমানে টক্কর দিয়েছে গেরুয়া শিবিরকে ৷ বিজেপি যখন ডাবল ইঞ্জিন সরকারের ‘উপকারিতা’ বোঝাতে ব্যস্ত ছিল, সেই সময় কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিল ৷

কিন্তু এই প্রচার যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে আচমকাই প্রাসঙ্গিক হয়ে ওঠেন ‘ভগবান হনুমান’ ৷ তার নেপথ্যে কংগ্রেসের ইস্তেহার ৷ যেখানে জানানো হয় যে ক্ষমতায় এলে সিদ্ধারামাইয়া-শিবকুমাররা বেশ কিছু কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবেন ৷ সেই তালিকায় বজরং দলের নামও ছিল ৷ ফলে এই নিয়ে হইচই করে আসরে নেমে পড়ে গেরুয়া শিবির ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে কংগ্রেসকে নিশানা করেন ৷ বজরংবলিকে কংগ্রেস ‘তালাবন্দি’ করতে চান বলেও অভিযোগ করেন তিনি ৷

তাছাড়া নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রীকে বজরংবলির নামে জয়ধ্বনিও দিতে দেখা যায় ৷ বিজেপির অনেক নেতাও এই নিয়ে সরব হন ৷ যদিও ওয়াকিবহাল মহলের মতে, কংগ্রেস এই ইস্যু নিয়ে একেবারেই চিন্তিত নয় ৷ কারণ, দক্ষিণ ভারতের ওই রাজ্যে মেরুকরণের রাজনীতি সেভাবে কোনোদিন প্রভাব ফেলেনি ৷ তাই রাহুল গান্ধির দল অনেক বেশি চিন্তিত তাদের তরফে দেওয়া প্রতিশ্রুতিগুলি মানুষ কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে ৷

কংগ্রেস এবারের কর্ণাটকের নির্বাচনে পাঁচটি নিশ্চিয়তা দিয়েছে ৷ তার মধ্যে অন্যতম সংরক্ষণ 50 শতাংশ থেকে বৃদ্ধি করে 75 শতাংশে নিয়ে যাওয়া হবে ৷ একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য 4 শতাংশ সংরক্ষণ-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ এই প্রতিশ্রুতি এবং বজরং দল ইস্যু জেডিএসের ভোট ব্যাংক ভাঙাতে সাহায্য করবে বলেই কংগ্রেসের ধারণা ৷

তাছাড়া কর্ণাটকে জয় কংগ্রেসের জন্য খুবই জরুরি ৷ কারণ, এক বছর পরই লোকসভা নির্বাচনে ৷ সেই ভোটে বিরোধী জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হলে কর্ণাটকে জয় খুবই জরুরি ৷ না মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালের মতো আঞ্চলিক বিরোধী জোটে অনেক বেশি প্রাধান্য পেয়ে যাবেন ৷ সেই কারণেই রাহুল থেকে সোনিয়া ও প্রিয়াঙ্কা, কংগ্রেসের শীর্ষস্তরের সব নেতাই এবারের ভোটের প্রচারে উদয়াস্ত পরিশ্রম করেছেন ৷

অন্যদিকে বিজেপিও মরিয়া ৷ অন্যান্য রাজ্যগুলির মতো এখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখেই প্রচার চালিয়েছে গেরুয়া শিবির ৷ 1985 সালের পর থেকে এই রাজ্যে কখনও শাসক দল ভোটে জেতেনি ৷ সেটাই বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ রাজনৈতিক মহলের মতে, সেই কারণে তরুণদের উপর ভরসা রেখেছে বিজেপি ৷ সেই ভরসা কী লাভজনক হবে ? নাকি দক্ষিণ ভারতের এই রাজ্যে হেরে লোকসভা ভোটের আগে ধাক্কা খাবে গেরুয়া শিবির ?

