বক্সার, 22 জুলাই: তেলেঙ্গানায় খুন হলেন বিহারের এক তরুণ । নিহতের নাম রাজ কপিল ৷ প্রেমঘটিত কারণে বক্সারের বাসিন্দা বছর ঊনিশের ওই তরুণকে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনা ধামাচাপা দিতে দেহটি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল ৷ কিন্তু পরে পুলিশি তদন্তে বিষয়টি সামনে আসে ৷ খুনে মূল অভিযুক্ত-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
থেমাপুরে বক্সারের তরুণকে খুন: পুলিশ ও স্থানীয়দের সূত্র থেকে জানা গিয়েছে, নিহত রাজ কপিল বক্সারের উত্তর টোলার বাসিন্দা ৷ তাঁর বাবার নাম কাফি সাহ ৷ রাজ তেলঙ্গানার কোথুর থানা এলাকার থেম্মাপুরে একটি সংস্থায় কাজ করতেন । গত 18 জুলাই তিনি অফিসে যাওয়ার জন্য থেম্মাপুরের বাড়ি থেকে বের হন ৷ তার পর তিনি আর ফিরে আসেননি ৷ ফলে তাঁর খোঁজ শুরু হয় ৷ পরে স্থানীয় থানায় তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয় ৷
তেলেঙ্গানা পুলিশের বক্তব্য: পুলিশের দাবি, 18 জুলাই রাজ কপিল অফিস থেকে তাঁর বাড়িতে ফিরে আসেন । দুুপুর 3টের দিকে মোবাইল ফোন চার্জ করে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেননি । এই মামলায় রাজ কপিলের সঙ্গে থাকা তাঁর সঙ্গীরা পুলিশকে খবর দেন । পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে পাশেই বসবাসকারী রাহুল সিং ওরফে অমরনাথকে শেষবার তাঁর সঙ্গে দেখা গিয়েছিল । এর ভিত্তিতে পুলিশ অমরনাথ-সহ চার যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে ।
আরও পড়ুন: মাথায় আঘাত করে স্বামীকে খুন, কাঠগড়ায় মদ্যপ স্ত্রী
ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে অভিযোগ: পুলিশের দাবি, অমরনাথ-সহ বাকিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে রাজকে হত্যা করা হয়েছে ৷ কারণ, রাজ ও অমরনাথের একই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ৷ সেই কারণে দু’জনের মধ্যে একাধিকবার ঝামেলা হয়েছে ৷ শেষে অমরনাথ তিন বন্ধুকে সঙ্গে নিয়ে রাজকে খুনের পরিকল্পনা করে ৷ সেই মতো গত 18 জুলাই পেটে ছুরি মেরে খুন করা হয় রাজকে ৷ তার পর তাঁকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাথা পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় ৷ শেষে মাটিতে পুঁতে দেওয়া হয় ৷ এর পর পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে ৷ এছাড়া জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহুল কুমার সিং, মহম্মদ তাহির এবং আরও দু’জনকে গ্রেফতার করে ।
শোকস্তব্ধ কপিলের পরিবার: কপিলরা চার ভাই ৷ চার ভাইয়ের মধ্যে কপিল ছিলেন সবার ছোট । বাবার মৃত্যুর পর ভাইয়েরা বাড়ির আর্থিক অবস্থার উন্নতির চেষ্টা শুরু করেন । সেই কারণে কপিলও রোজগার করতে বেরিয়েছিলেন । কপিলের ভাই সুরজ জানিয়েছেন যে তিনি বিশ্বাস করতে পারেন না যে বিষয়টি প্রেমের সম্পর্কের সঙ্গে জড়িত । এমন পরিস্থিতিতে বিষয়টির উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত । শুক্রবার কপিলের দেহ নিজ গ্রামে পৌঁছয় । কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷
আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদ! গুলি করে হত্যা ব্যবসায়ীকে, প্রাণ গেল দেহরক্ষীরও