ETV Bharat / bharat

Chhapra Hooch Tragedy: বিষমদ সহ্য করার জন্য শারীরিক সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন, মন্তব্য বিহারের শিল্পমন্ত্রীর - শারীরিক সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন

সম্প্রতি বিহারের সারান জেলার ছাপরায় বিষমদ খেয়ে অন্তত 29 জনের মৃত্যু হয় (Chhapra Hooch Tragedy) ৷ তারই প্রেক্ষিতে বুধবার বিহারের শিল্পমন্ত্রী সমীর মহাশেঠ (Bihar Industry Minister Sameer Mahaseth) মন্তব্য করেন, বিষমদ সহ্য করার জন্য শারীরিক সক্ষমতা (Body Strength) বৃদ্ধি প্রয়োজন ৷

bihar-industry-minister-says-building-body-strength-will-make-you-tolerate-spurious-liquor
Chhapra Hooch Tragedy: বিষমদ সহ্য করার জন্য শারীরিক সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন, মন্তব্য বিহারের শিল্পমন্ত্রীর
author img

By

Published : Dec 15, 2022, 12:43 PM IST

বৈশালী (বিহার), 15 ডিসেম্বর: বিষমদ কাণ্ডে (Poisonous Liquor) এবার বিতর্কিত মন্তব্য করলেন বিহারের শিল্পমন্ত্রী সমীর মহাশেঠ (Bihar Industry Minister Sameer Mahaseth) ৷ তাঁর দাবি, 'বিষাক্ত' মদ সহ্য করার জন্য শারীরিক সক্ষমতা (Body Strength) আগে তৈরি করা দরকার ৷ সম্প্রতি বিহারের ছাপরায় যে বিষমদ কাণ্ড ঘটেছে (Chhapra Hooch Tragedy), তারই প্রেক্ষিতে বুধবার এই মন্তব্য করেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) ক্যাবিনেটের এই সদস্য ৷

বিহারের হাজিপুরের কুশওয়াহা আশ্রমে রাজ্যস্তরের বল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় হাজির হয়েছিলেন ওই মন্ত্রী ৷ সেখানে আরও অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন ৷ সেখানেই এই মন্তব্য করেন সমীর মহাশেঠ ৷ তাঁর বক্তব্য, "বিহারে নিম্নমানের মদ আসছে ৷ এতে মানুষের শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া তৈরি হচ্ছে ।’’

যেহেতু তিনি একটি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিলেন, তাই খেলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন ৷ পাশাপাশি এই শারীরিক সক্ষমতার সঙ্গে বিষমদের বিষয়টি জুড়ে দেন ৷ তাঁর মতে, খেলাধুলা শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়তা করে, যা এই জাতীয় নকল মদ সহ্য করতে পারে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি বিহারের সারান জেলার ছাপরায় বিষমদ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন ৷ পুলিশ জানিয়েছে, অন্তত 29 জনের মৃত্যু হয়েছে । এখনও অনেকে অসুস্থ৷ বাড়তে পারে মৃতের সংখ্যা ৷ এই নিয়ে বুধবার বিহার বিধানসভায় হইহট্টগোল হয় ৷ যার জেরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মেজাজ হারান ৷ এই নিয়ে তিনি বিজেপি বিধায়কদের সমালোচনা করেন ৷

এই ঘটনার দায় কি বিহারের সরকারের ? এই নিয়ে ওই রাজ্যের শিল্পমন্ত্রীর বক্তব্য, ‘‘বিষ খেয়ে মানুষ মারা গেলে বিহারে কিছু একটা ভুল হচ্ছে । এই ভাবে, বিহার উপরে উঠতে পারবে না ৷ মানুষের মদ্যপানের অভ্যাস ত্যাগ করলে, তা হবে সবচেয়ে ভালো জিনিস ।’’ এই নিয়ে সচেতনতামূলক প্রচারের জন্য সংবাদমাধ্যমের কাছেও তিনি আর্জি জানিয়েছেন ৷

তিনি আরও বলেন, ‘‘বিহারে বিষ আসছে, তা মন্ত্রীরা আগেই জানেন । অনেক আগেই রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ায় প্রশাসনের ফাঁকফোকরের দায় কে নেবে ? রাজ্যে মদ নিষিদ্ধের কৃতিত্ব যদি সরকার নিতে পারে, তাহলে নকল মদের কারণে মৃত্যুর দায় কে নেবে ?’’

