থানে (মহারাষ্ট্র), 12 জুন: বিজেপি-র সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) পক্ষ থেকে সমন পাঠানো হল ৷ পয়গম্বর মহম্মদকে (Prophet Mohammad) নিয়ে তাঁর করা মন্তব্যে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে ৷ এমনকী, এই ঘটনার জেরে আরব দুনিয়া এবং ইসলাম রাষ্ট্রগুলির সঙ্গেও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে ৷ রবিবার মহারাষ্ট্র পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, সোমবার ভিওয়ান্ডি (Bhiwandi) থানায় হাজির হতে বলা হয়েছে নূপুরকে ৷ সেখানে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ তার ভিত্তিতেই নূপুরের বয়ান রেকর্ড করা হবে ৷
এই একই ঘটনায় বিজেপি-র বহিষ্কৃত নেতা নবীন কুমার জিন্দলকেও (Naveen Kumar Jindal) ডেকে পাঠানো হয়েছে ৷ মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি থানাতেই তাঁকেও নিজের বয়ান রেকর্ড করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী 15 জুন তাঁকে ভিওয়ান্ডি থানায় আসতে বলেছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ রবিবার সংবাদমাধ্যমকে এ কথা জানান ভিওয়ান্ডি থানার সিনিয়র ইন্সপেক্টর চেতন কাকাড়ে ৷
আরও পড়ুন: Prophet Remarks Row: 'পয়গম্বর জীবিত থাকলে ধর্মান্ধদের তাণ্ডবে হতবাক হয়ে যেতেন', টুইটে তোপ তসলিমার
ইন্সপেক্টর কাকাড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত 30 মে তাঁদের থানায় নূপুরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ রাজা অ্যাকাডেমির (Raza Academy) এক প্রতিনিধি এই এফআইআর-টি দায়ের করেন ৷ একইসঙ্গে, ওই সংস্থার পক্ষ থেকে নবীন কুমার জিন্দলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় ৷ প্রসঙ্গত, এর আগে এই ঘটনাতেই মহারাষ্ট্রের মুম্বরা (Mumbra) থানার পক্ষ থেকে নূপুর শর্মাকে তলব করা হয়েছিল ৷ সেখানে আগামী 22 জুন নূপুরকে হাজির হয়ে নিজের বয়ান রেকর্ড করাতে বলা হয়েছে ৷
প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় অংশ নিয়েছিলেন নূপুর শর্মা ৷ সেখানে তাঁর করা মন্তব্য নিয়েই গন্ডগোলের সূত্রপাত ৷ বিষয়টি নিয়ে মুম্বই পুলিশও নূপুরকে সমন পাঠিয়েছে ৷ সেই সমনে আগামী 25 জুন নূপুরকে মুম্বইয়ে হাজিরা দিয়ে নিজের বয়ান রেকর্ড করাতে বলা হয়েছে ৷ পাশাপাশি, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের কাছ থেকে নূপুরের বক্তব্যের ভিডিয়ো রেকর্ডিংও চেয়ে পাঠিয়েছে মুম্বই পুলিশ ৷
প্রসঙ্গত, পয়গম্বরকে নিয়ে করা মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের (Prophet Remarks Row) জেরে গত 5 জুন নূপুর শর্মাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে বিজেপি ৷ একই কারণে, বিজেপি নেতা নবীন কুমার জিন্দলকে দল থেকে বহিষ্কার করা হয় ৷ যদিও তারপরও আরব দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন দূর হয়নি ৷