ETV Bharat / bharat

Prophet Remarks Row: পর পর এফআইআর, নূপুর-নবীনকে ডেকে পাঠাল ভিওয়ান্ডি পুলিশ

পয়গম্বর বিতর্কের (Prophet Remarks Row) জেরে মহারাষ্ট্রের বিভিন্ন থানায় নূপুর শর্মা (Nupur Sharma) এবং নবীন কুমার জিন্দলের (Naveen Kumar Jindal) বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে ৷ এ বার এই দু'জনকে ডেকে পাঠাল থানের ভিওয়ান্ডি (Bhiwandi) থানার পুলিশ ৷

Bhiwandi police of Maharashtra summon Nupur Sharma and Naveen Kumar Jindal in Prophet Remarks Row
Prophet Remarks Row: একের পর এক এফআইআর, নূপুর-নবীনকে মহারাষ্ট্রে ডেকে পাঠাল পুলিশ
author img

By

Published : Jun 12, 2022, 1:08 PM IST

থানে (মহারাষ্ট্র), 12 জুন: বিজেপি-র সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) পক্ষ থেকে সমন পাঠানো হল ৷ পয়গম্বর মহম্মদকে (Prophet Mohammad) নিয়ে তাঁর করা মন্তব্যে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে ৷ এমনকী, এই ঘটনার জেরে আরব দুনিয়া এবং ইসলাম রাষ্ট্রগুলির সঙ্গেও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে ৷ রবিবার মহারাষ্ট্র পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, সোমবার ভিওয়ান্ডি (Bhiwandi) থানায় হাজির হতে বলা হয়েছে নূপুরকে ৷ সেখানে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ তার ভিত্তিতেই নূপুরের বয়ান রেকর্ড করা হবে ৷

এই একই ঘটনায় বিজেপি-র বহিষ্কৃত নেতা নবীন কুমার জিন্দলকেও (Naveen Kumar Jindal) ডেকে পাঠানো হয়েছে ৷ মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি থানাতেই তাঁকেও নিজের বয়ান রেকর্ড করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী 15 জুন তাঁকে ভিওয়ান্ডি থানায় আসতে বলেছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ রবিবার সংবাদমাধ্যমকে এ কথা জানান ভিওয়ান্ডি থানার সিনিয়র ইন্সপেক্টর চেতন কাকাড়ে ৷

আরও পড়ুন: Prophet Remarks Row: 'পয়গম্বর জীবিত থাকলে ধর্মান্ধদের তাণ্ডবে হতবাক হয়ে যেতেন', টুইটে তোপ তসলিমার

ইন্সপেক্টর কাকাড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত 30 মে তাঁদের থানায় নূপুরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ রাজা অ্যাকাডেমির (Raza Academy) এক প্রতিনিধি এই এফআইআর-টি দায়ের করেন ৷ একইসঙ্গে, ওই সংস্থার পক্ষ থেকে নবীন কুমার জিন্দলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় ৷ প্রসঙ্গত, এর আগে এই ঘটনাতেই মহারাষ্ট্রের মুম্বরা (Mumbra) থানার পক্ষ থেকে নূপুর শর্মাকে তলব করা হয়েছিল ৷ সেখানে আগামী 22 জুন নূপুরকে হাজির হয়ে নিজের বয়ান রেকর্ড করাতে বলা হয়েছে ৷

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় অংশ নিয়েছিলেন নূপুর শর্মা ৷ সেখানে তাঁর করা মন্তব্য নিয়েই গন্ডগোলের সূত্রপাত ৷ বিষয়টি নিয়ে মুম্বই পুলিশও নূপুরকে সমন পাঠিয়েছে ৷ সেই সমনে আগামী 25 জুন নূপুরকে মুম্বইয়ে হাজিরা দিয়ে নিজের বয়ান রেকর্ড করাতে বলা হয়েছে ৷ পাশাপাশি, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের কাছ থেকে নূপুরের বক্তব্যের ভিডিয়ো রেকর্ডিংও চেয়ে পাঠিয়েছে মুম্বই পুলিশ ৷