আরও পড়ুন: বিষমদ খেয়ে বিহারে প্রাণ গেল কমপক্ষে 20 জনের

বৈশালী (বিহার), 15 ডিসেম্বর: বিষমদ কাণ্ডে (Poisonous Liquor) এবার বিতর্কিত মন্তব্য করলেন বিহারের শিল্পমন্ত্রী সমীর মহাশেঠ (Bihar Industry Minister Sameer Mahaseth) ৷ তাঁর দাবি, 'বিষাক্ত' মদ সহ্য করার জন্য শারীরিক সক্ষমতা (Body Strength) আগে তৈরি করা দরকার ৷ সম্প্রতি বিহারের ছাপরায় যে বিষমদ কাণ্ড ঘটেছে (Chhapra Hooch Tragedy), তারই প্রেক্ষিতে বুধবার এই মন্তব্য করেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) ক্যাবিনেটের এই সদস্য ৷

বিহারের হাজিপুরের কুশওয়াহা আশ্রমে রাজ্যস্তরের বল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় হাজির হয়েছিলেন ওই মন্ত্রী ৷ সেখানে আরও অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন ৷ সেখানেই এই মন্তব্য করেন সমীর মহাশেঠ ৷ তাঁর বক্তব্য, "বিহারে নিম্নমানের মদ আসছে ৷ এতে মানুষের শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া তৈরি হচ্ছে ।’’

যেহেতু তিনি একটি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিলেন, তাই খেলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন ৷ পাশাপাশি এই শারীরিক সক্ষমতার সঙ্গে বিষমদের বিষয়টি জুড়ে দেন ৷ তাঁর মতে, খেলাধুলা শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়তা করে, যা এই জাতীয় নকল মদ সহ্য করতে পারে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি বিহারের সারান জেলার ছাপরায় বিষমদ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন ৷ পুলিশ জানিয়েছে, অন্তত 29 জনের মৃত্যু হয়েছে । এখনও অনেকে অসুস্থ৷ বাড়তে পারে মৃতের সংখ্যা ৷ এই নিয়ে বুধবার বিহার বিধানসভায় হইহট্টগোল হয় ৷ যার জেরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মেজাজ হারান ৷ এই নিয়ে তিনি বিজেপি বিধায়কদের সমালোচনা করেন ৷

এই ঘটনার দায় কি বিহারের সরকারের ? এই নিয়ে ওই রাজ্যের শিল্পমন্ত্রীর বক্তব্য, ‘‘বিষ খেয়ে মানুষ মারা গেলে বিহারে কিছু একটা ভুল হচ্ছে । এই ভাবে, বিহার উপরে উঠতে পারবে না ৷ মানুষের মদ্যপানের অভ্যাস ত্যাগ করলে, তা হবে সবচেয়ে ভালো জিনিস ।’’ এই নিয়ে সচেতনতামূলক প্রচারের জন্য সংবাদমাধ্যমের কাছেও তিনি আর্জি জানিয়েছেন ৷

তিনি আরও বলেন, ‘‘বিহারে বিষ আসছে, তা মন্ত্রীরা আগেই জানেন । অনেক আগেই রাজ্যে মদ নিষিদ্ধ হওয়ায় প্রশাসনের ফাঁকফোকরের দায় কে নেবে ? রাজ্যে মদ নিষিদ্ধের কৃতিত্ব যদি সরকার নিতে পারে, তাহলে নকল মদের কারণে মৃত্যুর দায় কে নেবে ?’’

আরও পড়ুন: বিষমদ খেয়ে বিহারে প্রাণ গেল কমপক্ষে 20 জনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.