ETV Bharat / bharat

বিহারে দ্বিতীয় ঢেউয়ের সময় 75 হাজার মৃত্যুর কারণ অজানা - বিহার

জানা গিয়েছে, 2019-এর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 1 লাখ 3 হাজার মানুষের মৃত্যু হয়েছে বিহারে ৷ 2021-এর জানুয়ারি-মে-র মধ্যে মৃতের সংখ্যা ছিল 2 লাখ 2 হাজার ৷ কিন্তু বিহার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সংখ্যাতত্ত্বে 82 হাজার 500-এর পার্থক্য দেখা যাচ্ছে ৷

Bihar Saw Nearly 75,000 Unaccounted Deaths on 2nd Covid Wave
Bihar Saw Nearly 75,000 Unaccounted Deaths on 2nd Covid Wave
author img

By

Published : Jun 19, 2021, 9:37 PM IST

নয়া দিল্লি, 19 জুন : বিহারে 2021-এর প্রথম পাঁচ মাসে 75 হাজার মানুষের মৃত্যুর কারণ জানা যায়নি ৷ কাকতালীয়ভাবে অধিকাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ৷ সম্প্রতি এই তথ্যই সামনে এসেছে ৷ মৃত্যুর এই সংখ্যা করোনায় সরকারিভাবে মৃত্যুর পরিসংখ্যানের দশ গুণ ৷ প্রশ্ন উঠছে, বিহার সরকার কি এই মৃত্যুমিছিল গুণতির বাইরে রেখেছিল ?

জানা গিয়েছে, 2019 এর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 1 লাখ 3 হাজার মানুষের মৃত্যু হয়েছে বিহারে ৷ 2021-এর জানুয়ারি-মে-র মধ্যে মৃতের সংখ্যা ছিল 2 লাখ 2 হাজার ৷ কিন্তু বিহার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সংখ্যাতত্ত্বে 82 হাজার 500-এর পার্থক্য দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন: Corona Lockdown : লকডাউন শিথিলের আগে সংক্রমণে রাশ নিশ্চিত করতে হবে, বার্তা কেন্দ্রের

বিহার সরকার প্রথমে জানিয়েছিল, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মৃতের সংখ্যা 7 হাজার 717 ৷ যদিও পরে আরও 3 হাজার 951টি মৃত্যুর কথা জানায় নীতীশকুমার সরকার ৷ হঠাৎ কিভাবে এতগুলি মৃত্যু বাড়ল, সেই বিষয়ে অবশ্য ব্যাখ্যা দিতে পারেনি রাজ্য সরকার ৷ এর মধ্যে বিহার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের তথ্য থেকে প্রকাশ্যে এল আরও 74 হাজার 808টি ব্যাখ্যাহীন মৃত্যুর কথা ৷ সব মিলিয়ে বিহারে করোনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা বাড়ল বৈ কমল না ৷

নয়া দিল্লি, 19 জুন : বিহারে 2021-এর প্রথম পাঁচ মাসে 75 হাজার মানুষের মৃত্যুর কারণ জানা যায়নি ৷ কাকতালীয়ভাবে অধিকাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ৷ সম্প্রতি এই তথ্যই সামনে এসেছে ৷ মৃত্যুর এই সংখ্যা করোনায় সরকারিভাবে মৃত্যুর পরিসংখ্যানের দশ গুণ ৷ প্রশ্ন উঠছে, বিহার সরকার কি এই মৃত্যুমিছিল গুণতির বাইরে রেখেছিল ?

জানা গিয়েছে, 2019 এর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 1 লাখ 3 হাজার মানুষের মৃত্যু হয়েছে বিহারে ৷ 2021-এর জানুয়ারি-মে-র মধ্যে মৃতের সংখ্যা ছিল 2 লাখ 2 হাজার ৷ কিন্তু বিহার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সংখ্যাতত্ত্বে 82 হাজার 500-এর পার্থক্য দেখা যাচ্ছে ৷

আরও পড়ুন: Corona Lockdown : লকডাউন শিথিলের আগে সংক্রমণে রাশ নিশ্চিত করতে হবে, বার্তা কেন্দ্রের

বিহার সরকার প্রথমে জানিয়েছিল, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মৃতের সংখ্যা 7 হাজার 717 ৷ যদিও পরে আরও 3 হাজার 951টি মৃত্যুর কথা জানায় নীতীশকুমার সরকার ৷ হঠাৎ কিভাবে এতগুলি মৃত্যু বাড়ল, সেই বিষয়ে অবশ্য ব্যাখ্যা দিতে পারেনি রাজ্য সরকার ৷ এর মধ্যে বিহার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের তথ্য থেকে প্রকাশ্যে এল আরও 74 হাজার 808টি ব্যাখ্যাহীন মৃত্যুর কথা ৷ সব মিলিয়ে বিহারে করোনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা বাড়ল বৈ কমল না ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.