পটনা, 23 মে : মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষণা করল বিহার সরকার ৷ শনিবার সন্ধ্যায় 1897 সালের মহামারি সম্পর্কিত আইনের দ্বিতীয় ধারায় ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষিত করেছে নীতীশ কুমারের সরকার ৷
মড়ার উপর খাঁড়া ঘা ৷ করোনা পরিস্থিতিতে দেশবাসীর কাছে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাংগাস ৷ মূলত কোমর্বিডিটি থাকা করোনা আক্রান্তদের শরীরে হানা দিচ্ছে ব্ল্যাক ফাংগাস ৷ গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষিত করার অনুরোধ আসে রাজ্যগুলির কাছে ৷ কেন্দ্রের অনুরোধে সাড়া দিয়ে সেদিনই তামিলনাড়ু, গুজরাত, ওড়িশা ও চণ্ডীগড় ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষিত করে ৷ সেই তালিকায় জুড়ল বিহারের নাম ৷ শুক্রবার পর্যন্ত বিহারে 117 জনের মিউকরমাইকোসিসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে ৷
আরও পড়ুন : বাঁকুড়ায় 3 জনের শরীরে মিলল ব্ল্যাক ফাংগাসের হদিস
শনিবার সন্ধ্যায় বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে টুইট করে এই ঘোষণা করেন ৷ হিন্দিতে টুইট করে তিনি লেখেন, "মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারের নির্দেশ অনুসরণ করে মহামারি আইনের অধীনে ব্ল্যক ফাংগাসকে মহামারি ঘোষিত করা হল ৷ সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে সিভিল সার্জনের মারফত স্বাস্থ্য দফতরের কাছে তথ্য পেশ করতে হবে ৷ রোগীরা বিনামূল্য ওষুধ পাবেন ৷" ইতিমধ্যেই পটনা এইমসকে ব্ল্যাক ফাংগাস রোগীদের চিকিৎসার জন্য চিহ্নিত করেছে বিহার সরকার ৷ ব্ল্যাক ফাংগাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের জন্য 20 বেডের একটি আলাদা বিভাগ তৈরি করেছে এইমস কর্তৃপক্ষ ৷