থিম্পু, 23 ডিসেম্বর : নতুন করে কোরোনা সংক্রমণ বাড়ায় মঙ্গলবার থেকে ফের দেশজুড়ে লকডাউন জারি করল ভুটান ৷ ভুটানের প্রধানমন্ত্রী লোটায়ে শেরিং জানিয়েছেন, আপাতত আগামী সাতদিন চলবে লকডাউনের নয়া পর্ব ৷
শেরিং জানিয়েছেন, 23 ডিসেম্বর থেকে দেশজুড়ে আগামী সাতদিন ধরে চলবে লকডাউন ৷ সাধারণ সংক্রমণ নিয়ন্ত্রণে ও গোষ্ঠী সংক্রমণ এড়াতেই নতুন করে লকডাউন জারি হল ৷ ভুটানের প্রধানমন্ত্রীর সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, "মঙ্গলবার থেকে ভুটানের একটি প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ৷ থিম্পু ও পারো-র বেশ কিছু ক্লিনিকে নতুন করে রোগীর সংখ্যা বাড়ার পরে কোভিড 19 টাস্ক ফোর্স এই সিদ্ধান্ত নিয়েছে, এছাড়াও লামোজিংকা অঞ্চলে এলাকা ভিত্তিক সংক্রমণ বাড়ায় নতুন করে লকডাউন জারি হল ৷"
ভুটানের স্বাস্থ্য মন্ত্রকের 22 ডিসেম্বরের বুলেটিনে জানানো হয়েছে, দেশে মোট কোরোনা সংক্রমিত 479 জন, 430 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ নয়া লকডাউনে কেবলমাত্র জরুরি পণ্যের দোকানগুলিই খোলা থাকছে ৷ বন্ধ থাকছে স্কুল কলেজ, অফিস, এমনকী ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলিও ৷ আজ থেকে যা কার্যকর হয়েছে ৷