ETV Bharat / bharat

Bihar Hooch Tragedy: বিহারে বিষমদকাণ্ডে গ্রেফতার 2 মাফিয়া, 8 লাখ টাকার মদ উদ্ধার - মদ উদ্ধার

বিহারের বিষমদকাণ্ডে (Bihar Hooch Tragedy) গ্রেফতার করা হল 2 মাফিয়াকে ৷ পাশাপাশি অভিযান চালিয়ে 8 লাখ টাকার মদ উদ্ধার (Liquor Seized) করেছে পুলিশ ৷

ETV Bharat Representative Image
বিহারের বিষমদকাণ্ডে গ্রেফতার
author img

By

Published : Dec 19, 2022, 8:13 PM IST

সারন (বিহার), 19 ডিসেম্বর: বিহারের বিষমদকাণ্ডে (Bihar Hooch Tragedy) জড়িত দুই মদ মাফিয়াকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল ৷ সারন জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে 70 জনের ৷ ওই ঘটনায় অভিযুক্ত অখিলেশ রাই ওরফে অখিলেশ কুমার যাদব ও অনিল সিং-কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সন্তোষ কুমার ৷ এ দিকে, শনিবার রাতে মানঝি থেকে একটি ট্রাক্টরে করে বিদেশি মদ (Liquor Seized) নিয়ে যাওয়া হচ্ছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে আবগারি দফতরের দল । সেই ট্রাক্টরটি আসছিল হরিয়ানা ও পঞ্জাব থেকে ৷ ট্রাক্টরটি থেকে উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় আট লাখ টাকা ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে, মদের চালানটি পঞ্জাব এবং বালিয়া থেকে আনা হয়েছিল । সারনে বিষমদ কাণ্ড নিয়ে জাতীয় ক্ষেত্রে তোলপাড় পড়ে যাওয়ার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ ৷ বেআইনি মদের বাণিজ্য ও পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাঁদের গ্রেফতার করতে শুরু হয় তল্লাশি অভিযান ৷ পুলিশের অপারেশন ক্লিন ড্রাইভে গত পাঁচ দিনে 350 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ডিস্ট্রিক্ট প্রোহিবিশন সুপারিনটেনডেন্ট রজনীশ বলেন, "মাশরাক থানা থেকে মোট সাতটি স্পিরিটের নমুনা এবং সুয়াপুর থানা থেকে দুটি নমুনা তদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্টে সেই নমুনার মধ্যে কোনও বিষাক্ত কিছু পাওয়া যায়নি ৷" এসপি সন্তোষ কুমার বলেন যে, 31 জন পুলিশ অফিসারকে নিয়ে তৈরি বিশেষ তদন্তকারী দলে রয়েছেন তিনজন ডেপুটি পুলিশ সুপার ৷ আর এর নেতৃত্বে রয়েছেন সোনপুরের পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন: বিষমদ খেয়ে বিহারে প্রাণ গেল কমপক্ষে 20 জনের

বিষমদের কারণে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের দাবি করে পিটিশন করা হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ আইনজীবী পবন প্রকাশ পাঠক এই মামলার উল্লেখ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার নেতৃত্বাধীন বেঞ্চে ৷ বেঞ্চ অবশ্য জরুরি শুনানির জন্য আবেদনটি তালিকাভুক্ত করতে অস্বীকার করেছে এবং বলেছে যে আইনজীবী পাঠককে বিষয়টি দীর্ঘস্থায়ী করার জন্য যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ।

সারন (বিহার), 19 ডিসেম্বর: বিহারের বিষমদকাণ্ডে (Bihar Hooch Tragedy) জড়িত দুই মদ মাফিয়াকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল ৷ সারন জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে 70 জনের ৷ ওই ঘটনায় অভিযুক্ত অখিলেশ রাই ওরফে অখিলেশ কুমার যাদব ও অনিল সিং-কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সন্তোষ কুমার ৷ এ দিকে, শনিবার রাতে মানঝি থেকে একটি ট্রাক্টরে করে বিদেশি মদ (Liquor Seized) নিয়ে যাওয়া হচ্ছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে আবগারি দফতরের দল । সেই ট্রাক্টরটি আসছিল হরিয়ানা ও পঞ্জাব থেকে ৷ ট্রাক্টরটি থেকে উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় আট লাখ টাকা ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে, মদের চালানটি পঞ্জাব এবং বালিয়া থেকে আনা হয়েছিল । সারনে বিষমদ কাণ্ড নিয়ে জাতীয় ক্ষেত্রে তোলপাড় পড়ে যাওয়ার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ ৷ বেআইনি মদের বাণিজ্য ও পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাঁদের গ্রেফতার করতে শুরু হয় তল্লাশি অভিযান ৷ পুলিশের অপারেশন ক্লিন ড্রাইভে গত পাঁচ দিনে 350 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

ডিস্ট্রিক্ট প্রোহিবিশন সুপারিনটেনডেন্ট রজনীশ বলেন, "মাশরাক থানা থেকে মোট সাতটি স্পিরিটের নমুনা এবং সুয়াপুর থানা থেকে দুটি নমুনা তদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্টে সেই নমুনার মধ্যে কোনও বিষাক্ত কিছু পাওয়া যায়নি ৷" এসপি সন্তোষ কুমার বলেন যে, 31 জন পুলিশ অফিসারকে নিয়ে তৈরি বিশেষ তদন্তকারী দলে রয়েছেন তিনজন ডেপুটি পুলিশ সুপার ৷ আর এর নেতৃত্বে রয়েছেন সোনপুরের পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন: বিষমদ খেয়ে বিহারে প্রাণ গেল কমপক্ষে 20 জনের

বিষমদের কারণে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের দাবি করে পিটিশন করা হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ আইনজীবী পবন প্রকাশ পাঠক এই মামলার উল্লেখ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার নেতৃত্বাধীন বেঞ্চে ৷ বেঞ্চ অবশ্য জরুরি শুনানির জন্য আবেদনটি তালিকাভুক্ত করতে অস্বীকার করেছে এবং বলেছে যে আইনজীবী পাঠককে বিষয়টি দীর্ঘস্থায়ী করার জন্য যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.