ETV Bharat / bharat

Bhupendra Patel : গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল - ভূপেন্দ্র প্যাটেল

পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ে রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় ৷ এরপর গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করা হয় ৷

Gujrat
Gujrat
author img

By

Published : Sep 13, 2021, 2:31 PM IST

Updated : Sep 13, 2021, 3:30 PM IST

আমেদাবাদ, 13 সেপ্টেম্বর : গুজরাতের 17তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল ৷ আজ দুপুর নাগাদ তিনি শপথ গ্রহণ করেন ৷ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ ৷ গত শনিবার গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিজয় রূপানি ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ে রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় ৷ এরপর গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করা হয় ৷

শপথ গ্রহণের পর ভূপেন্দ্র প্যাটেলকে শুভেচ্ছা জানান অমিত শাহ ৷ হরিয়ানার প্রধানমন্ত্রী মনোহরলাল খট্টর, মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গোয়ার প্রধানমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের মতো বিজেপি শাসিত রাজ্যের শাসকরা ৷ অনুরাগীদের কাছে 'দাদা' হিসেবে পরিচিত 59 বছরের ভূপেন্দ্রভাই রজনীকান্তভভাই প্যাটেল হলেন গুজরাতের 17তম প্রধানমন্ত্রী ৷ রবিবার সকাল পর্যন্ত যে ভূপেন্দ্র প্যাটেল সাধারণ বিধায়ক ছিলেন, যে সাধারণত তাঁর কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, সেই তিনিই আজ গুজরাতের মুখ্যমন্ত্রী ৷ 2017 সালে গুজরাতের বিধানসভা ভোটে ঘাটলোধিয়া বিধানসভা কেন্দ্র থেকে 1 লাখ 17 হাজার ভোটে জেতেন ভূপেন্দ্র প্যাটেল ৷ অতীতে আমেদাবাদের মিউনিসিপ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করেছেন ৷ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা প্রাপ্ত ভূপেন্দ্র আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন ৷

আরও পড়ুন : Oscar Fernandes : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের জীবনাবসান

2022 বিধানসভা নির্বাচনের আগে ঘাটলোদিয়ার বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলের হাতে গুজরাতের দায়িত্ব তুলে দিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷ পতিদার সম্প্রদায়ভুক্ত ভূপেন্দ্র বিজেপির বরিষ্ঠ নেতা হলেও রূপানির উত্তরসূরির দৌড়ে ছিলেন না তিনি ৷ কিন্তু রবিবার গুজরাতে বিজেপির রাজ্য দফতরে উচ্চপর্যায়ের বৈঠকের পর ভূপেন্দ্রকেই বিধানসভার নেতা হিসাবে বেছে নেয় দল ৷ আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই ভূপেন্দ্রর সামনে কঠিন চ্যালেঞ্জ ৷

আমেদাবাদ, 13 সেপ্টেম্বর : গুজরাতের 17তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল ৷ আজ দুপুর নাগাদ তিনি শপথ গ্রহণ করেন ৷ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ ৷ গত শনিবার গুজরাতের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বিজয় রূপানি ৷ পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ে রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয় ৷ এরপর গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করা হয় ৷

শপথ গ্রহণের পর ভূপেন্দ্র প্যাটেলকে শুভেচ্ছা জানান অমিত শাহ ৷ হরিয়ানার প্রধানমন্ত্রী মনোহরলাল খট্টর, মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী শিবরাজ সিং চৌহান, গোয়ার প্রধানমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের মতো বিজেপি শাসিত রাজ্যের শাসকরা ৷ অনুরাগীদের কাছে 'দাদা' হিসেবে পরিচিত 59 বছরের ভূপেন্দ্রভাই রজনীকান্তভভাই প্যাটেল হলেন গুজরাতের 17তম প্রধানমন্ত্রী ৷ রবিবার সকাল পর্যন্ত যে ভূপেন্দ্র প্যাটেল সাধারণ বিধায়ক ছিলেন, যে সাধারণত তাঁর কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, সেই তিনিই আজ গুজরাতের মুখ্যমন্ত্রী ৷ 2017 সালে গুজরাতের বিধানসভা ভোটে ঘাটলোধিয়া বিধানসভা কেন্দ্র থেকে 1 লাখ 17 হাজার ভোটে জেতেন ভূপেন্দ্র প্যাটেল ৷ অতীতে আমেদাবাদের মিউনিসিপ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করেছেন ৷ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা প্রাপ্ত ভূপেন্দ্র আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন ৷

আরও পড়ুন : Oscar Fernandes : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অস্কার ফার্নান্ডেজের জীবনাবসান

2022 বিধানসভা নির্বাচনের আগে ঘাটলোদিয়ার বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলের হাতে গুজরাতের দায়িত্ব তুলে দিলেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ ৷ পতিদার সম্প্রদায়ভুক্ত ভূপেন্দ্র বিজেপির বরিষ্ঠ নেতা হলেও রূপানির উত্তরসূরির দৌড়ে ছিলেন না তিনি ৷ কিন্তু রবিবার গুজরাতে বিজেপির রাজ্য দফতরে উচ্চপর্যায়ের বৈঠকের পর ভূপেন্দ্রকেই বিধানসভার নেতা হিসাবে বেছে নেয় দল ৷ আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই ভূপেন্দ্রর সামনে কঠিন চ্যালেঞ্জ ৷

Last Updated : Sep 13, 2021, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.