পাটনা, 12 নভেম্বর: মেয়েদের শিক্ষিত (Girls Education) করার উপর জোর দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar Chief Minister Nitish Kumar) ৷ তিনি বলেন, "মেয়েদের শিক্ষিত করার প্রয়োজন রয়েছে ৷ কারণ এটি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করছে ৷ তা প্রমাণিতও হয়েছে ।"
নীতীশ শনিবার এই সংক্রান্ত একটি বইয়ের উদ্বোধন করেন ৷ যাতে স্কুল ব্যাগ না নিয়ে যাওয়ার নির্দেশিকা রয়েছে । শিক্ষা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার সিং বলেন, "রাজ্যের সমস্ত সরকারি স্কুলে শনিবার একটি 'ব্যাগহীন' দিন হবে । অর্থাৎ পড়ুয়াদের ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না ৷"
বিহারের মুখ্যমন্ত্রী বলেন, "যদি একটি মেয়ে স্কুলে ভর্তি হয়, তাহলে বাচ্চা জন্ম দেওয়ার হার গড়ে দুই শতাংশে নেমে আসে ৷ আর যদি সে স্কুলের পড়াশোনা শেষ করে থাকে, তাহলে তা 1.7 শতাংশে নেমে আসে ৷ শিক্ষকরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ তাদের অবশ্যই শিক্ষার্থীদের গুণমানের শিক্ষা দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে ।"
আরও পড়ুন: ‘বিক্রম-এস’, প্রথম ভারতীয় বেসরকারি রকেটের উৎক্ষেপণ 15 নভেম্বর
নীতীশ বলেন, "বিহার সরকার ধারাবাহিকভাবে রাজ্যের শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদানের দিকে কাজ করে চলেছে । সরকার এই সেক্টরের জন্য বাজেট বরাদ্দ 21 শতাংশ থেকে বাড়িয়ে 25 শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ।" শুক্রবার ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম (Abul Kalam Azad) আজাদের জন্মবার্ষিকী (Birth Annivasary) উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী এ কথা বলেন ।