ETV Bharat / bharat

Bhupendra Patel: গুজরাতে ক্ষমতায় বিজেপি ! কবে শপথ নিতে পারেন ভূপেন্দ্র প্যাটেল ?

গুজরাতে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি ৷ ফলাফলের ট্রেন্ড তেমনটাই বলছে ৷ জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ দল শেষমেশ ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হিসেব কবে শপথ নিতে পারেন তিনি (Bhupendra Patel to take oath as Gujarat CM) ?

Gujarat Assembly Poll
ETV Bharat
author img

By

Published : Dec 8, 2022, 1:37 PM IST

Updated : Dec 8, 2022, 2:15 PM IST

গান্ধিনগর, 8 ডিসেম্বর: গুজরাতে বিজেপির ক্ষমতায় ফেরা মোটের উপর নিশ্চিত ৷ বৃহস্পতিবার ফলের ট্রেন্ড তেমনটাই বলছে ৷ ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিং দাবি করেছেন, তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ৷ ইতিমধ্যেই বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ এবার তাঁর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনও প্রায় ঠিক করে ফেলেছে গেরুয়া শিবির ৷ জানা গিয়েছে, 11 অথবা 12 ডিসেম্বর মোদি-রাজ্যে শপথ নিতে পারেন ভূপেন্দ্র (Bhupendra Patel set to take oath as CM on Dec 11 or 12) ৷

সকাল 8টায় ভোটগণনা শুরু হয়েছে ৷ দুপুর দেড়টায় প্রকাশিত ফলাফলে গুজরাতে বিজেপি 106টি আসনে জয়ী হয়েছে ৷ কংগ্রেস অনেকটাই পিছনে, 14টি আসন জিততে পেরেছে ৷ এর মধ্যে কেজরিওয়ালের আপ মোদি-রাজ্যে খাতা খুলে আপাতত 2টি আসনের দখল নিয়েছে ৷

তাই বাইশের বিধানসভা নির্বাচনেও গুজরাতের মসনদে বিজেপি ক্ষমতায় বসছে ৷ রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভূপেন্দ্র প্যাটেলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ৷ ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোড়িয়া কেন্দ্র থেকে 81 শতাংশ ভোট পেয়েছেন ৷ বিপক্ষ কংগ্রেস 10 শতাংশেরও কম ভোট পেয়েছে ৷

আরও পড়ুন: 'গুজরাতে, হিমাচলে ভোট না থাকলে দিল্লিতে আরও ভালো করত বিজেপি', দাবি অসমের মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার দিনের শেষে মোদিরাজ্যে রেকর্ড গড়তে চলেছে বিজেপি ৷ ঠিক যেমনটা হয়েছিল পশ্চিমবঙ্গে ৷ পরপর 7টি বিধানসভা নির্বাচনে জিতেছিল সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট ৷ সেই 1977 সাল থেকে 2011 থেকে 34 বছর বাংলায় রাজত্ব করেছে বাম সরকার ৷ গুজরাতও এই পথেই হাঁটছে ৷

গান্ধিনগর, 8 ডিসেম্বর: গুজরাতে বিজেপির ক্ষমতায় ফেরা মোটের উপর নিশ্চিত ৷ বৃহস্পতিবার ফলের ট্রেন্ড তেমনটাই বলছে ৷ ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিং দাবি করেছেন, তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ৷ ইতিমধ্যেই বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ এবার তাঁর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনও প্রায় ঠিক করে ফেলেছে গেরুয়া শিবির ৷ জানা গিয়েছে, 11 অথবা 12 ডিসেম্বর মোদি-রাজ্যে শপথ নিতে পারেন ভূপেন্দ্র (Bhupendra Patel set to take oath as CM on Dec 11 or 12) ৷

সকাল 8টায় ভোটগণনা শুরু হয়েছে ৷ দুপুর দেড়টায় প্রকাশিত ফলাফলে গুজরাতে বিজেপি 106টি আসনে জয়ী হয়েছে ৷ কংগ্রেস অনেকটাই পিছনে, 14টি আসন জিততে পেরেছে ৷ এর মধ্যে কেজরিওয়ালের আপ মোদি-রাজ্যে খাতা খুলে আপাতত 2টি আসনের দখল নিয়েছে ৷

তাই বাইশের বিধানসভা নির্বাচনেও গুজরাতের মসনদে বিজেপি ক্ষমতায় বসছে ৷ রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভূপেন্দ্র প্যাটেলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ৷ ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোড়িয়া কেন্দ্র থেকে 81 শতাংশ ভোট পেয়েছেন ৷ বিপক্ষ কংগ্রেস 10 শতাংশেরও কম ভোট পেয়েছে ৷

আরও পড়ুন: 'গুজরাতে, হিমাচলে ভোট না থাকলে দিল্লিতে আরও ভালো করত বিজেপি', দাবি অসমের মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার দিনের শেষে মোদিরাজ্যে রেকর্ড গড়তে চলেছে বিজেপি ৷ ঠিক যেমনটা হয়েছিল পশ্চিমবঙ্গে ৷ পরপর 7টি বিধানসভা নির্বাচনে জিতেছিল সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট ৷ সেই 1977 সাল থেকে 2011 থেকে 34 বছর বাংলায় রাজত্ব করেছে বাম সরকার ৷ গুজরাতও এই পথেই হাঁটছে ৷

Last Updated : Dec 8, 2022, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.