দিল্লি, 28 সেপ্টেম্বর : কৃষি আইনের প্রতিবাদে দিল্লির রাজপথে জ্বলল ট্রাক্টর । ইন্ডিয়া গেটের সামনে একটি পুরনো ট্রাক্টরে আগুন লাগিয়ে দেয় পঞ্জাবের যুব কংগ্রেস কর্মীরা । সোমবার সকালের এই প্রতিবাদ পঞ্জাবের যুব কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ করা হয় । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতির পর কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয়েছে ।
প্রতিবাদের পর যুব কংগ্রেসের সভাপতি বীরিন্দর সিং ধিলো বলেছেন, “আজ ভগত সিংয়ের জন্মবার্ষিকী । এটি কৃষি বিলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ ছিল । ইন্ডিয়া গেটে ”জয় জওয়ান জয় কিষাণ" স্লোগান দেওয়া হয়েছিল । এতে স্লোগানে প্রতিরক্ষা বাহিনী ও কৃষকদের প্রশংসিত করা হয়েছে । কিন্তু আজ না কৃষক, না জওয়ানরা নিরাপদ ।" তাঁর অভিযোগ, "আমাদের দিল্লি পৌঁছাতে বাধা দেওয়া হয়েছিল । কেন এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ? এই সরকার চিন বাহিনীর অনুপ্রবেশ বন্ধ করতে পারে না অথচ শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের থামাতে পারে । এটি আমাদের মৌলিক অধিকারের লঙ্ঘন ।" পরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ।
তিনটি কৃষি বিল হল- ফার্মার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020 । ফার্মার্স এম্পাওয়ার্মেনট অ্যান্ড প্রটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাশুরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল 2020 ও এসেনসিয়াল কমোডিটিজ বিল 2020 ।
মন্ত্রিসভায় কৃষি বিল পাশ হওয়ার সময় উপস্থিত ছিলেন হরসিমরত কউর বাদল । কিন্তু লোকসভায় বিল পেশ হতেই তার তীব্র বিরোধিতা করেন তিনি । বিলের বিরোধিতায় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন । তখনই BJP-র সঙ্গে শিরোমণি অকালি দলের দীর্ঘদিনের সম্পর্ক ভাঙতে চলেছে বলে অনেকে আঁচ করেছিল । গতকাল সেই আশঙ্কাই সত্যি হয় । NDA ছাড়ে তারা ।