ETV Bharat / bharat

Bhim Army Chief Chandrashekhar: সাহারানপুরে গুলিবিদ্ধ ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ

author img

By

Published : Jun 28, 2023, 7:42 PM IST

Updated : Jun 28, 2023, 9:01 PM IST

উত্তরপ্রদেশের সাহারানপুরে গুলিবিদ্ধ ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ ৷ চিকিৎসাধীন হাসপাতালে ৷

Etv Bharat
গুলিবিদ্ধ ভীম আর্মি প্রধান আজাদ

লখনউ, 28 জুন: উত্তরপ্রদেশে ফের শুটআউট ৷ এবার ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ৷ বুধবার বিকালে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় আজাদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ৷ দুষ্কৃতীর গুলিতে জখম হন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর ৷ এরপরই তাঁকে তড়িঘড়ি সাহারানপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ভীম আর্মি প্রধান ৷ আজাদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্তারাও ৷

পুলিশ সূত্রে খবর, সাহারানপুরে তাঁর কনভয়ের উপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ গুলি চালানো হয় বলেও অভিযোগ ৷ আজাদের পিঠে বুলেটের আঘাতের চিহ্ন মিলেছে ৷ চিকিৎসাধীন রয়েছেন সাহারানপুরের এক হাসপাতালে। তবে আজাদের আঘাত গুরুতর নয় বলেই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা ৷ কারণ গুলিটি লাগে প্রথমে গাড়ির দরজায় ৷ এরপর আজাদের কোমরের একটা অংশে আঘাতের চিহ্ন মিলেছে ৷ আজাদের গুলিবিদ্ধ হওয়ার খবর চাউড় হতেই হাসপাতালে জড়ো হয়েছেন ভীম আর্মির সদস্যরা ৷

যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, আততায়ী হামলায় আজাদের গাড়ির সিটও ফুটো হয়ে গিয়েছে। জানা গিয়েছে, গাড়ির সামনের সিটে বসে ছিলেন উত্তরপ্রদেশের এই দলিত নেতা। গুলি লাগলেও আপাতত তিনি বিপদমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, আজাদ জানিয়েছেন, যে তাঁর উপর হামলার সময় তাঁর ছোট ভাই-সহ গাড়ির ভিতরে মোট পাঁচ জন ছিলেন। চন্দ্রশেখর বলেন, “আমার ভালো মনে নেই তবে আমার লোকেরা তাদের শনাক্ত করেছে যারা এই হামলা চালিয়েছে।" আজাদের দাবি, দুষ্কৃতীদের গাড়ি সাহারানপুরের দিকে চলে গিয়েছে। তিনি বলেন, "আততায়ীদের গাড়ি চলে গেলে আমরা ইউ-টার্ন নিলাম। ঘটনার সময় আমার ছোট ভাই-সহ আমরা পাঁচ জন গাড়িতে ছিলাম।”

আরও পড়ুন: চন্দ্রযান-3 উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষিত, জানুন কবে

অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, গুলি চালিয়েই চম্পট দিয়েছে হামলাকারীরা। ভীম আর্মির অন্যান্য নেতারা যারা আজাদের সঙ্গে ছিলেন, তাঁরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান আজাদকে। হামলাকারীদের ধরতে ঘতিমধ্যেই গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ ৷ শুরু হয়েছে নাকা তল্লাশিও। একই সঙ্গে, ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও দেখছে পুলিশ ৷ আজাদের বয়ানও নিয়েছে পুলিশ ৷

লখনউ, 28 জুন: উত্তরপ্রদেশে ফের শুটআউট ৷ এবার ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ৷ বুধবার বিকালে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় আজাদের উপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ৷ দুষ্কৃতীর গুলিতে জখম হন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর ৷ এরপরই তাঁকে তড়িঘড়ি সাহারানপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন ভীম আর্মি প্রধান ৷ আজাদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্তারাও ৷

পুলিশ সূত্রে খবর, সাহারানপুরে তাঁর কনভয়ের উপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ গুলি চালানো হয় বলেও অভিযোগ ৷ আজাদের পিঠে বুলেটের আঘাতের চিহ্ন মিলেছে ৷ চিকিৎসাধীন রয়েছেন সাহারানপুরের এক হাসপাতালে। তবে আজাদের আঘাত গুরুতর নয় বলেই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা ৷ কারণ গুলিটি লাগে প্রথমে গাড়ির দরজায় ৷ এরপর আজাদের কোমরের একটা অংশে আঘাতের চিহ্ন মিলেছে ৷ আজাদের গুলিবিদ্ধ হওয়ার খবর চাউড় হতেই হাসপাতালে জড়ো হয়েছেন ভীম আর্মির সদস্যরা ৷

যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, আততায়ী হামলায় আজাদের গাড়ির সিটও ফুটো হয়ে গিয়েছে। জানা গিয়েছে, গাড়ির সামনের সিটে বসে ছিলেন উত্তরপ্রদেশের এই দলিত নেতা। গুলি লাগলেও আপাতত তিনি বিপদমুক্ত বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, আজাদ জানিয়েছেন, যে তাঁর উপর হামলার সময় তাঁর ছোট ভাই-সহ গাড়ির ভিতরে মোট পাঁচ জন ছিলেন। চন্দ্রশেখর বলেন, “আমার ভালো মনে নেই তবে আমার লোকেরা তাদের শনাক্ত করেছে যারা এই হামলা চালিয়েছে।" আজাদের দাবি, দুষ্কৃতীদের গাড়ি সাহারানপুরের দিকে চলে গিয়েছে। তিনি বলেন, "আততায়ীদের গাড়ি চলে গেলে আমরা ইউ-টার্ন নিলাম। ঘটনার সময় আমার ছোট ভাই-সহ আমরা পাঁচ জন গাড়িতে ছিলাম।”

আরও পড়ুন: চন্দ্রযান-3 উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষিত, জানুন কবে

অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, গুলি চালিয়েই চম্পট দিয়েছে হামলাকারীরা। ভীম আর্মির অন্যান্য নেতারা যারা আজাদের সঙ্গে ছিলেন, তাঁরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান আজাদকে। হামলাকারীদের ধরতে ঘতিমধ্যেই গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ ৷ শুরু হয়েছে নাকা তল্লাশিও। একই সঙ্গে, ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও দেখছে পুলিশ ৷ আজাদের বয়ানও নিয়েছে পুলিশ ৷

Last Updated : Jun 28, 2023, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.