ETV Bharat / bharat

অনলাইনে পড়াশোনার প্রবণতা ক্রমশ বাড়ছে - কোরোনাভাইরাসের লক্ষণ

দেশজুড়ে অনলাইন শিক্ষার প্রচারের জন্য কেন্দ্রীয় সরকার "ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স" (MOOC)–এর সঙ্গে মিলে "স্বয়ম" নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছিল । কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাব জেরে এই ধরনের অনলাইন কোর্সের চাহিদা বেড়ে গিয়েছে । পাঁচদিনে অন্তত 50 হাজার ছাত্রছাত্রী প্রচুর অনলাইন কোর্সে ভরতি হয়েছে ।

online education
online education
author img

By

Published : Apr 4, 2020, 1:19 PM IST

হায়দরাবাদ, 4 এপ্রিল : কোরোনা ভাইরাসের প্রভাবে যে সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্ব–পঠনপাঠনের বিপুল চাহিদা তৈরি হয়েছে । যার জেরে চাহিদা বেড়েছে কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের নেতৃত্বাধীন অনলাইন কোর্সেরও । কয়েক বছর আগে দেশজুড়ে অনলাইন শিক্ষার প্রচারের জন্য কেন্দ্রীয় সরকার "ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স" (MOOC)–এর সঙ্গে মিলে "স্বয়ম" নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছিল । IIT, IIM এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির তৈরি এই প্ল্যাটফর্মে অন্তত 1900 টি কোর্স আছে ।

গত জানুয়ারির সেমিস্টারে শুধুমাত্র ভারত থেকেই নয়, বিশ্বের 60 টি দেশ থেকে অন্তত 25 লাখ মানুষ এই প্ল্যাটফর্মের অন্তর্গত 571 টি কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন । সম্প্রতি দেশের কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে, তার জেরে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে । যার ফলে এই ধরনের অনলাইন কোর্সের চাহিদা বেড়ে গিয়েছে । চলতি বছরে 23-27 মার্চের মধ্যে, মাত্র পাঁচদিনে অন্তত 50 হাজার ছাত্রছাত্রী প্রচুর অনলাইন কোর্সে ভরতি হয়েছে ।

গোটা ব্যাপারটার সবচেয়ে সেরা বিষয় হল, এই সব অনলাইন কোর্স একেবারে বিনামূল্যে পড়াশোনা হয়

* বাড়িতে বসেই নিজেদের টেলিভিশন সেটে DTH অর্থাৎ ডিজিট্যাল টিভি প্ল্যাটফর্ম ‘স্বয়ংপ্রভা’–য় এই কোর্সগুলি দেখতে পাচ্ছেন অন্তত 50 হাজার মানুষ ।

* কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, ন্যাশনাল ডিজিট্যাল লাইব্রেরি প্ল্যাটফর্মে এই সময় প্রতিদিন অন্তত 43 হাজার মানুষ নিজেদের নাম নথিবদ্ধ করছেন, যা যে কোনও স্বাভাবিক দিনের তুলনায় প্রায় দ্বিগুণ ।

* কেন্দ্রীয় মানব সম্পদ দপ্তর ঘোষণা করেছে যে, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রোবটিক্স শিক্ষার জন্য বিশেষভাবে গড়ে তোলা ভার্চুয়াল ল্যাবস, স্পোকেন টিউটোরিয়াল, ই–ট্যাকটিক্স, ই–পাঠশালা এবং NCERT ভিত্তিক দীক্ষা ব্যবহার করছেন ।

হায়দরাবাদ, 4 এপ্রিল : কোরোনা ভাইরাসের প্রভাবে যে সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্ব–পঠনপাঠনের বিপুল চাহিদা তৈরি হয়েছে । যার জেরে চাহিদা বেড়েছে কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের নেতৃত্বাধীন অনলাইন কোর্সেরও । কয়েক বছর আগে দেশজুড়ে অনলাইন শিক্ষার প্রচারের জন্য কেন্দ্রীয় সরকার "ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স" (MOOC)–এর সঙ্গে মিলে "স্বয়ম" নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছিল । IIT, IIM এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির তৈরি এই প্ল্যাটফর্মে অন্তত 1900 টি কোর্স আছে ।

গত জানুয়ারির সেমিস্টারে শুধুমাত্র ভারত থেকেই নয়, বিশ্বের 60 টি দেশ থেকে অন্তত 25 লাখ মানুষ এই প্ল্যাটফর্মের অন্তর্গত 571 টি কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন । সম্প্রতি দেশের কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে, তার জেরে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে । যার ফলে এই ধরনের অনলাইন কোর্সের চাহিদা বেড়ে গিয়েছে । চলতি বছরে 23-27 মার্চের মধ্যে, মাত্র পাঁচদিনে অন্তত 50 হাজার ছাত্রছাত্রী প্রচুর অনলাইন কোর্সে ভরতি হয়েছে ।

গোটা ব্যাপারটার সবচেয়ে সেরা বিষয় হল, এই সব অনলাইন কোর্স একেবারে বিনামূল্যে পড়াশোনা হয়

* বাড়িতে বসেই নিজেদের টেলিভিশন সেটে DTH অর্থাৎ ডিজিট্যাল টিভি প্ল্যাটফর্ম ‘স্বয়ংপ্রভা’–য় এই কোর্সগুলি দেখতে পাচ্ছেন অন্তত 50 হাজার মানুষ ।

* কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, ন্যাশনাল ডিজিট্যাল লাইব্রেরি প্ল্যাটফর্মে এই সময় প্রতিদিন অন্তত 43 হাজার মানুষ নিজেদের নাম নথিবদ্ধ করছেন, যা যে কোনও স্বাভাবিক দিনের তুলনায় প্রায় দ্বিগুণ ।

* কেন্দ্রীয় মানব সম্পদ দপ্তর ঘোষণা করেছে যে, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রোবটিক্স শিক্ষার জন্য বিশেষভাবে গড়ে তোলা ভার্চুয়াল ল্যাবস, স্পোকেন টিউটোরিয়াল, ই–ট্যাকটিক্স, ই–পাঠশালা এবং NCERT ভিত্তিক দীক্ষা ব্যবহার করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.