ETV Bharat / bharat

Airtel Hikes Prepaid Tariff: প্রি-পেড প্ল্যানে 20-25 শতাংশ দাম বাড়াচ্ছে এয়ারটেল - bharti airtel announces its prepaid tariffs hikes

26 নভেম্বর থেকে সবধরনের প্রি-পেড রিচার্জের দাম (Airtel Hikes Prepaid Tariff) বাড়াচ্ছে ভারতী এয়ারটেল ৷ আজ সংস্থার তরফে এ কথা ঘোষণা করা হয়েছে ৷ 20 থেকে 25 শতাংশ হারে এই দাম বাড়বে (Bharti Airtel announces Its Prepaid Tariffs Hikes) ৷ সুস্থ বাণিজ্যিক প্রতিযোগিতা বজায় রাখতে এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে সংস্থা ৷

bharti-airtel-announces-its-prepaid-tariffs-hikes
প্রি-পেড প্ল্যানে 20-25 শতাংশ দাম বাড়াচ্ছে এয়ারটেল
author img

By

Published : Nov 22, 2021, 9:18 PM IST

নয়াদিল্লি, 22 নভেম্বর: বিভিন্ন প্রি-পেড প্ল্যানে 20 থেকে 25 শতাংশ হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতী এয়ারটেল (Bharti Airtel announces Its Prepaid Tariffs Hikes) ৷ বর্ধিত এই দাম 26 নভেম্বর থেকে লাগু হবে ৷ ট্যারিফ ভয়েস প্ল্যান, অর্থাৎ টক টাইম, আনলিমিটেড ভয়েস প্ল্যান এবং ডেটা টপ-আপ (ইন্টারনেট পরিষেবা) এর দামও একই হারে বাড়বে ৷

সেক্ষেত্রে প্রাথমিক ভয়েস প্ল্যান অর্থাৎ, ভয়েস কলের ন্যূনতম রিচার্জের দাম 25 শতাংশ হারে বাড়বে ৷ আর আনলিমিটেড ভয়েস কলের দাম অধিকাংশ ক্ষেত্রে 20 শতাংশ বাড়বে ৷ সুনীল মিত্তলের নেতৃত্বাধীন টেলিকম সংস্থা তাদের ডেটা টপ-আপের দামও 20 থেকে 21 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (Bharti Airtel announced raising prepaid tariffs) ৷ একটি বিবৃতি প্রকাশ করে পরিবর্তিত এই মোবাইল ট্যারিফের দাম নিয়ে ভারতীয় এয়ারটেল সংস্থা জানিয়েছে, এয়ারটেল সবসময় তাদের মোবাইল কানেকশন ব্যবহারকারী গ্রাহক ন্যূনতম প্রতি গড় আয় যাতে 200 টাকা হয় ৷ সেই সঙ্গে মূলধনের উপর যুক্তিসঙ্গত আয় 300 টাকা পর্যন্ত করতে হচ্ছে ৷ যাতে আর্থিকভাবে স্বাস্থ্যকর ব্যবসা চালিয়ে যাওয়া যায় ৷

আরও পড়ুন : Foreign Direct Investment : টেলিকম ক্ষেত্রে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের

নতুন ট্যারিফ প্ল্যানে সবচেয়ে কম মাসিক ভয়েস কল রিচার্জ 79 টাকা থেকে 99 টাকা হচ্ছে ৷ যা 25.3 শতাংশ বাড়ছে ৷ আর সেক্ষেত্রে প্রায় 50 শতাংশ বেশি টক টাইম পাবেন গ্রাহকরা এবং প্রতি সেকেন্ডে 1 পয়সা করে কল চার্জ কাটা হবে ৷ যা আগের প্ল্যানে বেশি ছিল ৷ ভারতী এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, দীর্ঘদিন পর সংস্থা তাদের এই ট্যারিফ প্ল্যানের দাম বাড়াচ্ছে ৷ তবে, এয়ারটেল গত জুলাই মাস থেকে তাদের 49 টাকার সবচেয়ে কম প্রি-পেড প্ল্যান বন্ধ করে দিয়েছিল ৷

নয়াদিল্লি, 22 নভেম্বর: বিভিন্ন প্রি-পেড প্ল্যানে 20 থেকে 25 শতাংশ হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতী এয়ারটেল (Bharti Airtel announces Its Prepaid Tariffs Hikes) ৷ বর্ধিত এই দাম 26 নভেম্বর থেকে লাগু হবে ৷ ট্যারিফ ভয়েস প্ল্যান, অর্থাৎ টক টাইম, আনলিমিটেড ভয়েস প্ল্যান এবং ডেটা টপ-আপ (ইন্টারনেট পরিষেবা) এর দামও একই হারে বাড়বে ৷

সেক্ষেত্রে প্রাথমিক ভয়েস প্ল্যান অর্থাৎ, ভয়েস কলের ন্যূনতম রিচার্জের দাম 25 শতাংশ হারে বাড়বে ৷ আর আনলিমিটেড ভয়েস কলের দাম অধিকাংশ ক্ষেত্রে 20 শতাংশ বাড়বে ৷ সুনীল মিত্তলের নেতৃত্বাধীন টেলিকম সংস্থা তাদের ডেটা টপ-আপের দামও 20 থেকে 21 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে (Bharti Airtel announced raising prepaid tariffs) ৷ একটি বিবৃতি প্রকাশ করে পরিবর্তিত এই মোবাইল ট্যারিফের দাম নিয়ে ভারতীয় এয়ারটেল সংস্থা জানিয়েছে, এয়ারটেল সবসময় তাদের মোবাইল কানেকশন ব্যবহারকারী গ্রাহক ন্যূনতম প্রতি গড় আয় যাতে 200 টাকা হয় ৷ সেই সঙ্গে মূলধনের উপর যুক্তিসঙ্গত আয় 300 টাকা পর্যন্ত করতে হচ্ছে ৷ যাতে আর্থিকভাবে স্বাস্থ্যকর ব্যবসা চালিয়ে যাওয়া যায় ৷

আরও পড়ুন : Foreign Direct Investment : টেলিকম ক্ষেত্রে 100 শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন কেন্দ্রের

নতুন ট্যারিফ প্ল্যানে সবচেয়ে কম মাসিক ভয়েস কল রিচার্জ 79 টাকা থেকে 99 টাকা হচ্ছে ৷ যা 25.3 শতাংশ বাড়ছে ৷ আর সেক্ষেত্রে প্রায় 50 শতাংশ বেশি টক টাইম পাবেন গ্রাহকরা এবং প্রতি সেকেন্ডে 1 পয়সা করে কল চার্জ কাটা হবে ৷ যা আগের প্ল্যানে বেশি ছিল ৷ ভারতী এয়ারটেলের ঘোষণা অনুযায়ী, দীর্ঘদিন পর সংস্থা তাদের এই ট্যারিফ প্ল্যানের দাম বাড়াচ্ছে ৷ তবে, এয়ারটেল গত জুলাই মাস থেকে তাদের 49 টাকার সবচেয়ে কম প্রি-পেড প্ল্যান বন্ধ করে দিয়েছিল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.