ETV Bharat / bharat

Bihar Minister Son Opens Fire : বাচ্চাদের ক্রিকেট খেলা থামাতে শূন্যে গুলি ! মন্ত্রীর ছেলেকে বেধড়ক মারধর

author img

By

Published : Jan 24, 2022, 7:55 AM IST

Updated : Jan 24, 2022, 8:36 AM IST

বিহারে ফিরল ‘সেলফিস জায়েন্টের’ ছবি ৷ খামারবাড়িতে বাচ্চাদের খেলা বন্ধ করতে গুলি চালালেন পর্যটন মন্ত্রী নারায়ণ প্রসাদের ছেলে (Bihar Minister son opens fire) ৷

Bihar Minister Son Opens Fire
খামারবাড়িতে ক্রিকেট খেলছে বাচ্চারা, তাড়াতে গুলি চালালেন মন্ত্রীর ছেলে

পটনা, 24 জানুয়ারি : বাগানবাড়িতে বাচ্চাদের খেলা বন্ধ করতে উঁচু পাঁচিল তুলেছিল ‘সেলফিস জায়েন্ট’ ৷ অস্কার ওয়াইল্ডের বিখ্যাত গল্পের ছায়া এবার ফিরল বিহারে ৷ যদিও পাঁচিল তোলা নয়, নিজের খামারবাড়িতে বাচ্চাদের খেলা আটকাতে সোজা গুলি চালিয়ে দিলেন বিহারের পর্যটন মন্ত্রী এবং বিজেপি নেতা নারায়ণ প্রসাদের ছেলে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম চম্পারন জেলার হারদিয়া গ্রামে (Bihar Minister son opens fire chase away kids playing cricket on his farm)।

মন্ত্রীর ছেলে বাবলু প্রসাদের খামারবাড়িতে ক্রিকেট খেলছিল এলাকায় কয়েকজন বাচ্চা ৷ সেখানে ছিল কিছু স্থানীয়রাও ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবলু তাদের মাঠ খালি করতে বললে বিবাদ শুরু হয় । তারপরেই বাবলু স্থানীয় কয়েকজনকে মারধর করে, পিস্তল বের করে বাতাসে গুলি চালায় । ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন আহত হয়েছেন । গ্রামবাসীরা ঘটনাটি জানতে পেরে মন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করে ও বাবলুকে বেধড়ক মারধর করে ।

নিজের খামারবাড়িতে বাচ্চাদের খেলা আটকাতে সোজা গুলি চালিয়ে দিলেন বিহারের পর্যটন মন্ত্রী এবং বিজেপি নেতা নারায়ণ প্রসাদের ছেলে

আরও পড়ুন : মধুবনীতে ঝোপে তরুণ সাংবাদিকের দগ্ধ দেহ, ভুয়ো ক্লিনিকের বিরুদ্ধে খবরের জের ?

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অন্যদিকে মন্ত্রী নারায়ণ প্রসাদ গ্রামবাসীদের বিরুদ্ধে তাঁর জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন । নারায়ণ প্রসাদ বলেন, ‘‘আমার পরিবারের সদস্যদের গ্রামবাসীরা মারধর করে ৷ আমার ছেলে তাঁর লাইসেন্স করা রাইফেল এবং পিস্তল নিয়ে ঘটনাস্থলে যায় ৷ তাকেও পাথর দিয়ে আক্রমণ করা হয় । গ্রামবাসীরা আমার গাড়িও ভাঙচুর করেছে ৷’’ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী ছেলে, তাঁর কাকা হরেন্দ্র প্রসাদ এবং কয়েকজন সহযোগী জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

এই ঘটনায় বিহারে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ বিরোধী পার্টি রাষ্ট্রীয় জনতা দল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একহাত নিয়েছেন ৷ তিনি বলেন, "মন্ত্রীর ছেলে বলে কি শিশুদের উপর হামলা করার অধিকার কারও আছে ? বিহারে আইন শৃঙ্খলা তলানিতে পৌঁছেছে ৷ আইন প্রণেতারাই যদি আইন ভাঙেন, তাহলে রাজ্যে আইন প্রয়োগ করবেন কারা ? প্রশ্ন আরজেডি নেতা শক্তি সিং যাদবের ৷

পটনা, 24 জানুয়ারি : বাগানবাড়িতে বাচ্চাদের খেলা বন্ধ করতে উঁচু পাঁচিল তুলেছিল ‘সেলফিস জায়েন্ট’ ৷ অস্কার ওয়াইল্ডের বিখ্যাত গল্পের ছায়া এবার ফিরল বিহারে ৷ যদিও পাঁচিল তোলা নয়, নিজের খামারবাড়িতে বাচ্চাদের খেলা আটকাতে সোজা গুলি চালিয়ে দিলেন বিহারের পর্যটন মন্ত্রী এবং বিজেপি নেতা নারায়ণ প্রসাদের ছেলে ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম চম্পারন জেলার হারদিয়া গ্রামে (Bihar Minister son opens fire chase away kids playing cricket on his farm)।

মন্ত্রীর ছেলে বাবলু প্রসাদের খামারবাড়িতে ক্রিকেট খেলছিল এলাকায় কয়েকজন বাচ্চা ৷ সেখানে ছিল কিছু স্থানীয়রাও ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবলু তাদের মাঠ খালি করতে বললে বিবাদ শুরু হয় । তারপরেই বাবলু স্থানীয় কয়েকজনকে মারধর করে, পিস্তল বের করে বাতাসে গুলি চালায় । ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন আহত হয়েছেন । গ্রামবাসীরা ঘটনাটি জানতে পেরে মন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করে ও বাবলুকে বেধড়ক মারধর করে ।

নিজের খামারবাড়িতে বাচ্চাদের খেলা আটকাতে সোজা গুলি চালিয়ে দিলেন বিহারের পর্যটন মন্ত্রী এবং বিজেপি নেতা নারায়ণ প্রসাদের ছেলে

আরও পড়ুন : মধুবনীতে ঝোপে তরুণ সাংবাদিকের দগ্ধ দেহ, ভুয়ো ক্লিনিকের বিরুদ্ধে খবরের জের ?

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । অন্যদিকে মন্ত্রী নারায়ণ প্রসাদ গ্রামবাসীদের বিরুদ্ধে তাঁর জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন । নারায়ণ প্রসাদ বলেন, ‘‘আমার পরিবারের সদস্যদের গ্রামবাসীরা মারধর করে ৷ আমার ছেলে তাঁর লাইসেন্স করা রাইফেল এবং পিস্তল নিয়ে ঘটনাস্থলে যায় ৷ তাকেও পাথর দিয়ে আক্রমণ করা হয় । গ্রামবাসীরা আমার গাড়িও ভাঙচুর করেছে ৷’’ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত মন্ত্রী ছেলে, তাঁর কাকা হরেন্দ্র প্রসাদ এবং কয়েকজন সহযোগী জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷

এই ঘটনায় বিহারে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ বিরোধী পার্টি রাষ্ট্রীয় জনতা দল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে একহাত নিয়েছেন ৷ তিনি বলেন, "মন্ত্রীর ছেলে বলে কি শিশুদের উপর হামলা করার অধিকার কারও আছে ? বিহারে আইন শৃঙ্খলা তলানিতে পৌঁছেছে ৷ আইন প্রণেতারাই যদি আইন ভাঙেন, তাহলে রাজ্যে আইন প্রয়োগ করবেন কারা ? প্রশ্ন আরজেডি নেতা শক্তি সিং যাদবের ৷

Last Updated : Jan 24, 2022, 8:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.