ETV Bharat / bharat

গ্রেপ্তার বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক - undefined

বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়

ইয়াসিন মালিক
author img

By

Published : Feb 23, 2019, 1:59 AM IST

শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি : গ্রেপ্তার করা হল জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। গতরাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এরপর গতরাতে তাঁর বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মুখপাত্র বলেন, পুলিশ মাসিউমায় ইয়াসিন মালিকের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। কোঠিবাগ থানায় তাঁকে রাখা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টে সংবিধানে 35A ধারা নিয়ে শুনানি রয়েছে। তার আগেই এই গ্রেপ্তারি।

শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি : গ্রেপ্তার করা হল জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। গতরাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এরপর গতরাতে তাঁর বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মুখপাত্র বলেন, পুলিশ মাসিউমায় ইয়াসিন মালিকের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। কোঠিবাগ থানায় তাঁকে রাখা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টে সংবিধানে 35A ধারা নিয়ে শুনানি রয়েছে। তার আগেই এই গ্রেপ্তারি।


New Delhi, 22 Feb (ANI): In a major boost towards enhancing the growth of aviation infrastructure in the country, Union Civil Aviation Minister Suresh Prabhu inaugurated and laid the foundation stone for the various infrastructure development projects to upgrade eight airports under Airports Authority of India (AAI) through video conferencing, held in the premises of AAI officers' Institute in New Delhi.The inauguration and foundation laying ceremony was attended by esteemed dignitaries including Dr. Guruprasad Mohapatra, Chairman, AAI along with several others

For All Latest Updates

TAGGED:

yasin malik
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.