প্রসঙ্গত, পয়গম্বরকে নিয়ে করা মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের (Prophet Remarks Row) জেরে গত 5 জুন নূপুর শর্মাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে বিজেপি ৷ একই কারণে, বিজেপি নেতা নবীন কুমার জিন্দলকে দল থেকে বহিষ্কার করা হয় ৷ যদিও তারপরও আরব দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন দূর হয়নি ৷

থানে (মহারাষ্ট্র), 12 জুন: বিজেপি-র সাসপেন্ড হওয়া মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) মহারাষ্ট্র পুলিশের (Maharashtra Police) পক্ষ থেকে সমন পাঠানো হল ৷ পয়গম্বর মহম্মদকে (Prophet Mohammad) নিয়ে তাঁর করা মন্তব্যে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে ৷ এমনকী, এই ঘটনার জেরে আরব দুনিয়া এবং ইসলাম রাষ্ট্রগুলির সঙ্গেও ভারতের সম্পর্কের অবনতি হয়েছে ৷ রবিবার মহারাষ্ট্র পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, সোমবার ভিওয়ান্ডি (Bhiwandi) থানায় হাজির হতে বলা হয়েছে নূপুরকে ৷ সেখানে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ৷ তার ভিত্তিতেই নূপুরের বয়ান রেকর্ড করা হবে ৷

এই একই ঘটনায় বিজেপি-র বহিষ্কৃত নেতা নবীন কুমার জিন্দলকেও (Naveen Kumar Jindal) ডেকে পাঠানো হয়েছে ৷ মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি থানাতেই তাঁকেও নিজের বয়ান রেকর্ড করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী 15 জুন তাঁকে ভিওয়ান্ডি থানায় আসতে বলেছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ রবিবার সংবাদমাধ্যমকে এ কথা জানান ভিওয়ান্ডি থানার সিনিয়র ইন্সপেক্টর চেতন কাকাড়ে ৷

আরও পড়ুন: Prophet Remarks Row: 'পয়গম্বর জীবিত থাকলে ধর্মান্ধদের তাণ্ডবে হতবাক হয়ে যেতেন', টুইটে তোপ তসলিমার

ইন্সপেক্টর কাকাড়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত 30 মে তাঁদের থানায় নূপুরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ রাজা অ্যাকাডেমির (Raza Academy) এক প্রতিনিধি এই এফআইআর-টি দায়ের করেন ৷ একইসঙ্গে, ওই সংস্থার পক্ষ থেকে নবীন কুমার জিন্দলের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয় ৷ প্রসঙ্গত, এর আগে এই ঘটনাতেই মহারাষ্ট্রের মুম্বরা (Mumbra) থানার পক্ষ থেকে নূপুর শর্মাকে তলব করা হয়েছিল ৷ সেখানে আগামী 22 জুন নূপুরকে হাজির হয়ে নিজের বয়ান রেকর্ড করাতে বলা হয়েছে ৷

প্রসঙ্গত, একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় অংশ নিয়েছিলেন নূপুর শর্মা ৷ সেখানে তাঁর করা মন্তব্য নিয়েই গন্ডগোলের সূত্রপাত ৷ বিষয়টি নিয়ে মুম্বই পুলিশও নূপুরকে সমন পাঠিয়েছে ৷ সেই সমনে আগামী 25 জুন নূপুরকে মুম্বইয়ে হাজিরা দিয়ে নিজের বয়ান রেকর্ড করাতে বলা হয়েছে ৷ পাশাপাশি, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের কাছ থেকে নূপুরের বক্তব্যের ভিডিয়ো রেকর্ডিংও চেয়ে পাঠিয়েছে মুম্বই পুলিশ ৷

প্রসঙ্গত, পয়গম্বরকে নিয়ে করা মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের (Prophet Remarks Row) জেরে গত 5 জুন নূপুর শর্মাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে বিজেপি ৷ একই কারণে, বিজেপি নেতা নবীন কুমার জিন্দলকে দল থেকে বহিষ্কার করা হয় ৷ যদিও তারপরও আরব দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন দূর হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.