ETV Bharat / bharat

"আপনি গোনেননি বলে কি মৃত্যু হয়নি ?", পরিযায়ীর মৃত্যু-বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের - migrant labourers amid lockdown

লকডাউনে ফেরার সময় যেসব পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে প্রশ্ন ওঠে লোকসভা অধিবেশনে । শ্রমমন্ত্রকের তরফে জানানো হয়, পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও পরিসংখ্যান নেই । এরপরেই কেন্দ্রকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।

rahul
ফাইল ছবি
author img

By

Published : Sep 15, 2020, 12:51 PM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । শ্রমমন্ত্রী অধিবেশনে জানান, পরিযায়ীদের মৃত্যু নিয়ে কোনও সরকারি নথি নেই । তারই পালটা আক্রমণ করেন রাহুল । তাঁর কটাক্ষ, আপনি হিসেব রাখেননি, তাই কারও মৃত্যু হয়নি ?

লকডাউনে ফেরার সময় যেসব পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে প্রশ্ন ওঠে লোকসভা অধিবেশনে । কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানান, পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে ৷ সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না ৷ কেন্দ্রের এই প্রতিক্রিয়ায় অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন । একের পর এক প্রশ্ন-বাণে বিঁধতে থাকে কেন্দ্রকে ।

অধিবেশনে এই পরিযায়ী-মৃত্যু বিতর্ক প্রকাশ্যে আসতেই সরব হন রাহুল । যদিও অধিবেশনে তিনি নেই । মায়ের রুটিন চেক-আপের জন্য অ্যামেরিকায় রয়েছেন । কিন্তু তাতেও নীরব থাকেননি । আজ সকালেই টুইটারে সরব হতে দেখা গেল তাঁকে । টুইটারে রাহুল কেন্দ্রকে কটাক্ষ করে লেখেন, "মোদি সরকার জানে না লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে । কতজন চাকরি হারিয়েছেন । আপনি গোনেননি তাই কি মৃত্যু হয়নি ? হ্যাঁ তবে দুঃখের বিষয় এই যে, সরকারের উপর প্রভাব পড়েনি । বিশ্ব মৃত্যু দেখেছে । শুধু মোদি সরকারই দেখেনি ।"

  • मोदी सरकार नहीं जानती कि लॉकडाउन में कितने प्रवासी मज़दूर मरे और कितनी नौकरियाँ गयीं।

    तुमने ना गिना तो क्या मौत ना हुई?
    हाँ मगर दुख है सरकार पे असर ना हुई,
    उनका मरना देखा ज़माने ने,
    एक मोदी सरकार है जिसे ख़बर ना हुई।

    — Rahul Gandhi (@RahulGandhi) September 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে লকডাউন জারি হওয়ার পর পরিযায়ী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন । এবং পরিবহন ব্যবস্থা না থাকায় বহু শ্রমিক হেঁটে বাড়ি ফিরতে চান । অনেকে ট্রাকে করে ফেরার চেষ্টা করেন । শিশু থেকে মায়ের মৃত্যুর সাক্ষী থাকে দেশ । মহারাষ্ট্রে একসঙ্গে প্রায় 17 জন শ্রমিককে পিষে দেয় ট্রেন। বহু শ্রমিক অভাবে আত্মহত্যা করেন । একটু খাবারের জন্য তাঁদের আপ্রাণ চেষ্টার প্রতিফলন দেখা যায় দিল্লির যমুনা নদীর তীরে ।

সেই সময়েও সরব হয় বিরোধীরা । কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি সেই সময়ে বলেছিলেন, বিশ্ব পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা দেখছে, শুধুই মোদি সরকার দেখতে পাচ্ছে না । এমনকী মে-তে দিল্লির উড়ালপুলের উপর পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে কথা বলেন রাহুল । তাঁর সেই পদক্ষেপকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কটাক্ষ করে বলেছিলেন, "নাটক" । তবে চুপ করে যাননি রাহুল । বারবার পরিযায়ী ও গরিব শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন ।

পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে বিরোধীদের মধ্যে যে ক্ষোভ ছড়িয়েছিল, গতকাল সংসদে পরিযায়ী শ্রমিকের মৃত্যু-বিতর্ক সেই বিক্ষোভ আরও খানিকটা বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

দিল্লি, 15 সেপ্টেম্বর : বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । শ্রমমন্ত্রী অধিবেশনে জানান, পরিযায়ীদের মৃত্যু নিয়ে কোনও সরকারি নথি নেই । তারই পালটা আক্রমণ করেন রাহুল । তাঁর কটাক্ষ, আপনি হিসেব রাখেননি, তাই কারও মৃত্যু হয়নি ?

লকডাউনে ফেরার সময় যেসব পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে প্রশ্ন ওঠে লোকসভা অধিবেশনে । কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানান, পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে ৷ সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না ৷ কেন্দ্রের এই প্রতিক্রিয়ায় অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন । একের পর এক প্রশ্ন-বাণে বিঁধতে থাকে কেন্দ্রকে ।

অধিবেশনে এই পরিযায়ী-মৃত্যু বিতর্ক প্রকাশ্যে আসতেই সরব হন রাহুল । যদিও অধিবেশনে তিনি নেই । মায়ের রুটিন চেক-আপের জন্য অ্যামেরিকায় রয়েছেন । কিন্তু তাতেও নীরব থাকেননি । আজ সকালেই টুইটারে সরব হতে দেখা গেল তাঁকে । টুইটারে রাহুল কেন্দ্রকে কটাক্ষ করে লেখেন, "মোদি সরকার জানে না লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে । কতজন চাকরি হারিয়েছেন । আপনি গোনেননি তাই কি মৃত্যু হয়নি ? হ্যাঁ তবে দুঃখের বিষয় এই যে, সরকারের উপর প্রভাব পড়েনি । বিশ্ব মৃত্যু দেখেছে । শুধু মোদি সরকারই দেখেনি ।"

  • मोदी सरकार नहीं जानती कि लॉकडाउन में कितने प्रवासी मज़दूर मरे और कितनी नौकरियाँ गयीं।

    तुमने ना गिना तो क्या मौत ना हुई?
    हाँ मगर दुख है सरकार पे असर ना हुई,
    उनका मरना देखा ज़माने ने,
    एक मोदी सरकार है जिसे ख़बर ना हुई।

    — Rahul Gandhi (@RahulGandhi) September 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে লকডাউন জারি হওয়ার পর পরিযায়ী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন । এবং পরিবহন ব্যবস্থা না থাকায় বহু শ্রমিক হেঁটে বাড়ি ফিরতে চান । অনেকে ট্রাকে করে ফেরার চেষ্টা করেন । শিশু থেকে মায়ের মৃত্যুর সাক্ষী থাকে দেশ । মহারাষ্ট্রে একসঙ্গে প্রায় 17 জন শ্রমিককে পিষে দেয় ট্রেন। বহু শ্রমিক অভাবে আত্মহত্যা করেন । একটু খাবারের জন্য তাঁদের আপ্রাণ চেষ্টার প্রতিফলন দেখা যায় দিল্লির যমুনা নদীর তীরে ।

সেই সময়েও সরব হয় বিরোধীরা । কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি সেই সময়ে বলেছিলেন, বিশ্ব পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা দেখছে, শুধুই মোদি সরকার দেখতে পাচ্ছে না । এমনকী মে-তে দিল্লির উড়ালপুলের উপর পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে কথা বলেন রাহুল । তাঁর সেই পদক্ষেপকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কটাক্ষ করে বলেছিলেন, "নাটক" । তবে চুপ করে যাননি রাহুল । বারবার পরিযায়ী ও গরিব শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন ।

পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে বিরোধীদের মধ্যে যে ক্ষোভ ছড়িয়েছিল, গতকাল সংসদে পরিযায়ী শ্রমিকের মৃত্যু-বিতর্ক সেই বিক্ষোভ আরও খানিকটা বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.