নয়াদিল্লি, 19 অক্টোবর: 'প্রশ্নের জন্য নগদ' মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বড় ধাক্কা দিল রিয়েল এস্টেট-টু-এনার্জি গ্রুপ হিরানন্দানির সিইও দর্শন হিরানন্দানি ৷ আদানি গ্রুপ সম্পর্কে সংসদে প্রশ্ন উত্থাপন করার জন্য মৈত্রকে টাকা দিয়েছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সেই হিরানন্দানি কার্যত স্বীকার করে নিয়েছেন, খোদ মহুয়া মৈত্র তাঁকে তাঁর সংসদের লগইন এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, যাতে হিরানন্দানি সরাসরি তাঁর নিজের তরফ থেকে প্রশ্নগুলি পোস্ট করতে পারেন।
দর্শন এক হলফনামায় দাবি করেছেন, তৃণমূল নেত্রী আদতে "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান ও বিব্রত" করার লক্ষ্যেই গৌতম আদানিকে হাতিয়ার করেছিলেন ৷ রাষ্ট্রীয় মালিকানাধীন বেহেমথ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) গুজরাট-ভিত্তিক কোম্পানির ধামরা এলএনজি আমদানি সুবিধা ওডিশায় ক্ষমতা বুক করার পরে আদানিকে লক্ষ্য করে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য হিরানন্দানি মৈত্রের সংসদীয় লগইন ব্যবহার করেন বলে স্বীকার করেছেন ৷ তিনি এও দাবি করেছেন, ব্যয়বহুল, বিলাসবহুল জিনিসের পাশাপাশি দিল্লিতে সাংসদের জন্য সরকারীভাবে বরাদ্দকৃত বাংলোর সংস্কারে সহায়তাও করেছেন হিরানন্দানি ৷ এমনকী তৃণমূল সাংসদকে বিভিন্ন সময়ে ভারতে এবং বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণের জন্য ভ্রমণের খরচ দিয়েছেন ৷ খোদ সাংসদ ঘন ঘন তাঁর থেকে দাবি করেছিলেন বলেও জানিয়েছেন দর্শন। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তৃণমূল সাংসদ সংসদে প্রশ্ন উত্থাপন করার জন্য হিরানন্দানির থেকে টাকা নিয়েছিলেন ৷ যা নিয়ে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ ৷
এদিকে, বিজেপি সাংসদের অভিযোগ লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের এথিকস কমিটির কাছে পাঠিয়েছেন। অন্যদিকে, কার্যত নিশিকান্ত দুবের অভিযোগে শিলমোহর দিয়েছেন হিরানন্দানি ৷ যা নিয়ে এক্স হ্য়ান্ডেলে পোস্টও করেন তিনি ৷ পরে অবশ্য তিনি তার অ্যাকাউন্ট থেকে তা মুছে ফেলেন ৷ তবে এই বিষয়ে মহুয়া মৈত্রের সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ 2017 সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মহুয়া মৈত্রের সঙ্গে হিরানন্দানির দেখা হয় ৷ সেসময় মহুয়া বিধায়ক ছিলেন ৷ হিরানন্দানি জানিয়েছেন, তাঁর সঙ্গে মহুয়ার "ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধুত্ব" হয়ে ওঠে ৷ 2019 সালে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে তিনি বলেন, "মহুয়া অত্যন্ত উচ্চাভিলাষী ছিলেন এবং জাতীয় স্তরে নিজের জন্য একটি নাম তৈরি করতে চেয়েছিলেন। মোদিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে খ্যাতি অর্জন করা তাঁর উদ্দেশ্য ছিল।"
আরও পড়ুন: গাজার হাসপাতালে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ মোদির, দিলেন পাশে থাকার আশ্বাস
আদানি গোষ্ঠী সম্পর্কিত প্রথম সেটের প্রশ্নগুলির জন্য তিনি যে উত্তরটি পেয়েছিলেন তাতে খুশি হয়ে তিনি বলেছিলেন যে মৈত্র তাঁকে ‘অনুরোধ’ করেছিলেন আদানি গোষ্ঠীর উপর তার আক্রমণে তাকে সমর্থন করতে। দর্শনের কথায়, "তিনি আমাকে তার সংসদের লগইন এবং পাসওয়ার্ডও দিয়েছিলেন যাতে আমি প্রয়োজনে তার পক্ষে সরাসরি প্রশ্নগুলি পোস্ট করতে পারি।" (পিটিআই)