এই প্রশ্নের উত্তর আছে একমাত্র কর্ণাটকের ভোটারদের কাছে ৷ তাঁরাই এই প্রশ্নের উত্তর আগামিকাল বন্দি করবেন ইভিএমে৷ যা জানা যাবে আগামী শনিবার ৷

আরও পড়ুন: কর্ণাটকের প্রতিটি মানুষের স্বপ্নই আমার স্বপ্ন, ভোটের আগে বার্তা মোদির

নয়াদিল্লি, 9 মে: রাতপোহালেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ এই ভোটে জিতে দক্ষিণ ভারতের ওই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ তবে হাল ছাড়তে নারাজ কংগ্রেসও ৷ তারাও প্রচারে সমানে সমানে টক্কর দিয়েছে গেরুয়া শিবিরকে ৷ বিজেপি যখন ডাবল ইঞ্জিন সরকারের ‘উপকারিতা’ বোঝাতে ব্যস্ত ছিল, সেই সময় কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছিল ৷

কিন্তু এই প্রচার যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে আচমকাই প্রাসঙ্গিক হয়ে ওঠেন ‘ভগবান হনুমান’ ৷ তার নেপথ্যে কংগ্রেসের ইস্তেহার ৷ যেখানে জানানো হয় যে ক্ষমতায় এলে সিদ্ধারামাইয়া-শিবকুমাররা বেশ কিছু কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করবেন ৷ সেই তালিকায় বজরং দলের নামও ছিল ৷ ফলে এই নিয়ে হইচই করে আসরে নেমে পড়ে গেরুয়া শিবির ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে কংগ্রেসকে নিশানা করেন ৷ বজরংবলিকে কংগ্রেস ‘তালাবন্দি’ করতে চান বলেও অভিযোগ করেন তিনি ৷

তাছাড়া নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রীকে বজরংবলির নামে জয়ধ্বনিও দিতে দেখা যায় ৷ বিজেপির অনেক নেতাও এই নিয়ে সরব হন ৷ যদিও ওয়াকিবহাল মহলের মতে, কংগ্রেস এই ইস্যু নিয়ে একেবারেই চিন্তিত নয় ৷ কারণ, দক্ষিণ ভারতের ওই রাজ্যে মেরুকরণের রাজনীতি সেভাবে কোনোদিন প্রভাব ফেলেনি ৷ তাই রাহুল গান্ধির দল অনেক বেশি চিন্তিত তাদের তরফে দেওয়া প্রতিশ্রুতিগুলি মানুষ কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে ৷

কংগ্রেস এবারের কর্ণাটকের নির্বাচনে পাঁচটি নিশ্চিয়তা দিয়েছে ৷ তার মধ্যে অন্যতম সংরক্ষণ 50 শতাংশ থেকে বৃদ্ধি করে 75 শতাংশে নিয়ে যাওয়া হবে ৷ একই সঙ্গে সংখ্যালঘুদের জন্য 4 শতাংশ সংরক্ষণ-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ এই প্রতিশ্রুতি এবং বজরং দল ইস্যু জেডিএসের ভোট ব্যাংক ভাঙাতে সাহায্য করবে বলেই কংগ্রেসের ধারণা ৷

তাছাড়া কর্ণাটকে জয় কংগ্রেসের জন্য খুবই জরুরি ৷ কারণ, এক বছর পরই লোকসভা নির্বাচনে ৷ সেই ভোটে বিরোধী জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হলে কর্ণাটকে জয় খুবই জরুরি ৷ না মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালের মতো আঞ্চলিক বিরোধী জোটে অনেক বেশি প্রাধান্য পেয়ে যাবেন ৷ সেই কারণেই রাহুল থেকে সোনিয়া ও প্রিয়াঙ্কা, কংগ্রেসের শীর্ষস্তরের সব নেতাই এবারের ভোটের প্রচারে উদয়াস্ত পরিশ্রম করেছেন ৷

অন্যদিকে বিজেপিও মরিয়া ৷ অন্যান্য রাজ্যগুলির মতো এখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখেই প্রচার চালিয়েছে গেরুয়া শিবির ৷ 1985 সালের পর থেকে এই রাজ্যে কখনও শাসক দল ভোটে জেতেনি ৷ সেটাই বিজেপির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ রাজনৈতিক মহলের মতে, সেই কারণে তরুণদের উপর ভরসা রেখেছে বিজেপি ৷ সেই ভরসা কী লাভজনক হবে ? নাকি দক্ষিণ ভারতের এই রাজ্যে হেরে লোকসভা ভোটের আগে ধাক্কা খাবে গেরুয়া শিবির ?

এই প্রশ্নের উত্তর আছে একমাত্র কর্ণাটকের ভোটারদের কাছে ৷ তাঁরাই এই প্রশ্নের উত্তর আগামিকাল বন্দি করবেন ইভিএমে৷ যা জানা যাবে আগামী শনিবার ৷

আরও পড়ুন: কর্ণাটকের প্রতিটি মানুষের স্বপ্নই আমার স্বপ্ন, ভোটের আগে বার্তা মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.