মুজাফ্ফরপুর, 31 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিহারের মন্ত্রী (বিজেপি) রাম সুরত রাই (Ram Surat Rai) ৷ মুজফ্ফরপুরে একটি প্রকাশ্য সভার আয়োজন করা হয় শুক্রবার ৷ সেখানেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হন মন্ত্রীমশাই ৷ করোনাকালে কেন্দ্রের পক্ষ থেকে যে টিকাকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল, তারও ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ উপস্থিত জনতার উদ্দেশে বলে বসেন, "নরেন্দ্র মোদির জন্যই আপনারা বেঁচে আছেন !"
মন্ত্রী তাঁর ভাষণে আরও অনেক দাবি করেন ৷ তাঁর কথায়, "কোভিড সারা বিশ্বকে বিধ্বস্ত করে দিয়েছে ৷ কিন্তু, ভারতের পরিস্থিতি মোটেও ততটা খারাপ হয়নি ৷ আপনারা পাকিস্তানের মানুষের সঙ্গে কথা বলুন ৷ টিভি এবং সংবাদমাধ্যমের সৌজন্যে আপনারা সব ঘটনাই জানেন ৷ আপনারা এখানে শান্তিতে এবং সন্তুষ্ট হয়ে বসবাস করছেন ৷ কারণ এখানে মোদি রয়েছেন ৷ যদি আজ আপনি বেঁচে থাকেন, তাহলে তার কৃতিত্ব একমাত্র মোদিরই ! যদি মোদি টিকা না আনতেন এবং মানুষকে তা বিনামূল্যে না দিতেন, তাহলে পরিস্থিতি অত্যন্ত খারাপ হত ৷ আমরা সকলেই আমাদের পরিবারে এবং বন্ধুদের মধ্য়ে করোনায় মৃত্যুর ঘটনা দেখেছি ৷ আমিও আমার আত্মীয়কে হারিয়েছি ৷"
আরও পড়ুন: Narendra Modi: আজাদি কা অমৃত মহোৎসব গণ-আন্দোলনের রূপ নিয়েছে ! 'মনের কথা' বললেন মোদি
গত 17 জুলাই ভারত কোভিড টিকার 200 কোটি ডোজ দেওয়ার সীমা পেরিয়ে যায় ৷ এই পথ পেরোতে ভারতের সময় লাগে 18 মাস ৷ এখনও পর্যন্ত সারা দেশে করোনা টিকার 204 কোটি 25 লক্ষ ডোজ দেওয়া হয়েছে ৷ এই প্রেক্ষাপটে বিজেপি-র বহু নেতা-মন্ত্রীকেই করোনার টিকাকরণ প্রক্রিয়া সফল করার জন্য মোদিকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে ৷ কিন্তু, রাম সুরত রাই যে মন্তব্য করেছেন, তা পুরনো সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে (Bihar Minister Comment on Modi) বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