বেঙ্গালুরু, 27 মার্চ: প্রধানমন্ত্রী মোদির পর এবার অমিত শাহ ৷ ঘটনাস্থল সেই কর্ণাটক ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তায় চরম গাফিলতির অভিযোগ ৷ সম্প্রতি প্রধানমন্ত্রীর রোড-শোয়ের সময় নিরাপত্তা বলয় ভাঙার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, রোড-শো চলাকালীন পুলিশি নিরাপত্তাকে কার্যত উড়িয়ে প্রায় প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি পৌঁছে যায় ওই ব্য়ক্তি ৷ সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই ফের ভিআইপি নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন উঠে গেল ৷
রবিবার কর্ণাটক সফর শেষে বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ ওঠে। এদিন অমিত শাহের কনভয়ের কয়েক মিটারের মধ্য়ে ঢুকে পড়ে বাইক ৷ যদিও বাইক-সহ গাড়ির চালককে দ্রুত আটক করে পুলিশ ৷ (Amit Shah convoy in Bengaluru Alleged security failure)
রবিবার রাতে কর্ণাটক সফরের শেষ দিনে অমিত শাহ বেঙ্গালুরুর একটি বেসরকারি হোটেল থেকে এইচএএল বিমানবন্দরে যাচ্ছিলেন। অভিযোগ, এই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের প্রায় 300 মিটারের মধ্য়ে একটি বাইক চলে আসে ৷ বাইকে দু'জন যুবক সওয়ার ছিল বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, রাত 11টা নাগাদ অমিত শাহের কনভয় যখন এইচএএল বিমানবন্দরের দিকে যাচ্ছিল, সে সময় একটি বাইককে কনভয়ের সঙ্গে আসতে দেখেন পুলিশ কর্মীরা ৷ প্রথম থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় অনুসরণ করছিল বাইকটি ৷ মণিপাল পর্যন্ত গাড়ির পিছনে পিছনে আসে ওই বাইকটি ৷ এরপর মণিপালের কাছে বাইকটিকে আটক করে পুলিশ ৷ পাশাপাশি বাইকে থাকা দুই যুবককেও আটক করে ভারতী নগর থানা পুলিশ।
আরও পড়ুন: প্রথম বঙ্গসফরে কলকাতা পৌঁছলেন রাষ্ট্রপতি, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
পুলিশ জানায়, ভিআইপি যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তাদের দুজনকেই হেফাজতে নেওয়া হয়েছে ৷ দু'জনেই ছাত্র বলে জানা গিয়েছে। যদিও তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরায় দুই শিক্ষার্থী জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে তারা কনভয়কে অনুসরণ করেনি বলেই জানিয়েছে। গভীর রাত পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ভারতী নগর থানায় একটি এনসিআর (নন-কগনিজেবল) মামলাও রুজু করা হয়েছে।