ETV Bharat / bharat

Amitabh Bachhan : রামোজি ফিল্ম সিটিতে বৃক্ষ রোপণ অমিতাভ বচ্চনের - ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরীদেবী

বৃক্ষ রোপণে অমিতাভ বচ্চনের সঙ্গী হয়েছিলেন ফিল্ম প্রযোজক চালাসানি অশ্বিনিদথ ও পরিচালক নাগ অশ্বিনি ৷ ‘প্রোজেক্ট কে’-র শ্যুটিয়ের জন্য রামোজি ফিল্ম সিটিতে এসেছেন বিগ বি ৷ ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরীদেবী প্রত্যেক অতিথিকে গাছের চারা উপহার দেন ৷

রামোজি ফিল্ম সিটিতে বৃক্ষ রোপন অমিতাভ বচ্চনের
রামোজি ফিল্ম সিটিতে বৃক্ষ রোপন অমিতাভ বচ্চনের
author img

By

Published : Jul 27, 2021, 4:05 PM IST

Updated : Jul 27, 2021, 5:00 PM IST

হায়দরাবাদ, 27 জুলাই : রামোজি ফিল্ম সিটিতে গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বৃক্ষ রোপণ করেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন এমপি সন্তোষ কুমার ৷

রাজ্য়সভার সদস্য জোগিনানাপাল্লি গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জের উদ্যোগ নেন ৷ সেই উদ্য়োগে অংশ নিতেই বিগ বি অমিতাভ বচ্চন, অভিনেতা নার্গাজুনা রামোজি ফিল্ম সিটিতে বৃক্ষ রোপণ করেন ৷ তাঁদের অভ্যর্থনা জানান ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরীদেবী ৷

বৃক্ষ রোপণে অমিতাভ বচ্চনের সঙ্গী হয়েছিলেন ফিল্ম প্রযোজক চালাসানি অশ্বিনিদথ ও পরিচালক নাগ অশ্বিনি ৷ ‘প্রোজেক্ট কে’-র শ্যুটিয়ের জন্য রামোজি ফিল্ম সিটিতে এসেছেন বিগ বি ৷ ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরীদেবী প্রত্যেক অতিথিকে গাছের চারা উপহার দেন ৷ এমপি সন্তোষ, অমিতাভ বচ্চন ও নাগার্জুনের কাছে গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন ৷ এমন একটি প্রকল্পের বাস্তবায়ন করার জন্য সন্তোষের প্রশংসাও শোনা যায় অমিতাভ বচ্চনের গলায় ৷ তিনি সবাইকে এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আবেদন করেন ৷

রামোজি ফিল্ম সিটিতে অমিতাভ বচ্চন ও নার্গাজুনা
রামোজি ফিল্ম সিটিতে অমিতাভ বচ্চন ও নার্গাজুনা

আক্কিনেনি নার্গাজুনা বলেন, ‘‘এমপি সন্তোষ দরুন কাজ করেছেন ৷ আমি দীর্ঘদিন ধরে এর সম্বন্ধে জানি ৷ কিন্তু আজ এই চ্যালেঞ্জে অংশ নিতে পেরে নিজেকে সম্মানিত বলে মনে করছি ৷ সন্তোষকে শুভেচ্ছা ৷ খুব ভাল কাজ করছেন ৷ এর মাধ্যমে আরও সবুজায়ন চাই ৷’’

অমিতাভ বচ্চনের সঙ্গে সেলফিতে ব্যস্ত সন্তোষ
অমিতাভ বচ্চনের সঙ্গে সেলফিতে ব্যস্ত সন্তোষ

হিরো নাগার্জুনা আরও বলেন, ‘‘একমাত্র বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের সামঞ্জস্য রক্ষা সম্ভব ৷’’ 16 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছেন সন্তোষ ৷ নাগার্জুন তার এই কাজেরও প্রশংসা করেন ৷

