পটনা, 16 ফেব্রুয়ারি : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল বিহারের নালন্দা এলাকা । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.5 । জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ।
বিহারে ভূমিকম্পের খবর দ্রুত ট্রেন্ডিং হয় টুইটারে । হ্যাশট্যাগ 'নিরাপদে থাকুন' দিয়ে টুইট করতে শুরু করেন অনেকে । জেডি(ইউ) নেতা তেজশ্বী যাদব টুইট করে ভূমিকম্পের জন্য উদ্বেগ প্রকাশ করে লেখেন, "পটনায় কম্পন অনুভূত হয়েছে । আমি সবাইকে সুরক্ষিত থাকতে, সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজনে নিরাপদ ও ফাঁকা জায়গায় চলে যেতে অনুরোধ করব ।"
পটনার ভূমিকম্প নিয়ে পোস্ট করতে শুরু করেন অন্যান্য টুইটার ব্যবহারকারীরাও । টুইটার ব্যবহারকারী সমীর কুমার দুবে পোস্ট করেছেন, "আমরা বিহারে সামান্য ভূমিকম্প অনুভব করেছি ।" আরেক ব্যবহারকারী ধর্মেন্দ্র মাহাত টুইটে লেখেন, "বিহারের পটনায় ভূমিকম্প । আশা করি, প্রত্যেকে নিরাপদ রয়েছেন ।"
আরও পড়ুন : মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, মৃত 37