রামোজি ফিল্ম সিটিতে অমিতাভ বচ্চন

আরও পড়ুন :Nusrat Jahan: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

এমপি সন্তোষ অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও অশ্বিনিদথকে একটি করে ‘বৃক্ষা বেদাম’ বই উপহার দেন ৷ কয়েকদিন আগে রামোজি ফিল্ম সিটিতে বলিউড অভিনেতা অজয় দেবগন ও সোনু সুদও বৃক্ষ রোপণ করেছেন ৷

হায়দরাবাদ, 27 জুলাই : রামোজি ফিল্ম সিটিতে গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ৷ হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বৃক্ষ রোপণ করেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন এমপি সন্তোষ কুমার ৷

রাজ্য়সভার সদস্য জোগিনানাপাল্লি গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জের উদ্যোগ নেন ৷ সেই উদ্য়োগে অংশ নিতেই বিগ বি অমিতাভ বচ্চন, অভিনেতা নার্গাজুনা রামোজি ফিল্ম সিটিতে বৃক্ষ রোপণ করেন ৷ তাঁদের অভ্যর্থনা জানান ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরীদেবী ৷

বৃক্ষ রোপণে অমিতাভ বচ্চনের সঙ্গী হয়েছিলেন ফিল্ম প্রযোজক চালাসানি অশ্বিনিদথ ও পরিচালক নাগ অশ্বিনি ৷ ‘প্রোজেক্ট কে’-র শ্যুটিয়ের জন্য রামোজি ফিল্ম সিটিতে এসেছেন বিগ বি ৷ ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরীদেবী প্রত্যেক অতিথিকে গাছের চারা উপহার দেন ৷ এমপি সন্তোষ, অমিতাভ বচ্চন ও নাগার্জুনের কাছে গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন ৷ এমন একটি প্রকল্পের বাস্তবায়ন করার জন্য সন্তোষের প্রশংসাও শোনা যায় অমিতাভ বচ্চনের গলায় ৷ তিনি সবাইকে এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আবেদন করেন ৷

রামোজি ফিল্ম সিটিতে অমিতাভ বচ্চন ও নার্গাজুনা
রামোজি ফিল্ম সিটিতে অমিতাভ বচ্চন ও নার্গাজুনা

আক্কিনেনি নার্গাজুনা বলেন, ‘‘এমপি সন্তোষ দরুন কাজ করেছেন ৷ আমি দীর্ঘদিন ধরে এর সম্বন্ধে জানি ৷ কিন্তু আজ এই চ্যালেঞ্জে অংশ নিতে পেরে নিজেকে সম্মানিত বলে মনে করছি ৷ সন্তোষকে শুভেচ্ছা ৷ খুব ভাল কাজ করছেন ৷ এর মাধ্যমে আরও সবুজায়ন চাই ৷’’

অমিতাভ বচ্চনের সঙ্গে সেলফিতে ব্যস্ত সন্তোষ
অমিতাভ বচ্চনের সঙ্গে সেলফিতে ব্যস্ত সন্তোষ

হিরো নাগার্জুনা আরও বলেন, ‘‘একমাত্র বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের সামঞ্জস্য রক্ষা সম্ভব ৷’’ 16 কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছেন সন্তোষ ৷ নাগার্জুন তার এই কাজেরও প্রশংসা করেন ৷

রামোজি ফিল্ম সিটিতে অমিতাভ বচ্চন

আরও পড়ুন :Nusrat Jahan: সমালোচনা হোক তবু নিজের শর্তে বাঁচো, মহিলাদের ক্ষমতায়নে সরব নুসরত

এমপি সন্তোষ অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও অশ্বিনিদথকে একটি করে ‘বৃক্ষা বেদাম’ বই উপহার দেন ৷ কয়েকদিন আগে রামোজি ফিল্ম সিটিতে বলিউড অভিনেতা অজয় দেবগন ও সোনু সুদও বৃক্ষ রোপণ করেছেন ৷

Last Updated : Jul 27, 2021, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.